NEET UG 2020 পরীক্ষার দিন ঘোষণা করল কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। আগামী ২৬ জুলাই এই পরীক্ষার আয়োজন করবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।
মঙ্গলবার কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক ওয়েবিনার-এ জানিয়েছেন, করোনা সংক্রমণের জেরে দেশজুড়ে লকডাউন আরোপের ফলে পিছিয়ে যাওয়া NEET UG 2020 পরীক্ষা জুলাইয়ের ২৬ তারিখ আয়োজিত হবে।
এ দিন কেন্দ্রীয় মন্ত্রক আয়োজিত ওয়েবিনার-এ পড়ুয়াদের সঙ্গে সরাসরি কথা বলেন রমেশ পোখরিয়াল নিশঙ্ক। দেশজুড়ে মেডিক্যাল কোর্সে ভরতি হওয়ার জন্য আয়োজিত হয় এই প্রবেশিকা পরীক্ষা।
মন্ত্রী জানিয়েছেন, NEET 2020 পরীক্ষার সম্পূর্ণ নির্ঘণ্ট এর পরে NEET UG 2020 এর নিজস্ব ওয়েবসাইট ntaneet.nic.in এ প্রকাশিত হবে।
এখনও পর্যন্ত NEET 2020 পরীক্ষার আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার সঙ্গে সঙ্গে তাতে প্রয়োজনীয় পরিবর্তন ও সংশোধন করার সুবিধা দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের। বোঝাই যাচ্ছে, এবার এই পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ সংক্রান্ত ঘোষণা করতে চলেছেন মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী। পরীক্ষাকেন্দ্রে অ্যাডমিট কার্ড ছাড়া প্রবেশ নিষিদ্ধ পরীক্ষার্থীদের।