বাংলা নিউজ > হাতে গরম > COVID-19 Update: একদিনে দেশে করোনা আক্রান্তের রেকর্ড বৃদ্ধি

COVID-19 Update: একদিনে দেশে করোনা আক্রান্তের রেকর্ড বৃদ্ধি

একদিনে দেশে করোনা আক্রান্তের রেকর্ড বৃদ্ধি (ছবিটি প্রতীকী, সৌজন্য এএনআই)

স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারত এখন দ্বিতীয় পর্যায়ে রয়েছে। গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি।

একলাফে অনেকটা বাড়ল ভারতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ২২৭ জনের শরীরে মিলেছে করোনার অস্তিত্ব। যা ভারতে একদিনে সর্বাধিক।

করোনাভাইরাস সংক্রান্ত লাইভ আপডেট জানতে এখানে ক্লিক করুন

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অনুযায়ী, সোমবার রাত সাড়ে ন'টা পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১,২৫১ জন। সেরে উঠেছেন ১০১ জন। একজন অন্যত্র চলে গিয়েছেন। বেড়েছে করোনায় মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে। ফলে করোনায় আক্রান্ত হয়ে ভারতে ৩২ জনের মৃত্যু হয়েছে। দেশে এখনও ১,১১৭ জনের দেহে করোনাভাইরাস রয়েছে।

আরও পড়ুন : রাজ্যে করোনায় মৃত বেড়ে ৩

গত ২৪ ঘণ্টায় দিল্লি থেকেই কমপক্ষে ২৫ জনের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। দিল্লিতে মোট ৯৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়াও মহারাষ্ট্র, কর্নাটক, তামিলনাড়ু, রাজস্থান, কেরালা, পশ্চিমবঙ্গ থেকেও নতুন করে আক্রান্তের খোঁজ মিলেছে।

আরও পড়ুন : COVID-19 Update: নিজামুদ্দিনের জমায়েতে গিয়ে মৃত ৬, অনেক প্রশ্ন, উত্তরের খোঁজে প্রশাসন


তবে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারত এখন করোনার সংক্রমণের দ্বিতীয় পর্যায়ে রয়েছে। অর্থাৎ স্থানীয় সংক্রমণ চলছে। তৃতীয় পর্যায় বা গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি দেশে।

বন্ধ করুন