চৈত্রের শেষে প্রবল গরমে পুড়ছে গোটা দক্ষিণবঙ্গ। বেশ কয়েকদিন বৃষ্টি না হওয়ায় শুষ্ক গরমে জেলায় জেলায় তৈরি হয়েছে তাপপ্রবাহের পরিস্থিতি। তারই মধ্যে বুধবার ৪০ ছুঁল কলকাতার তাপমাত্রা। আগামী কয়েকদিন কলকাতাসহ রাজ্যের একাধিক জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
এদিন আলিপুরের তাপমাত্রা ছিল ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস। দমদমে ৩৮.৫, বিধাননগরে ৩৯.৯। এদিন রাজ্যের একাধিক জেলায় তাপমাত্রা ৪০ ছাড়িয়েছে। বাঁকুড়ায় তাপমাত্রা ছিল ৪০.২, মুর্শিদাবাদে ৪০.৭, আসানসোলে ৩৯.৯, উত্তর ২৪ পরগনার অশোকনগরে ৩৯, শান্তিনিকেতনে ৩৯.৫, মেদিনীপুরে ৩৯.৭, কৃষ্ণনগর ৩৯, দিঘা ৩৯, বর্ধমান ৩৯.৮।
আগামী কয়েকদিনেও রাজ্যে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। পশ্চিমের জেলাগুলিতে ইতিমধ্যে তাপপ্রবাহের সতর্কতা জারীি করেছে আবহাওয়া দফতর। শুক্রবার থেকে কলকাতা ও লাগোয়া জেলাগুলিতেও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।