বিরাট কোহলি টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পাবেন কিনা, তা নিয়ে চলছে জোর জল্পনা। জাতীয় দলের কোহলি তাঁর অভিষেকের পর থেকে ভারতের হয়ে একটিও আইসিসি টুর্নামেন্ট মিস করেননি। তবে এবার ১ জুন থেকে শুরু হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে তাঁর সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে! বিশেষ করে একটি শীর্ষস্থানীয় ভারতীয় সংবাদপত্রে তাঁর সম্ভাব্য বাদ পড়ার খবর প্রকাশিত হওয়ার পর থেকে, তা নিয়ে জলঘোলা শুরু হয়। তবে মঙ্গলবার আরও তথ্য সামনে এসেছে। প্রাক্তন ভারত অধিনায়ক ২০২২ সালের নভেম্বর থেকে ভারতের হয়ে মাত্র দু'টি টি-টোয়েন্টি খেলা সত্ত্বেও, বিসিসিআই-এর পরিকল্পনায় কোহলি জোরালো ভাবেই রয়েছেন।
আরও পড়ুন: দর্শকদের জন্য এটাই T20-র সৌন্দর্য্য, বোলারদের জন্য নয়- উনাদকাটের রোমহর্ষক ওভারের পর দাবি ভুবির
কোহলির টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকার সম্ভাবনা কতটা?
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের স্কোয়াড এপ্রিলের শেষ সপ্তাহ থেকে মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে বাছাই করা হবে বলে আশা করা হচ্ছে। কিন্তু কোহলির মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের ফ্লাইট মিস করার আর সম্ভাবনা নেই বলেই বিসিসিআই সূত্রের খবর। নির্বাচকদের চেয়ারম্যান অজিত আগরকরও কিছুটা আশ্বস্ত করেছেন বিরাট ভক্তদের।
আরও পড়ুন: সিমারদের না মেরে, স্পিনারদের জন্য অপেক্ষা করেছি- পঞ্জাবকে হারিয়ে পরিকল্পনা ফাঁস নীতীশের
কী বলছেন ভারতের প্রধান নির্বাচক?
ভারতের হয়ে ২৬টি টেস্ট এবং ১৯১টি ওয়ানডে খেলা আগরকর স্পোর্টফাই উইথপিআরজি পডকাস্টে বলেছেন, ‘বিরাটের দিকে তাকান। তিনি সেই ছেলেদের মধ্যে একজন, যাঁরা একটি মানদণ্ড তৈরি করেছেন। তাঁর ক্যারিয়ারে ১০-১৫ বছর ধরে তিনি নিজেকে একই রকম ভাবে ফিট রেখেছেন। এবং আপনি এর ফলাফলও দেখতে পারছেন। কোহলির ফিটনেস ব্লুপ্রিন্ট পুরো ভারতীয় ক্রিকেটে প্রভাব ফেলেছে।’ কোহলিকে নিয়ে আগরকরের এমন প্রশংসার পর সকলেই আশা করছেন, প্রাক্তন ভারত অধিনায়ক টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকছেন। বিশেষ করে আইপিএলে কোহলি যেমন ছন্দে রয়েছেন, তাতে তাঁকে বাদ দেওয়ার প্রশ্ন আপাতত নেই!
আরও পড়ুন: ওদের ইনিংসই আত্মবিশ্বাস বাড়িয়েছে- ম্যাচ হেরেও শশাঙ্ক, আশুতোষের লড়াইয়ে বুঁদ শিখর ধাওয়ান
কোহলির স্ট্রাইক-রেট নিয়ে প্রশ্ন!
কোহলি বর্তমানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলছেন। বর্তমানে অরেঞ্জ ক্যাপের তালিকায় শীর্ষস্থান দখল করে বসে আছেন তিনি। পাঁচটি ম্যাচে ১০৫ গড়ে এবং ১৪৬-এর স্ট্রাইকরেটে ৩১৬ রান করে ফেছেন কোহলি। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সেঞ্চুরিও হাঁকিয়েছেন। অপরাজিত ১১৩ করেছিলেন তিনি। জস বাটলারের ৫৮ বলে শতরান, কোহলির সেঞ্চুরিকে ছাপিয়ে যায়। এবং বেঙ্গালুরুকে হারিয়ে রাজস্থান ম্যাচ জিতে যায়।
কোহলি সেঞ্চুরি করেছিলেন ৬৭ বলে। এটি আইপিএলের ইতিহাসে সবচেয়ে মন্থর শতরান। আর এই শতরানের পরেই তাঁর স্ট্রাইকরেট নিয়ে ফের প্রশ্ন ওঠা শুরু হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, কোহলির ১৪৬ স্ট্রাইকরেট পাঁচ ইনিংসে ব্যাট করা ক্রিকেটারদের মধ্যে ১২তম সেরা। শুভমন গিল, ঋষভ পন্ত, অভিষেক শর্মা এবং শশাঙ্ক সিং-এর মত প্লেয়াররা স্ট্রাইকরেটের দিক থেকে তাঁর চেয়ে অনেক এগিয়ে রয়েছে।