রেলে চাকরি পেতে চলেছেন ছয় লাখের বেশি প্রার্থী। ভারতীয় রেলের ‘এক স্টেশন, এক দ্রব্য’ কর্মসূচির আওতায় দেশের ৭,০০০-র বেশি স্টেশনে তাঁরা চাকরি পাবেন। ‘হিন্দুস্তান টাইমস’ গ্রুপের ‘লাইভ হিন্দুস্তান’-র প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।
এবারের বাজেটে ‘এক স্টেশন, এক দ্রব্য’ কর্মসূচির ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেজন্য ইতিমধ্যে রেলের তরফে জোরকদমে কাজ চলছে। শুক্রবার দেশের সব জোনাল রেলওয়ে ম্যানেজারদের স্থানীয় দ্রব্যের প্রচারের জন্য নির্দেশ দিয়েছে রেলওয়ে বোর্ড।
আরও পড়ুন: চাকরি ৩,০০০ পদে, শীঘ্রই বেরোবে ২০১৯-র অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ পরীক্ষার ফলাফল
কী কী জানানো হয়েছে?
‘হিন্দুস্তান টাইমস’ গ্রুপের ‘লাইভ হিন্দুস্তান’-র প্রতিবেদন অনুযায়ী, ‘এক স্টেশন, এক দ্রব্য’ কর্মসূচির আওতায় প্রতিটি স্টেশনে কমপক্ষে দুটি স্থায়ী স্টল থাকবে। তাছাড়াও পোর্টেবল বা ট্রলির মতো স্টল থাকবে বলে জাানো হয়েছে। প্রতিটি স্টলের আকার-আকৃতি, রঙের মতো বাহ্যিক বিষয়গুলি একইরকমের হবে।
আরও পড়ুন: WB Police Jobs: পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল পদে প্রচুর নিয়োগ, সিলমোহর মমতার মন্ত্রিসভার
বাজেটে কী ঘোষণা করা হয়েছিল?
স্থানীয় ব্যবসা ও দ্রব্যগুলিকে সাহায্য করার জন্য ‘ওয়ান স্টেশন, ওয়ান প্রোডাক্ট’-এর ভাবনার প্রচার করা হবে। আত্মনির্ভর ভারতের অংশ হিসেবে ২০২২-২৩ সালে নিরাপত্তা এবং ক্ষমতা বৃদ্ধির জন্য ২,০০০ কিলোমিটার নেটওয়ার্ককে বিশ্বমানের দেশীয় প্রযুক্তি, 'কবচে'-র অধীনে আনা হবে।