আজ প্রকাশিত হতে চলেছে ঝাড়খণ্ডের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। দুপুর তিনটেয় মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের বিজ্ঞান বিভাগের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। ঝাড়খণ্ড অ্যাকাডেমি কাউন্সিলের (Jharkhand Academic Council) অফিসিয়াল ওয়েবসাইট jac.jharkhand.gov.in-তে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখা যাবে। সেইসঙ্গে ‘হিন্দুস্তান টাইমস’-র ওয়েবসাইট থেকে ঝাড়খণ্ডের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখতে পারবেন পড়ুয়ারা।
চলতি বছর ১৪ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত ঝাড়খণ্ডের মাধ্যমিক পরীক্ষা হয়েছিল (Jharkhand 10th Board Results 2023)। আবার ১৪ মার্চ থেকে শুরু হয়েছিল ঝাড়খণ্ডের উচ্চমাধ্যমিক পরীক্ষা (Jharkhand 12th Board Results 2023)। ৫ এপ্রিল পর্যন্ত পরীক্ষা চলেছিল। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য প্রায় আট লাখ পড়ুয়া নাম নথিভুুক্ত করেছিলেন। অবশেষে আজ মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে।
আরও পড়ুন: WB HS Result 2023: আগামিকাল উচ্চমাধ্যমিকের রেজাল্ট, কখন, কোথায় ও কীভাবে? সব তথ্য জানুন এক ক্লিকে
‘হিন্দুস্তান টাইমস’-র ‘লাইভ হিন্দুস্তান’-র প্রতিবেদন অনুযায়ী, আজ মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করবে ঝাড়খণ্ডের স্কুলশিক্ষা দফতরের সচিব কেকে রবি কুমার এবং বোর্ডের চেয়ারম্যান অনিল কুমার মাহাতো। দুপুর তিনটেয় ফলাফল ঘোষণা করা হবে বলে ‘লাইভ হিন্দুস্তান’-র প্রতিবেদনে জানানো হয়েছে।
কীভাবে ঝাড়খণ্ডের মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখতে হবে?
১) ঝাড়খণ্ড অ্যাকাডেমি কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট jac.jharkhand.gov.in-তে যেতে হবে।
২) হোমপেজে ‘Jharkhand 10th Board Results 2023’ এবং ‘Jharkhand 12th Board Results 2023’-র লিঙ্ক থাকবে। আপনি যে পরীক্ষার রেজাল্ট দেখতে যান, সেই লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) রোল নম্বর-সহ বিভিন্ন তথ্য দিতে হবে। 'Submit'-এ ক্লিক করতে হবে পড়ুয়াদের।
৪) স্ক্রিনে ঝাড়খণ্ডের মাধ্যমিক পরীক্ষা বা ঝাড়খণ্ডের উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখা যাবে। তা ভবিষ্যতের জন্য ডাউনলোড করে রাখতে পারবেন।
ঝাড়খণ্ডের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখার ডিরেক্ট লিঙ্ক - ক্লিক করুন এখানে।
ঝাড়খণ্ডের উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখার ডিরেক্ট লিঙ্ক - ক্লিক করুন এখানে
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)