পাঠ্যবই ভালো করে পড়ে রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা দিতে গিয়েছিলেন? তাহলে এবার উচ্চমাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানে (পলিটিক্যাল সায়েন্স) অনায়াসেই ৮০ নম্বর পাওয়া যাবে। এমনই মনে করেছেন রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক সুমন সরকার। তাঁর মতে, এবার সেই পরীক্ষার্থীরাই এমসিকিউ এবং এসএকিউ বিভাগের প্রতিটি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবেন, যাঁরা একেবারে খুঁটিয়ে বই পড়েছেন। যাঁরা সেই কাজটা করেননি, তাঁদের ওই ৪০ নম্বরের উত্তর দিতে সমস্যা হবে। ওই ৪০ নম্বরের মধ্যে থেকে যে পরীক্ষার্থীরা যত বেশি নম্বর তুলতে পারবেন, তাঁরা সার্বিকভাবে তত বেশি নম্বর পাবেন। কারণ এবার রাষ্ট্রবিজ্ঞানের বড় প্রশ্নগুলি একদম সোজা এসেছে। পরীক্ষার্থীরা অসংখ্যবার সেই প্রশ্নগুলি পড়েছে। ফলে বড় প্রশ্ন থেকে একেবারে ছাঁকা নম্বর উঠবে বলে মনে করছেন রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক।
তিনি বলেন, ‘এমসিকিউ এবং এসএকিউ অংশের প্রশ্নগুলি খুব খুঁটিয়ে করা হয়েছে। যে দুটি বিভাগ মিলিয়ে মোট ৪০ নম্বর থাকে। সেখান থেকে বেশ টেকনিকাল প্রশ্ন করা হয়েছে। পুরো বইটা ভালোভাবে পড়লে তবেই সব প্রশ্নের উত্তর দেওয়া যাবে। যে নোটস দেওয়া হয়, সেগুলি যারা খুঁটিয়ে পড়েছে, তারাই শুধু সব প্রশ্নের উত্তর দিতে পারবে।’
বিষয়টি আরও ব্যাখ্যা করে তিনি বলেছেন, ‘তবে এমসিকিউ এবং এসএকিউ অংশের প্রশ্নগুলি যে খুব কঠিন হয়েছে, সেটা বলা যাবে না। স্ট্যান্ডার্ড প্রশ্ন করা হয়েছে। খুব সহজও হয়নি, খুব কঠিনও হয়নি। এখন বই পড়ার অভ্যেস তো চলে গিয়েছে। বইটা যদি ঠিকঠাক করে পড়া হয়, তাহলে অবশ্যই প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়া যাবে।’
রাষ্ট্রবিজ্ঞানের বড় প্রশ্ন
বড় প্রশ্নের বিষয়ে তিনি বলেছেন, ‘বড় প্রশ্ন অত্যধিক সোজা হয়েছে। যারা ভারতীয় রাষ্ট্রবিজ্ঞানের অংশটা ঠিক করে পড়েছে, তাদের পরীক্ষা খুব ভালো হবে। ভারতের প্রধানমন্ত্রী হোক বা হাইকোর্ট হোক- যেগুলি আশা করা হয়েছিল, সেরকমই প্রশ্ন দেওয়া হয়েছে। ফলে গুছিয়ে লিখলে প্রত্যেকে ভালো নম্বর পাবে। প্রশ্নগুলি খুব সহজ দিয়েছে।’
রাষ্ট্রবিজ্ঞানে কত নম্বর উঠবে?
রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষকের মতে, যে পরীক্ষার্থীরা এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নের চ্যালেঞ্জ সামলে নিতে পারবেন, তাঁরা ৮০ নম্বরের থেকে বেশি পাবেন। ৯০-র গণ্ডিও ছুঁয়ে ফেলতে পারেন অনেকে। তাঁর কথায়, ‘গুছিয়ে লিখতে পারলে, উচ্চমাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানে প্রত্যেকের দারুণ নম্বর উঠবে। ৮০ নম্বর তো কোনও ব্যাপারই নয়।’
পড়ুয়ার রিভিউ
কাঁচরাপাড়া ইন্ডিয়ান গার্লস হাইস্কুলের পড়ুয়া মোনালি রাহা জানিয়েছেন, পরীক্ষা সার্বিকভাবে ভালো হয়েছে। বড় প্রশ্ন একদম সহজ এসেছে। এমসিকিউ এবং এসএকিউয়ের কয়েকটি প্রশ্ন একটু ঘোরানো হয়েছে। তবে সবমিলিয়ে পরীক্ষা ভালো হয়েছে। ভালো নম্বর উঠবে বলেই আশা করছেন কাঁচরাপাড়া ইন্ডিয়ান গার্লস হাইস্কুলের পড়ুয়া। যাঁর উচ্চমাধ্যমিক পরীক্ষা আজই শেষ হয়ে গেল।
উচ্চমাধ্যমিকের বিভিন্ন বিষয়ের প্রশ্নের রিভিউ
১) উচ্চমাধ্যমিকের বাংলার প্রশ্নপত্র কেমন হয়েছে? রিভিউ পড়তে ক্লিক করুন এখানে
২) উচ্চমাধ্যমিকের ইংরেজির প্রশ্নপত্র কেমন হয়েছিল? রিভিউ পড়তে ক্লিক করুন এখানে
৩) উচ্চমাধ্যমিকের অর্থনীতির প্রশ্নপত্র কেমন হয়েছে? রিভিউ পড়তে ক্লিক করুন এখানে
৪) উচ্চমাধ্যমিকের পদার্থবিদ্যার প্রশ্নপত্র কেমন হয়েছে? রিভিউ পড়তে ক্লিক করুন এখানে
৫) উচ্চমাধ্যমিকের কম্পিউটার অ্যাপ্লিকেশনের প্রশ্নপত্র কেমন হয়েছে? রিভিউ পড়তে ক্লিক করুন এখানে
৬) উচ্চমাধ্যমিকের দর্শনের প্রশ্নপত্র কেমন হয়েছে? রিভিউ পড়তে ক্লিক করুন এখানে
৭) উচ্চমাধ্যমিকের এডুকেশনের প্রশ্নপত্র কেমন হয়েছে? রিভিউ পড়তে ক্লিক করুন এখানে
৮) উচ্চমাধ্যমিকের রসায়নের প্রশ্নপত্র কেমন হয়েছে? রিভিউ পড়তে ক্লিক করুন এখানে
৯) উচ্চমাধ্যমিকের সাংবাদিকতা ও গণজ্ঞাপনের প্রশ্নপত্র কেমন হয়েছে? রিভিউ পড়তে ক্লিক করুন এখানে
১০) উচ্চমাধ্যমিকের ইতিহাসের প্রশ্নপত্র কেমন হয়েছে? রিভিউ পড়তে ক্লিক করুন এখানে
১১) উচ্চমাধ্যমিকের অঙ্কের প্রশ্নপত্র কেমন হয়েছে? রিভিউ পড়তে ক্লিক করুন এখানে
১২) উচ্চমাধ্যমিকের সাইকোলজির প্রশ্নপত্র কেমন হয়েছে? রিভিউ পড়তে ক্লিক করুন এখানে