আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে ত্রিপুরা-সহ সমগ্র উত্তর পূর্ব ভারতে বনধ ডাকল ছয়টি স্থানীয় চরমপন্থী সংগঠন।
জানা গিয়েছে, ওই দিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা (এনএলএফটি), মেভালয়ের হাইনিত্রেপ ন্যাশনাল লিবারেশন কাউন্সিল (এইচএনএলসি), মণিপুরের কাংলেই ইয়াওল কান্না লুপ (কেওয়াইকেএল), কাংলেইপাক কমিউনিস্ট পার্টি (কেসিপি), অসমের পিপলস ডেমোক্র্যাটিক কাউন্সিল অফ কারবি লোংরি (পিডিসিকে) ও কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন (কেএলও)।
‘তথাকথিত প্রজাতান্ত্রিক ভারতীয় সংবিধান উত্তর পূর্বের বাসিন্দাদের প্রজাতান্ত্রিক স্বাধীনতা দিতে ব্যর্থ হয়েছে’, এই অভিযোগ তুলেই প্রতিবাদে বনধ ডাকার সিদ্ধান্ত নিয়েছে ছয় দল।
২৩ জানুয়ারি প্রকাশিত বিবৃতিতে প্রতিবাদীরা জানিয়েছেন, ‘আমাদের অঞ্চলে ভারতীয় শাসন তাত্ত্বিক ভাবে প্রজাতান্ত্রিক হলেও বাস্তবে ভূমিপুত্রদের উপরে নির্যাতনের প্রাদুর্ভাবে দুষ্ট, যা প্রজাতন্ত্রের নীতিবিরুদ্ধ।’
এই বিষয়ে জানতে চাওয়া হলে ত্রিপুরার অতিরিক্ত ডিজি (আইন শৃঙ্খলা) রাজীব সিং বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা সচেতন। আমরা সতর্ক রয়েছি।’