বাংলা নিউজ > কর্মখালি > UK Teaching Jobs: ইউকেতে অঙ্ক, বিজ্ঞান সমেত নানা বিষয়ে বহু ভারতীয় শিক্ষকের নিয়োগের সুযোগ! বেতন কয়েক লাখ, জানুন বিস্তারিত

UK Teaching Jobs: ইউকেতে অঙ্ক, বিজ্ঞান সমেত নানা বিষয়ে বহু ভারতীয় শিক্ষকের নিয়োগের সুযোগ! বেতন কয়েক লাখ, জানুন বিস্তারিত

  • ইউকের সরকারের ‘ইন্টারন্যাশনাল রিলোকেশন পেমেন্ট স্কিম’ এর আওতায় গোটা ইংল্যান্ডে স্কুলগুলিতে যে শূন্যপদ রয়েছে তা পূরণের লক্ষ্যেই হতে চলেছে নিয়োগ।
1/5 শিক্ষকতাকে পেশা করার বিষয়ে যাঁরা আগ্রহী বা শিক্ষকতা নিয়েই চাকরি খুঁজছেন যাঁরা, তাঁদের জন্য রয়েছে সুখবর। ইউনাইটেড কিংডম বা ইউকের এক স্থানীয় চ্যানেল সূত্রে জানানো হয়েছে, বিজ্ঞান, অঙ্ক ও বিভিন্ন ভাষায় শিক্ষকতা করার জন্য শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে সেদেশে। ইউকের সরকারের ‘ইন্টারন্যাশনাল রিলোকেশন পেমেন্ট স্কিম’ এর আওতায় এই নিয়োগ হবে বলে জানা গিয়েছে। 
2/5  ইউকের সরকারের ‘ইন্টারন্যাশনাল রিলোকেশন পেমেন্ট স্কিম’ এর আওতায় গোটা ইংল্যান্ডে স্কুলগুলিতে যে শূন্যপদ রয়েছে তা পূরণের লক্ষ্যেই হতে চলেছে নিয়োগ। ইউকের স্থানীয় সংবাদপত্র দ্যা টাইমস-এর খবর অনুযায়ী, নাইেজেরিয়া ও ভারত থেকে বহু শিক্ষকদের ইউকেতে অঙ্ক ও বিজ্ঞান বিষয়ে শিক্ষকতা করার জন্য নিয়ে যাওয়ার পথে এগোচ্ছে ঋষি সুনাকের দেশ।    প্রতীকী ছবি
3/5 যে স্কিমের আওতায় শিক্ষকদের নিয়ে যাওয়া হচ্ছে, তাতে ১০ লাখ টাকা দেওয়া হেব কেবল স্থানান্তরের জন্য। এর আগে ইউকেতে গত বছরের মার্চ মাসে একটি ট্রায়াল চালিয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষক নিয়ে যাওয়া হয়েছিল। যাতে ইউকের স্কুলগুলিতে তাঁরা পড়ান, সেই মর্মে হয়েছিল নিয়োগ। এই স্কিমে ভিসার খবর, অভিভাসন স্বাস্থ্য সংক্রান্ত সারচার্জ, ও বাকি স্থানান্তরকেন্দ্রিক খরচ দিয়ে দেওয়া হচ্ছে নিযুক্তকে।  
4/5 যোগ্যতা: এই স্কিমের আওতায় ইউকের স্কুলগুলিতে শিক্ষকতা করতে গেলে টিচার ট্রেনিংয়ে প্রশিক্ষণ থআকতে হবে।IRP বা  ইউকের সরকারের ‘ইন্টারন্যাশনাল রিলোকেশন পেমেন্ট স্কিম’ এ চাকরি পেতে গেলে লাগবে এক বছর শিক্ষকতার অভিজ্ঞতা, ভালো ইংরেজি বলতে পারতে হবে। চাকরির অফার পেলে ব্রিটেনের ভিসা চাকরির জন্য পাওয়া যাবে। কোন দায়িত্বে থাকবেন, তার ওপর ন্যূনতম বেতন নির্ভর করছে। বেতন হতে পারে ২৭ লাখের আশপাশ, এমনই দাবি ওই সংবাদপত্রের। ফাইল ছবি: পিক্সাবে
5/5 কতজন যোগ দিতে পারেন- জানা যাচ্ছে, এই আইআরপি স্কিমের আওতায় ৩০০ থেকে ৪০০ জন শিক্ষক শিক্ষিকাকে নিয়োগ করতে পারে ইউকে। আর তা হবে আসন্ন শিক্ষাবর্ষের জন্য। অফিশিয়ালরা বলছেন, যদি দেখা যায় যে এই স্কিমের আওতায় নিয়োগ সাফল্য পাচ্ছে, তাহলে এই স্কিম এগিয়ে নিয়ে যাওয়া হবে।

আরও ছবি