এবার কি পশ্চিমবঙ্গে চার বছরের স্নাতক স্তর (অনার্স কোর্স) শুরু হতে চলেছে? সেই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবেন। এমনই জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা দফতরের ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ স্টাডিজ অ্যান্ড রিসার্চ, সংস্কৃত কলেজ, সিধু-কানু-বিরসা বিশ্ববিদ্যালয় এবং সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের মউ স্বাক্ষর অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ‘তিন বছরের কার্যক্রম হবে নাকি জাতীয় শিক্ষানীতি অনুযায়ী চার বছরের কার্যক্রম গ্রহণ করা হবে, (তা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলছি)।’ সেইসঙ্গে তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শেষপর্যায়ের আলোচনা বাকি আছে। মমতার সবুজ সংকেত পেলেই দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ব্রাত্য।
চার বছরে অনার্স কোর্স নিয়ে রাজ্য সরকার এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত না নিলেও ইতিমধ্যে ‘জাতীয় শিক্ষানীতি ২০২০’ (National Education Policy বা NEP 2020) প্রণয়নের পথে হেঁটেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। গত এপ্রিলে যাদবপুরের বিজ্ঞান এবং কলা বিভাগের যৌথ বৈঠকের পর চার বছরের অনার্স কোর্স চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেইসময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর চিরঞ্জীব ভট্টাচার্য বলেছিলেন, 'জাতীয় শিক্ষানীতির আওতায় চার বছরের অনার্স কোর্স চালু করছি আমরা। কয়েকটি সংশোধনীর পর ক্রেডিট সিস্টেম ফ্রেমওয়ার্ক অনুসরণ করা হবে।' যদিও যাদবপুরের এক আধিকারিক জানিয়েছিলেন, চার বছরের অনার্স কোর্স চালু হলেও জাতীয় শিক্ষানীতি মেনে কোর্সের মধ্যেই ‘এক্সিট’ বা ‘এন্ট্রি’-র বিষয়টি আপাতত রাখা হচ্ছে না।
২০২০ সালে জাতীয় শিক্ষানীতিতে কী আছে?
২০২০ সালের জাতীয় শিক্ষানীতির আওতায় চার বছরের অনার্স কোর্স চালু করার প্রস্তাব আছে। চার বছরের কোর্সের মধ্যেই পড়ুয়ারা তা ছেড়ে দিতে পারেন। ইতিমধ্যে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের মতো সেই নয়া পদ্ধতি মেনে অনার্স কোর্সের সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন: বিদেশে যেতে হবে না, ভারতেই ক্যাম্পাস খুলতে চায় দুই বিদেশি প্রতিষ্ঠান
নয়া জাতীয় শিক্ষানীতি অনুযায়ী, নির্দিষ্ট বিষয়ে এক বছরের (দুটি সেমেস্টার) পড়াশোনা শেষের পর সার্টিফিকেট পাবেন পড়ুয়ারা। দ্বিতীয় বছরের (চারটি সেমেস্টার) পর ডিপ্লোমা, তৃতীয় বছরের (ছ'টি সেমেস্টার) পর ব্যাচেলরস ডিগ্রি এবং চতুর্থ বছরের (আটটি সেমেস্টার) পর অনার্স বা রিসার্চের সঙ্গে ব্যাচেলরস ডিগ্রি পাবেন।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)