নাম ঘোষণার ঠিক ১৭ ঘণ্টার মধ্যে ভোলবদল। আসানসোল লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চান না বলে জানিয়ে দিলেন বিজেপি প্রার্থী পবন সিং। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি এবার লড়াই থেকে নিজেকে সরিয়ে নিলেন। ভোজপুরী তারকার নাম ঘোষণা হতেই নানা বির্তক শুরু হয়েছিল। নিজেই এক্স হ্যান্ডেলে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডাকে ট্যাগ করে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন ভোজপুরী ‘ললিপপ’ গায়ক। রাজ্যবাসীর প্রবল ‘জনগর্জনে’র জেরেই সরে দাঁড়াতে বাধ্য হলেন পবন বলে এক্স হ্যান্ডেলে প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিকে প্রার্থী তালিকা প্রকাশের একদিনের মাথায় পশ্চিমবঙ্গে ধাক্কা খেল বিজেপি বলে মনে করা হচ্ছে। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি পশ্চিমবঙ্গের মানুষের ‘অদম্য ইচ্ছাশক্তি এবং ক্ষমতা’–কে কুর্নিশ জানিয়েছেন। কারণ এই কারণেই সরে দাঁড়াতে হয়েছে ভোজপুরী গায়ককে বলে মনে করেন অভিষেক। এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং দলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। তবে এই অবস্থা তৈরি হওয়ায় সকালেই ড্যামেজ কন্ট্রোল করতে নেমেছিলেন বিজেপির আইটি সেলের ইনচার্জ অমিত মালব্য। কিন্তু তারপরও ঠেকানো গেল না।
অন্যদিকে আজ, রবিবার আসানসোল লোকসভা আসনে প্রার্থী হতে চান না বলে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন পবন সিং। তিনি লিখেছেন, ‘আমি ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্বের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। দল আমাকে বিশ্বাস করেছিল এবং আসানসোল থেকে প্রার্থী হিসাবে ঘোষণা করেছিল। কিন্তু কিছু কারণে আমি আসানসোল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব না।’ পবন সিংয়ের নাম ঘোষণা হতেই আসানসোলের বিজেপি প্রার্থীকে নিয়ে তুমুল আলোচনা শুরু হয়। ‘ললিপপ’ গায়কের নিন্দায় সরব হন ওখানের মানুষজন। অভিযোগ, বাংলার মহিলাদের নিয়ে ‘যৌন উদ্দীপক’, নারী ‘বিদ্বেষী’ গান গেয়েছেন তিনি।
আরও পড়ুন: ‘বুঝে যাওয়া দরকার ছিল এই পরিবার মোদীর সঙ্গে চলে গিয়েছে’, অকপট শিশির
এছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘বাংলার জনতার অদম্য প্রতিবাদের জয়। পশ্চিমবঙ্গের জনগণের অদম্য জেদ ও শক্তি।’ এই কারণেই সরে যেতে হয়েছে পবন সিংকে। এটাই জয় বলে মনে করছেন ডায়মন্ডহারবারের সাংসদ। ‘জয় বাংলা’ বলে এক্স হ্যান্ডেলে প্রতিক্রিয়া জানিয়েছেন দেবাংশু ভট্টাচার্য। আর ডেরেক ও’ব্রায়েন লেখেন, ‘এই খেলা শুরু হওয়ার আগেই খেলা হবে।’ তবে এই ধাক্কার পর তথাগত রায় লেখেন, ‘বিজেপি তো আর তৃণমূলের মতো একজন মহিলার খামখেয়ালিপনা দিয়ে প্রার্থী বাছাই করে না। বরং নির্দিষ্ট নিয়ম মেনে সমীক্ষা করে প্রার্থী বাছাই করে। তবে সমীক্ষকরা ভুলের ঊর্ধ্বে নয়। আসানসোলের জন্য নতুন করে ভাবা দরকার।’