বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Road accident in Lake Town: নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট গাড়ি ধাক্কা মারল পরপর ৩টি গাড়িকে, আহত ২

Road accident in Lake Town: নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট গাড়ি ধাক্কা মারল পরপর ৩টি গাড়িকে, আহত ২

লেকটাউনে পথ দুর্ঘটনা। প্রতীকী ছবি

ওই প্রাইভেট গাড়িটি বিধাননগর থেকে দমদম বিমানবন্দরের দিকে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটেছে। শ্রীভূমি মোড়ে সিগন্যালের কাছে গাড়িটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি গাড়িকে ধাক্কা মারে। পরে ওই গাড়িটি সামনে দাঁড়িয়ে থাকা আরও দুটি গাড়িকে ধাক্কা মারে। 

একটি প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পরপর ধাক্কা মারল তিনটি গাড়িকে। ঘটনাটি ঘটেছে লেকটাউনের শ্রীভূমি এলাকায়। গতকাল বৃহস্পতিবার প্রজাতন্ত্র দিবসের রাতে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। এদিনের দুর্ঘটনায় মৃতের কোনও খবর পাওয়া না গেলেও দুজন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই প্রাইভেট গাড়িটি বিধাননগর থেকে দমদম বিমানবন্দরের দিকে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটেছে। শ্রীভূমি মোড়ে সিগন্যালের কাছে গাড়িটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি গাড়িকে ধাক্কা মারে। পরে ওই গাড়িটি সামনে দাঁড়িয়ে থাকা আরও দুটি গাড়িকে ধাক্কা মারে। তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও ঘাতক গাড়িটিই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই গাড়িতে চালকসহ ছিলেন এক যাত্রী। তিনি চালকের পাশে আসনে বসেছিলেন। এর ফলে গাড়ির সামনের দিকের অংশটি দুমড়ে মুচড়ে যায়।

জানা গিয়েছে, ঘাতক গাড়ির চালক কলকাতার মুন্সী সারাউদ্দিন লেনের বাসিন্দা। দুর্ঘটনা স্থলের ঠিক কাছেই মোতায়েন ছিল ট্রাফিক পুলিশ। দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেন। আহতরা কেউ গুরুতর চোট পাননি বলে জানিয়েছে পুলিশ। এদিকে, এদিন দুর্ঘটনার জেরে এলাকায় বেশ কিছুক্ষণ যানজট দেখা দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে যানজট নিয়ন্ত্রণ করে। প্রাইভেট গাড়ির চালক মত্ত অবস্থায় ছিলেন কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি দুর্ঘটনার সময় গাড়ির গতি কতটা ছিল সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন