বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Negligence in treatment in Kolkata: কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু রোগীর, বেসরকারি হাসপাতালকে ২.৭ লক্ষ টাকা জরিমানা

Negligence in treatment in Kolkata: কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু রোগীর, বেসরকারি হাসপাতালকে ২.৭ লক্ষ টাকা জরিমানা

বেসরকারি হাসপাতালকে জরিমানার নির্দেশ। প্রতীকী ছবি

বিশ্বজুড়ে যখন কোভিডের বাড়বাড়ন্ত ছিল সেই সময় করোনা আক্রান্ত হয়েছিলেন ওই রোগী। পরে চিকিৎসার জন্য তাঁকে বেলভিউ হাসপাতালে ভর্তি করেন রোগী পরিবার। সেখানে তাঁর চিকিৎসা চলার কয়েকদিনের মাথায় মৃত্যু হয়। ঘটনায় মৃতের বোন কমিশনে হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ জানান।

কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছিল রোগীর। সেই ঘটনায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালের গাফিলতি খুঁজে পেয়েছে ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন। ঘটনায় ওই বেসরকারি হাসপাতালকে ২.৭ লাখ টাকা জরিমানা করল কমিশন। হাসপাতাল কর্তৃপক্ষ এই পরিমাণ জরিমানার টাকা দেবে রোগীর পরিবারকে। এই নির্দেশ দিয়েছেন কমিশনের চেয়ারম্যান তথা প্রাক্তন বিচারপতি অসীম কুমার বন্দোপাধ্যায়।

কমিশন সূত্রে জানা গিয়েছে, বিশ্বজুড়ে যখন কোভিডের বাড়বাড়ন্ত ছিল সেই সময় করোনা আক্রান্ত হয়েছিলেন ওই রোগী। পরে চিকিৎসার জন্য তাঁকে বেলভিউ হাসপাতালে ভর্তি করেন রোগী পরিবার। সেখানে তাঁর চিকিৎসা চলার কয়েকদিনের মাথায় মৃত্যু হয়। ঘটনায় প্রথম দিকে রোগী পরিবারের তরফে অভিযোগ জানানো না হলেও পরে মৃতের বোন কমিশনে হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ জানান।

কমিশনের চেয়ারম্যান তথা অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা এই অভিযোগ নিয়ে দ্বিধায় ছিলাম। কারণ মৃতের বিধবা বলেছিলেন যে হাসপাতালের বিরুদ্ধে তাঁর কোনও অভিযোগ নেই। কিন্তু, পরে মৃতের বোন আমাদের কাছে অভিযোগ দায়ের করেছেন।’ হাসপাতালের তরফে জানানো হয়েছে তারা এখনও রায়ের প্রতিলিপি হাতে পাননি। সেটি পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ করবেন। পাশপাশি, কমিশন আরও বেশকিছু বেসরকারি হাসপাতালকে চিকিৎসায় গাফিলতির দায়ে ১০ হাজার টাকা থেকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন