বাংলা নিউজ > ক্রিকেট > এশিয়া কাপ > IND vs PAK, Asia Cup 2023: বাঁ-হাতি সিমারের বিরুদ্ধে রোগটা গেলই না, শাহিনের বলে বোল্ড রোহিত-কোহলি- ভিডিয়ো

IND vs PAK, Asia Cup 2023: বাঁ-হাতি সিমারের বিরুদ্ধে রোগটা গেলই না, শাহিনের বলে বোল্ড রোহিত-কোহলি- ভিডিয়ো

ক্লিনবোল্ড হন রোহিত।

বাঁ-হাতি সিমারদের প্রতি ভারতের দুর্বলতা গোপন বিষয় নয়। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে মহম্মদ আমিরের বিরুদ্ধে ভারত ল্যাজেগোবরে হয়েছিল। ২০১৯ বিশ্বকাপে ট্রেন্ট বোল্টের দাপটে ভারতীয় ব্যাটারদের ত্রাহি ত্রাহি রব উঠেছিল। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ শাহিন ভারতকে একেবারে গুঁড়িয়ে দিয়েছিলেন। এবারও একই ধারা।

২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারটা ভারতের কাছে বড় ধাক্কা ছিল। সেবারই প্রথম কোনও বিশ্বকাপে ভারত প্রথম হেরেছিল পাকিস্তানের বিরুদ্ধে। আর পাকিস্তানকে সেই ঐতিহাসিক ম্যাচ জেতাতে বড় অবদান ছিল শাহিন শাহ আফ্রিদির। পাকিস্তানের এই বাঁ হাতি পেসার বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা বোলার। শুরুর দিকে উইকেট তুলে নিতে শাহিনের জুড়ি মেলা ভার। প্রথমেই উইকেট ফেলে বিপক্ষকে চাপে ফেলে দিতে পারেন। যেমনটা শনিবার করলেন। ভারতের দুই স্তম্ভকে শুরুতেই আউট করে তিনি বড় বিপদে ফেললেন টিম ইন্ডিয়াকে।

ভারত-পাকিস্তান ম্যাচের লাইভ আপডেট জানতে হলে ক্লিক করুন এখানে: https://bangla.hindustantimes.com/cricket/asia-cup/india-vs-pakistan-asia-cup-2023-live-cricket-score-ind-vs-pak-match-at-pallekele-on-2nd-sept-all-news-updates-in-bengali-31693631430606.html

শাহিন মানেই যেন ভারতের কাছে বড় আতঙ্ক। তবে শুধু শাহিন বলে নয়, বাঁ-হাতি পেসারদের বিরুদ্ধেই ভারতীয় ব্যাটারদের পরিসংখ্যান যন্ত্রণার। এদিন শাহিনের পরপর দুই ওভারে সাজঘরে ফেরেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। দুই তারকাই সরাসরি বোল্ড হয়েছেন। বৃষ্টিতে খেলা অনেকক্ষণই বন্ধ ছিল। তার পর খেলা শুরু হতেই প্রথমেই আউট হন ভারত অধিনায়ক। বৃষ্টির পর খেলা শুরু হতে পর পর দুটো বলে আউট সুইং করিয়েছিলেন শাহিন আফ্রিদি। পরের বলটি ইনসুইং করেন। আর সেই বলেই বোল্ড হলেন রোহিত।

আরও পড়ুন: বিশ্বকাপে রাহুলকে দলে নেওয়াটা ঝুঁকির হবে- ঘোর বাস্তবটা দেখালেন গাভাসকর

পঞ্চম ওভারের শেষ বলে আউট হন রোহিত। আর কোহলি সপ্তম ওভারের তৃতীয় বলে আউট হন। স্টাম্পের বাইরে থেকে বল উইকেটে টেনে এনে আউট হলেন কোহলি। পুরো নিজের দোষে। অফ-স্টাম্পের বাইরের বলে ব্যাটের ভিতরের কানা লাগিয়ে বসেন কোহলি। বল ব্যাটে লাগার পরে স্টাম্পে গিয়ে লাগে। বলটা ছাড়লে আউট হতেন না তিনি। বৃষ্টির পর আর্দ্রতা ছিল। সেটা কাজে লাগিয়েই শাহিন পর পর দু’ওভারে ভারতের অন্যতম দুই সেরা ব্যাটারকে আউট করে পাকিস্তানকে শুরুতেই অক্সিজেন দিলেন।

বাঁ-হাতি সিমারদের প্রতি ভারতের দুর্বলতা কোনও গোপন বিষয় নয়। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে মহম্মদ আমিরের বিরুদ্ধে ভারত ল্যাজেগোবরে হয়েছিল। ২০১৯ বিশ্বকাপে ট্রেন্ট বোল্টের দাপটে ভারতীয় ব্যাটারদের ত্রাহি ত্রাহি রব উঠেছিল। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ শাহিন আফ্রিদি ভারতকে একেবারে গুঁড়িয়ে দিয়েছিলেন। এবারও শাহিনের হাতেই বধ হয়েছেন ভারতের দুই তারকাই।

অথচ শাহিন তথা বাঁ-হাতি সিমারকে মোকাবিলা করার জন্য রোহিতরা কিন্তু আলাদা করে অনুশীলন করেছেন। ভারত আলুরের প্রশিক্ষণ শিবিরে লম্বা বাঁ-হাতি পেসার অনিকেত চৌধুরিকে নিয়ে এসেছিলেন। তাঁর বিরুদ্ধে অনুশীলন করে নিজেদের তৈরি করেছিলেন। কিন্তু নিটফল শূন্যই থাকল। কোহলি আর রোহিত যে ভাবে শাহিনের বলে বোল্ড হলেন, তাতে হতাশায় মুখ ঢাকতে হচ্ছে ভারতীয় সমর্থকদের।

ক্রিকেট খবর

Latest News

'ডাক্তারদের আন্দোলনের জন্য আমার ভাই চিকিৎসা পেল না, প্রাণটা গেল, জাস্টিস চাই' ১২ রানে আউট হয়েও সাঙ্গাকারার দুরন্ত রেকর্ড ভাঙলেন জো রুট, এলিট লিস্টে উঠলেন ছয়ে 'কেন ৩০ মিনিটের মধ্যে…' পলিগ্রাফ টেস্টে সঞ্জয়কে আর কী প্রশ্ন করা হয়েছিল? ‘অত্যাচারের সময় আমার মেয়েটা যখন মা-মা করে কাঁদছিল, সেই কান্নাটা রোজ কানে বাজে…’ পন্তের টেস্ট স্কোয়াডে ফেরা কার্যত পাকা, সোমবারই সুখবর পেতে পারেন বাংলার আকাশ দীপ প্রেমের বিয়েতে বাধা আসছে! রাধা অষ্টমীতে করুন এই কাজ, বাধা ঘুচবে শীঘ্র বিবাহ হবে ‘ব্রা-এর সাইজ জানতে চাওয়া’র অভিযোগ, আরজি কর কাণ্ডে পথে নেমে হুঁশিয়ারি জয়জিৎ-এর নদী থেকে উদ্ধার নার্সের দেহ, ধর্ষণ করে কি খুন?‌ বহরমপুরে চারদিন পর খোঁজ মিলল মমতার ফোনেও কাজ হল না, ইস্তফার সিদ্ধান্তে অনড় জহর! এবারও 'দেরিতে' হল অ্যাকশন? মিশনারি কলেজে গণেশ পুজো করতে গেল এবিভিপি, শোরগোল চরমে, পুলিশ এল ক্যাম্পাসে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.