বাংলা নিউজ > ক্রিকেট > এশিয়া কাপ > নেই মুস্তাফিজুর, চোট সমস্যায় এশিয়া কাপের প্রথম ম্যাচে জর্জরিত বাংলাদেশ-শ্রীলঙ্কা

নেই মুস্তাফিজুর, চোট সমস্যায় এশিয়া কাপের প্রথম ম্যাচে জর্জরিত বাংলাদেশ-শ্রীলঙ্কা

অনুশীলনে মুস্তাফিজুর। ছবি-এপি (AP)

একাধিক ক্রিকেটারের চোট। বাংলাদেশ এবং শ্রীলঙ্কা দুই দলেই একই অবস্থা। দল গঠনে হিমশিম খেতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে।

অনেক টালবাহানার পর শুরু হয়েছে এশিয়া কাপ। গতকাল পাকিস্তান ও নেপালের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হয়েছে এই টুর্নামেন্ট। প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে পাকিস্তান। আজ এই টুর্নামেন্টের দ্বিতীয় দিনে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। তার আগে দুই দেশই চোট আঘাতের সম্যসার জন্য অনেক ক্রিকেটারদের পাচ্ছে না। আজ গ্ৰুপ 'বি'র প্রথম ম্যাচে হবে এই দুই দলের মধ্যে।

শ্রীলঙ্কা মঙ্গলবার এশিয়া কাপের জন্য নিজেদের দল ঘোষণা করেছে। কয়েকজন ক্রিকেটারের চোট ও করোনায় আক্রান্ত হওয়ার জন্য দলে নেই। চোটের জন্য ওয়ানিন্দু হাসরাঙ্গা, দুষ্মন্ত চামিরা, লাহিরু কুমারা এবং দিলশান মদুশঙ্কাকে ছাড়াই এশিয়া কাপ অভিযানে নামবে। অন্যদিকে কুশল পেরেরাও ২০২১ সালে সর্বশেষ একটি ওডিআই ম্যাচ খেলেছিলেন। তিনি এখনও করোনা সংক্রমণ থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেননি। অন্যদিকে, বাংলাদেশেরও প্রায় একই অবস্থা। ওয়ানডেতে তাদের সর্বোচ্চ রান সংগ্রাহক লিটন দাস ভাইরাল জ্বরের কারণে বাদ পড়ায় বেশ সম্যসায় পড়েছে বাংলাদেশ।

২০২২ সালের জানুয়ারি থেকে লিটন তাঁদের সর্বোচ্চ রান সংগ্ৰাহক। বাদ পড়ায় আজকের ম্যাচের জন্য বিশাল ধাক্কা খেয়েছে তারা। তামিম ইকবাল, পেসার এবাদত হোসেনেকেও পাবে না বাংলাদেশ। স্বাভাবিক ভাবেই চিন্তার ভাঁজ পড়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের কপালে। বাংলাদেশের জোরে বোলার মুস্তাফিজুর রহমানের হাঁটুতে চোটের কারণে প্রথম একদল থেকে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। ২৭ বছর বয়সী এই তারকা বোলার ৮৯ ওয়ানডে ম্যাচ খেলে ১৪৮টি উইকেট নিয়েছেন। তাঁর অনুপস্থিতি ৬ বারের এবং বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের একটা কঠিন ম্যাচ হতে চলেছে বলে মনে করছেন‌ সকলে। মুস্তাফিজুরের জায়গায় হাসান মাহমুদকে প্রথম একাদশে নেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা‌ গিয়েছে।

লিটন দাসের পরিবর্তে দলে আসবেন আনামুল হক। ৩০ বছর বয়সী আনামুল বাংলাদেশের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ২০২২ সালের ডিসেম্বরে ভারতের বিরুদ্ধে। সব মিলিয়ে তিনি ৪৪টি ওয়ানড ম্যাচ খেলেছেন। ৪৪টি ম্যাচে ৩০.৫৮ গড়ে ১২৫৪ রান করেছেন তিনি। যার মধ্যে পাঁচটি অর্ধশতক এবং তিনটি সেঞ্চুরি রয়েছে। আনামুল হক লিটন দাসের পরিবর্তে এসে কেমন‌ করেন সেটাই দেখায়।

ওয়ানিন্দু হাসরাঙ্গার উরুর চোটের জন্য দল থেকে বাদ পড়েছেন। তার পরিবর্তে দুশান হেমন্তই একমাত্র বিকল্প লেগস্পিনার প্রথম একাদশে জায়গা পাবেন। ২৯ বছর বয়সী হেমন্ত এখনও পর্যন্ত শ্রীলঙ্কার হয়ে দুটি ওয়ানডে খেলেছেন। সেই দুটি ম্যাচে তিনি নিয়েছেন দু’টি উইকেট। এছাড়া শ্রীলঙ্কা বাংলাদেশ ম্যাচে বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে সেই দিকেই নজর থাকবে সবার।

ক্রিকেট খবর

Latest News

‘বিচার চাই’, আজমেঢ় শরিফে শ্রাবন্তী, শুনতে হল ধর্ম নিয়ে কটাক্ষ! নায়িকার সঙ্গী কে ডাক্তারদের খোঁটা! এরই মাঝে পরমব্রতর পর্ণশবরীর শাপ সিজন ২-তে জায়গা পেলেন কাঞ্চন অন্য প্রতিবাদ! নেই স্লোগান, নেই নড়াচড়া, পথে বসে হীরক রাজার দেশে দেখল বনগাঁ আপনি কী গর্ভবতী? স্ত্রীরোগ সচেতনতা দিবসে জানুন গর্ভাবস্থায় ভালো থাকার উপায় ‘দক্ষ মানুষদের কোণঠাসা করে রাখা হয় ভারতে,’ আমেরিকায় একলব্যের গল্প শোনালেন রাহুল বুমেরাং হল ব্যাজবল, নিশঙ্কার দাপটে ওভাল টেস্টে শ্রীলঙ্কার কাছে হার ইংল্যান্ডের সুপ্রিম কোর্টের শুনানি শেষ হতেই আরজি কর হাসপাতালে সিবিআই, রিপোর্ট তৈরিতে তৎপরতা বাবার সঙ্গে ভালো করে প্রস্তুতি নিয়েছিলাম, ম্যাচের সেরা হয়ে বললেন মুশির এক হাতে সন্তান, অন্য হাতে ফুড ডেলিভারি, সোনুর লড়াইকে বাহবা সোশ্যাল মিডিয়ার মুখ্যমন্ত্রীর উৎসবে ফেরার আহ্বান, অধরা বিচার!ক্ষোভ উগরে অঙ্কুশ লিখলেন 'আর ভালো…'

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.