SSC GD Final marks: এসএসসি জিডি ২০২৩ এর চূড়ান্ত মার্কস প্রকাশিত, কীভাবে জানবেন ফলাফল, দেখে নিন
Updated: 21 Sep 2023, 09:28 AM ISTসিএপিএফ-এ কনস্টেবল (জিডি), এসএসএফ, অসম রাইফেলসে রাইফেলম্যান (জিডি) পদে নিয়োগের যে পরীক্ষা হয়েছিল, ২০২৩ সালের ১০ অগস্ট তার ফলাফল প্রকাশিত হয়েছিল। এবার সেই পরীক্ষার চূড়ান্ত ফলাফল সামনে এল।
উল্লেখ্য, সিএপিএফ-এ কনস্টেবল (জিডি), এসএসএফ, অসম রাইফেলসে রাইফেলম্যান (জিডি) পদে নিয়োগের যে পরীক্ষা হয়েছিল, ২০২৩ সালের ১০ অগস্ট তার ফলাফল প্রকাশিত হয়েছিল। এবার সেই পরীক্ষার চূড়ান্ত ফলাফল সামনে এল। এসএসসির অফিশিয়াল ওয়েবসাইটে পরীক্ষার্থীদের চূড়ান্ত মার্কস আপলোড করা হয়েছে। উল্লেখ্য, ৪ অক্টোবর পর্যন্ত ওই মার্কসগুলি সাইটে থাকবে বলে জানা গিয়েছে।
(HT_PRINT) পরবর্তী ফটো গ্যালারি