বাংলা নিউজ > ক্রিকেট > এশিয়া কাপ > IND vs PAK: বৃষ্টি বাঁচিয়ে দিল পাকিস্তানকে! ভারতের ম্যাচে ধারাপাত হওয়ায় বললেন শোয়েব

IND vs PAK: বৃষ্টি বাঁচিয়ে দিল পাকিস্তানকে! ভারতের ম্যাচে ধারাপাত হওয়ায় বললেন শোয়েব

ভারত-পাক ম্যাচে বৃষ্টির সময়। ছবি- এএনআই  (ANI)

সুপার ফোরে ভারত বনাম পাকিস্তান ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যায়। তার ফলে পাকিস্তান বেঁচে গিয়েছে বলে মনে করেন প্রাক্তন পাক ক্রিকেটার শোয়েব আখতার।

চলতি বছর এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচের ওপর বৃষ্টির নজর লেগেছে। ভারত এই এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এশিয়া কাপ যাত্রা শুরু করে। কিন্তু সেই ম্যাচ পুরোপুরি খেলা সম্ভব হয়নি। বিরাট কোহলিরা নিজেদের ইনিংস পূর্ণ করলেও পাকিস্তান এক বলও ব্যাট করতে পারেনি। এরপরে রবিবার সুপার ফোরের ম্যাচে ফের মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। এই ম্যাচে আগে থেকেই বৃষ্টির পূর্বাভাস ছিল। হলও তাই। এদিনের ম্যাচেও ভারত প্রথমে ব্যাট করতে নামে, তবে ইনিংস কিছুটা এগানোর পরেই বৃষ্টিতে ম্যাচ বন্ধ করে দিতে হয়। আর এই বৃষ্টি পাকিস্তানকে বাঁচিয়ে দিয়েছে বলে মন্তব্য করলেন প্রাক্তন পাক তারকা জোরে বোলার শোয়েব আখতার।

(এশিয়া কাপের পয়েন্ট তালিকা দেখার জন্য ক্লিক করুন এখানে)

কলম্বোতে পাকিস্তান টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে প্রথম ম্যাচের ভুলভ্রান্তি শুধরে শুরু থেকে আক্রমাত্মক মেজাজে খেলতে থাকে ভারত। শুভমন গিল ও রোহিত শর্মা দুজনেই অর্ধশতরান করেন। ১২১ রানের পার্টনারশিপ গড়েন তারা। তবে এর পরেই ৫৮ রানে আউট হয়ে যান শুভমন। ৫৬ রান করে প্যাভেলিয়ানে ফিরে আসেন অধিনায়ক রোহিতও। ব্যাটিং অর্ডার অনুসারে মাঠে নামেন বিরাট কোহলি এবং কেএল রাহুল। যখন স্টেডিয়ামে বৃষ্টি নামে সেই সময় বিরাট ৮ রানে এবং রাহুল ১৭ রানে ব্যাট করছিলেন।

বৃষ্টির কথা মাথায় রেখে এশিয়ান ক্রিকেট কাউন্সিল কয়েক দিন আগেই রিজার্ভ ডে ঘোষণা করে। জানিয়ে দেওয়া হয় বৃষ্টির জন্য ম্যাচ ভেস্তে গেলে পরের দিন অর্থাৎ সোমবার একই জায়গা থেকে ম্যাচ শুরু হবে। সেইমতো আজ ফের নামবে ভারত ও পাকিস্তান।

(এশিয়া কাপে কার কবে খেলা জানার জন্য ক্লিক করুন এখানে)

এই ম্যাচে পাকিস্তানের বোলারদেরকে রোহিত শর্মাদের ব্যাটিংয়ের সামনে বেশ অসহায় দেখিয়েছে। বেশ কয়েকটা ভালো সুযোগও তারা ফোসকেছেন। পরে কী হয় তা বলা মুশকিল, কিন্তু শুরুর দিকে ভালো অবস্থায় ছিল না পাকিস্তান। এই রেশ টেনেই প্রাক্তন পেশার শোয়েব আখতার তাঁর টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিয়ো পোস্ট করে বলেন, 'আজকের এই বৃষ্টি পাকিস্তানকে বাঁচিয়ে দিল। আগের দিনের ম্যাচে ভারত আমাদের বিরুদ্ধে ফেঁসে গিয়েছিল তখন বৃষ্টি তাদের বাঁচিয়ে দেয়। আজকের ম্যাচেও আমরা আটকে পড়ি। আজকে বৃষ্টি আমাদের বাঁচিয়ে দেয়। আজকের মতো শুরু আমি আর দেখতে চাইবো না। তবে শ্রীলঙ্কার বৃষ্টি সত্যিই অসাধারণ।'

(এশিয়া কাপের আরও খবর জানতে ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/cricket/asia-cup)

বন্ধ করুন