বাংলা নিউজ > ক্রিকেট > Bengal vs Assam Ranji Trophy: সূরজের ৫ উইকেট, অসমকে ইনিংসে হারিয়ে ৭ পয়েন্ট বাংলার

Bengal vs Assam Ranji Trophy: সূরজের ৫ উইকেট, অসমকে ইনিংসে হারিয়ে ৭ পয়েন্ট বাংলার

উচ্ছ্বসিত বাংলার ক্রিকেটাররা। ছবি- সিএবি।

Bengal vs Assam Ranji Trophy 2024 Day 3 Live Score: মনোজ-অনুষ্টুপের জোড়া শতরান, সূরজের ৫ উইকেট, অসমকে তাদের ঘরের মাঠে বিধ্বস্ত করল বাংলা। চলতি রঞ্জি মরশুমে এটিই প্রথম জয় তিওয়ারিদের।

গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে অসমের বিরুদ্ধে রঞ্জি ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে পুরো পয়েন্ট ঘরে তোলার হাতছানি ছিল বাংলার সামনে। এমনকি দ্বিতীয় দিনের শেষ বেলাতে বোনাস পয়েন্টের গন্ধও পেতে শুরু করেন মনোজ তিওয়ারিরা। শেষমেশ সেই সুযোগ হাতছাড়া করেনি বাংলা। আড়াই দিনেরও কম সময়ে অসমকে এক ইনিংস ও ১৬২ রাবের বিশাল ব্যবধানে পরাজিত করেন মনোজরা এবং সেই সুবাদে ম্যাচ থেকে বোনাস-সহ ৭ পয়েন্ট ঘরে তোলেন তাঁরা।

ম্যাচের আগাগোড়া ছড়ি ঘোরায় বাংলা। প্রথম দিন থেকেই কোণঠাসা হয়ে পড়ে হোম টিম অসম। টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে বাংলা প্রথম ইনিংসে ৪০৫ রান তোলে। দুরন্ত শতরান করেন অনুষ্টুপ মজুমদার ও ক্যাপ্টেন মনোজ তিওয়ারি। হাফ-সেঞ্চুরি করেন করণ লাল ও সূরজ জসওয়াল।

পালটা ব্যাট করতে নেমে অসম তাদের প্রথম ইনিংসে মাত্র ১০৩ রানে ৯ উইকেট হারায়। রিয়ান পরাগ ব্যাট করতে নামেননি। ফলে অসম প্রথম ইনিংসে অল-আউট হয়েছে ধরে নেওয়া হয়। মহম্মদ কাইফ, সূরজ জসওয়াল ও অঙ্কির মিশ্রর ত্রিফলা আক্রমণে রীতিমতো দিশেহারা দেখায় অসমের ব্যাটারদের। প্রথম ইনিংসের নিরিখে ৩০২ রানে এগিয়ে থেকে অসমকে ফলো-অন করতে পাঠায় বাংলা। দ্বিতীয় ইনিংসে অসম অল-আউট হয় ১৪০ রানে।

আরও পড়ুন:- Ranji Trophy 2024: যশ ধুল-সহ প্রথম ছয় ব্যাটারের পাঁচজন শূন্য, রঞ্জিতে দিল্লির লজ্জা বাঁচালেন ক্যাপ্টেন হিম্মত সিং

বাংলা বনাম অসম রঞ্জি ট্রফি ২০২৪ ম্যাচের স্কোরকার্ড:-

বাংলা বনাম অসম রঞ্জি ট্রফি ২০২৪ ম্যাচের আপডেট:-

— ব্যাট হাতে ৫২ রানের অনবদ্য ইনিংস খেলার পাশাপাশি প্রথম দফায় ৩টি ও দ্বিতীয় ইনিংসে ৫টি উইকেট নেওয়ার সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন সূরজ জসওয়াল।

— প্রথম ইনিংসের নিরিখে ৩০২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা অসম ১৪০ রানে ৯ উইকেট হারায়। দ্বিতীয় ইনিংসেও ব্যাট করতে নামেননি রিয়ান পরাগ। ফলে অসমের দ্বিতীয় ইনিংস শেষ হয় সেখানেই। বাংলা এক ইনিংস ও ১৬২ রানে ম্যাচ জিতে বোনাস-সহ ৭ পয়েন্ট ঘরে তোলে। দ্বিতীয় ইনিংসে সূরজ জসওয়াল ৪৩ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন। ২৯ রানে ২টি উইকেট নেন অঙ্কিত মিশ্র। করণ লাল ২১ রানে ২টি উইকেট পকেটে পোরেন।

— ৪৫.৬ ওভারে করণ লালের বলে সুদীপ ঘরামির হাতে ধরা পড়েন মৃন্ময় দত্ত। ৮ বলে ৬ রান করেন তিনি। মারেন ১টি চার। অসম ১৪০ রানে ৯ উইকেট হারায়। ২টি বাউন্ডারির সাহায্যে ১৭ বলে ১০ রান করে নট-আউট থাকেন রাহুল সিং।

আরও পড়ুন:- ILT20: ব্যাটে-বলে ঝড় তুললেন আন্দ্রে রাসেল, হাসারাঙ্গার লড়াই ব্যর্থ করে দাপুটে জয় নাইট রাইডার্সের

— ৪৪.৩ ওভারে অঙ্কিত মিশ্রর বলে ধরণী রাভাকে স্টাম্প আউট করেন অভিষেক পোড়েল। ৪৫ বলে ২৪ রান করেন রাভা। মারেন ৪টি চার। অসম ১৩৩ রানে ৮ উইকেট হারায়।

— ৩৯.১ ওভারে সূরজ জসওয়ালের বলে অভিষেক পোড়েলের দস্তানায় ধরা পড়েন মুখতার হুসেন। গোল্ডেন ডাকে মাঠ ছাড়েন তিনি। অসম ১১৯ রানে ৭ উইকেট হারায়। মুখতারকে ফিরিয়ে সূরজ দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটের বৃত্ত পূর্ণ করেন।

— ৩৭.৬ ওভারে সূরজ জসওয়ালের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন সাহিল জৈন। ৫৪ বলে ২৬ রান করেন তিনি। মারেন ৩টি চার। অসম দ্বিতীয় ইনিংসে ১১৫ রানে ৬ উইকেট হারায়।

— তৃতীয় দিনের লাঞ্চে অসম ফলো-অন করতে নেমে তাদের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ৯৯ রান তোলে। সুতরাং, এখনও তারা পিছিয়ে রয়েছে ২০৩ রানে।

— ২৯.৬ ওভারে সূরজ জসওয়ালের বলে সুদীপ ঘরামির হাতে ধরা পড়েন আকাশ সেনগুপ্ত। ৭ বলে ৩ রান করেন তিনি। অসম দ্বিতীয় ইনিংসে ৯০ রানে ৫ উইকেট হারায়।

— ২৭.৫ ওভারে সূরজ জসওয়ালের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন সুমিত। ৩৫ বলে ৮ রান করেন তিনি। মারেন ১টি চার। অসম ৮৪ রানে ৪ উইকেট হারায়।

আরও পড়ুন:- Ranji Trophy 2024: রঞ্জিতে ছক্কার ঝড় তুলে বিশ্বরেকর্ড গড়লেন আগরওয়াল, ভাঙা হল না নিম্বালকরের নজির

— ১৯.৫ ওভারে সূরজ জসওয়ালের বলে অভিষেক পোড়েলের দস্তানায় ধরা পড়েন ডেনিশ দাস। ২৯ বলে ২১ রান করেন তিনি। মারেন ৪টি চার। অসম দ্বিতীয় ইনিংসে ৬৯ রানে ৩ উইকেট হারায়।

— ১৬.৫ ওভারে করণ লালের বলে অভিষের পোড়েলের দস্তানায় ধরা পড়েন রাহুল হাজারিকা। ২টি বাউন্ডারির সাহায্যে ৫৩ বলে ২০ রান করেন তিনি। অসম ৪৯ রানে ২ উইকেট হারিয়ে বলে। সাজঘরে ফিরেছেন তাদের দুই ওপেনার।

— দ্বিতীয় ইনিংসের শুরুতেই ওপেনার ঋষভ দাসের উইকেট হারিয়ে বসে অসম। ৯.৫ ওভারে অঙ্কিত মিশ্রর বলে এলবিডব্লিউ হন ঋষভ। ৪টি বাউন্ডারির সাহায্যে ২৭ বলে ১৭ রান করেন তিনি। অসম ৩১ রানে ১ উইকেট হারায়।

— তৃতীয় দিনে অসম তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ১০৩ রানে। তারা ৩৪.৩ ওভার ব্যাট করে। যদিও ক্যাপ্টেন রিয়ান পরাগ ব্যাট করতে নামেননি। ৪০ রান করেন সাহিল জৈন। বাংলার মহম্মদ কাইফ ৪টি, সূরজ জসওয়াল ৩টি ও অঙ্কিত মিশ্র ২টি উইকেট নেন। প্রথম ইনিংসের নিরিখে ৩০২ রানের বিশাল ব্যবধানে এগিয়ে থেকে বাংলা ফলো-অন করতে বাধ্য করে অসমকে।

আরও পড়ুন:- India A vs England Lions: ইনিংস হারের লজ্জা এড়াতে পারল না ইংল্যান্ড লায়ন্স, বিরাট জয় ভারতীয়-এ দলের

— পালটা ব্যাট করতে নেমে অসম দ্বিতীয় দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ৮ উইকেটের বিনিময়ে ৯৯ রান তোলে। ডেনিশ দাস ৫০ রান করেন।

— দ্বিতীয় দিনে বাংলার প্রথম ইনিংস শেষ হয় ৪০৫ রানে। তারা সাকুল্যে ১৩১.৪ ওভার ব্যাট করে। অনুষ্টুপ মজুমদার ১২৫, মনোজ তিওয়ারি ১০০, করণ লাল ৫২ ও সূরজ জসওয়াল ৫২ রান করেন। ৪ উইকেট নেন অসমের মুখতার হুসেন।

— প্রথম দিনে ৭৮ ওভার ব্যাট করে বাংলা ৪ উইকেটের বিনিময়ে ২৪২ রান তোলে। অনুষ্টুপ নট-আউট থাকেন ১২০ রানে। মনোজ অপরাজিত থাকেন ৬৮ রানে। সৌরভ পাল ১২, শ্রেয়াংশ ঘোষ ১৩, মহম্মদ কাইফ ২ ও সুদীপ ঘরামি ১০ রান করে আউট হন।

— গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে অসমের বিরুদ্ধে রঞ্জি ট্রফি এলিট বি-গ্রুপের ম্যাচে টস হারে বাংলা। টস হেরে তারা শুরুতে ব্যাট করতে নামে।

গম্ভীর-ধোনির আসা যাওয়া, রোহিত-হার্দিকের রেষারেষি, কামিন্স-স্টার্কের জারিজুরি, আইপিএল ২০২৪-এর সব খবর, লাইভ ক্রিকেট স্কোর, আইপিএলের সূচি 2024, সব তথ্য পান এক ক্লিকে। গিল না কোহলি, আইপিএলের অরেঞ্জ ক্যাপ 2024 এবার কার দখলে, আইপিএলের পার্পল ক্যাপ 2024 পরবেন কোন বোলার, নাইটদের পরিসংখ্য়ান , যে কোনও প্লেয়ারের আইপিএল 2024 স্ট্যাটস, আগেরবারের যাবতীয় রেকর্ড জানতে পড়ুন HT Bangla।

ক্রিকেট খবর

Latest News

ভিডিয়ো: DPL-এ বিতর্কিত আউটের প্রতিবাদে ১৩ মিনিট মাঠেই দাঁড়িয়ে থাকলেন মুশফিকুর ফ্ল্যাট থেকে উদ্ধার ভোজপুরি অভিনেত্রীর দেহ, মৃত্যুর আগে লিখে যান রহস্যজনক পোস্ট গাছ লাগানো স্রেফ সিজনাল আলোচনা! সোশ্যাল মিডিয়ার হাল আমলের ফ্যাশন এটা গত ম্যাচে শতরান, এবার মারকাটারি ৭১, উইন্ডিজের বোলিংকে ছারখার করছেন নেপালের রোহিত ৯ বছর পরে এশিয়া কাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করল UAE মমতা - অভিষেককে ‘মা - ব্যাটা’ বলে আক্রমণ শুভেন্দুর, বললেন আবার হারাব 'আমিই কেন?' শরীরে থাবা বসিয়েছিল ক্যানসার! রোগের কথা জেনে কী মনে হয়েছিল সোনালির চাক দুমদুম গানে নস্ট্যালজিক, পর্দায় আরও একবার একসঙ্গে ফিরছেন মাধুরী-করিশ্মা নজরে মহিলা ভোট,এবার সৃজনের মুখে লক্ষ্মীর ভাণ্ডার, অনির্বাণের জোর‘আত্মনির্ভরতায়’ 'আমি এখনও বার কাউন্সিলের সদস্য!…ওরা চাকরিখেকো বাঘ…' ২৬০০০ বাতিল নিয়ে তোপ মমতার

Latest IPL News

বিরাটের পাশে দাঁড়ালেন গম্ভীর! কোহলির সমালোচকদের মোক্ষম জবাব দিলেন KKR মেন্টর ‘ওভাবে বোলিং করলে তো মার খাবেই’, স্পিনারদের ত্রুটি চোখে আঙুল দিয়ে দেখালেন মুরলি ইডেনে নাইট বধ করে মিষ্টি দই দিয়ে সেলিব্রেশন পঞ্জাব কিংসের ক্রিকেটারদের- ভিডিয়ো সবটাই TRP পাওয়ার জন্য… কোহলির সঙ্গে নিজের খারাপ সম্পর্ক নিয়ে কী বললেন গম্ভীর? ‘ওকে রাখতেই হবে বিশ্বকাপের স্কোয়াডে’,সঞ্জুকে নিয়ে বার্তা টি২০ বিশ্বকাপজয়ী তারকার হাতে আঁকা রয়েছে সময়, কেন এমন ট্যাটু করেছেন নাইটদের রিঙ্কু সিং? ফাঁস করলেন রহস্য ‘প্রথমবার দেখেই বিরাট বলেছিল’…অভিজ্ঞতার কথা জানালেন ভারতীয় ক্রিকেটের প্রিন্স নাচতে না জানলে উঠোন বাঁকা! ইডেনের পিচ নিয়ে নিন্দে শুনতে নারাজ কিউরেটর স্ট্যান্ডের দিকে তাকিয়ে স্যালুট, সেনাকর্মী বাবাকে অভিনব সম্মান ধ্রুব জুরেলের রাগে গজগজ করতে করতে কোচের সঙ্গেই তর্ক পৃথ্বীর, বাদ পড়েই কি ক্ষোভে ফেটে পড়লেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.