শুক্রবার ICSE-র ইংরেজির দ্বিতীয় পত্রের (ইংরেজি সাহিত্য বা ইংলিশ লিটারেচার) পরীক্ষা হল। পরীক্ষার্থীদের দাবি, কয়েকটি প্রশ্ন একটু জটিল এসেছিল। তাছাড়া বাকি প্রশ্ন সহজ হয়েছে বলে জানিয়েছেন পরীক্ষার্থীরা। উত্তরপ্রদেশের লখনউয়ের সিটি মন্তেসরি স্কুলের (আরডিএসও ব্র্যাঞ্চ) পড়ুয়া কেশবি সিং বলেছে, 'পোয়েট্রি অংশটা একেবারে সোজা এসেছিল। ওই প্রশ্নগুলির উত্তর লিখতে কোনও সমস্যাই হয়নি। সহজেই উত্তর লিখেছি। সময়ের অনেক আগেই উত্তর লেখা শেষ করে পেরেছি।' ওই স্কুলেরই অপর পড়ুয়া প্রিয়াঙ্কা শ্রীবাস্তব বলেছে, 'নাটকের অংশের প্রশ্নও সোজা ছিল। সময়ের আগেই পরীক্ষা শেষ করে ফেলেছি। তবে এ সেকশনের প্রশ্নগুলিতে ভেবেচিন্তে উত্তর দিতে হবে।'
একইসুরে লা মার্টিনিয়ার গার্লস কলেজের দশম শ্রেণির পড়ুয়া গৌরী গোয়েল বলেছে, ‘প্রশ্নপত্র বেশ সহজ ছিল। পুরো সিলেবাস থেকেই প্রশ্ন এসেছে। সময়ের আগেই সব প্রশ্নের উত্তর লিখে ফেলেছিলাম। স্কুলে যেমন পড়ানো হয়েছিল, সেরকমই এসেছে প্রশ্ন।’ তবে তাঁরই সহপাঠী শেমাম ইউনুস কিছুটা ভিন্ন মত প্রকাশ করেছে। সে বলেছে, 'প্রশ্নপত্র খুব সহজ ছিল। তবে কয়েকটি এমসিকিউ প্রশ্ন দেখে আমার বেশ কঠিন লেগেছে। ওগুলো একটু ঘোরানো ছিল। তবে সার্বিকভাবে প্রশ্নপত্র সহজ হয়েছে বলে আমার মনে হয়েছে।'
সেন্ট জোসেফ কলেজের আভা শুক্লা বলেছে, 'আমি প্রায় সব প্রশ্নের উত্তরই জানতাম। সময়ের মধ্যে শেষ করতে পেরেছি। আমি খুব খুশি। আমি আশা করি যে আজকের মতো আমার সব পরীক্ষা হোক।' ওই স্কুলেরই পরীক্ষার্থী খুশি ওঝা বলেছে, 'আমাদের ইংরেজি সাহিত্যের প্রশ্ন ভালোই এসেছে। যদি বছরভর পড়াশোনা করে থাকে কেউ, তাহলে সে ভালোই নম্বর পাবে। এরকম প্রশ্নের উত্তর দিতে পারলে বেশ ভালোই লাগে।'
অন্যদিকে, লা মার্টিনিয়ার গার্লস কলেজের শিক্ষক রোমিলা বানি জানিয়েছেন যে খুব ভালো প্রশ্নপত্র করা হয়েছে। খুব গুছিয়ে তৈরি করা হয়েছে প্রশ্নপত্র। খুব কঠিন ছিল না। স্ট্যান্ডার্ড প্রশ্ন করা হয়েছে। খুব সহজও করা হয়নি। খুব জটিল প্রশ্ন আসেনি বলে জানিয়েছেন লা মার্টিনিয়ার গার্লস কলেজের শিক্ষক। তারইমধ্যে সেন্ট জোসেফ স্কুলের (রাজাজিপুরম শাখা) এক পরীক্ষার্থী বলেন, 'প্রশ্নপত্র সহজ হয়েছে। কয়েকটি প্রশ্নের একটু বড় উত্তর লিখতে হয়েছে। শেষ দুটি এমসিকিউ বেশ কঠিন লেগেছে।'