রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের পঞ্চম তথা শেষ টি-টোয়েন্টিতে যখন ভারত ৬৬ রানে ৩ উইকেট হারিয়ে বসেছিল, তখন ক্রিজে এসেছিলেন সঞ্জু স্যামসন। তাঁর থেকে এদিন ভালো ইনিংস আশা করা হয়েছিল। কিন্তু আরও একবার ব্যর্থ সূর্য। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁর ফ্লপ শোর ধারা অব্যাহত।
রবিবার সঞ্জু মাত্র ৯ বলে ১৩ করে সাজঘরে ফিরে যান। আর তিনি ফের নিরাশ করার পরে সোশ্যাল মিডিয়ায় উইকেটরক্ষক-ব্যাটারকে ব্যাপক ভাবে ট্রোল করা হচ্ছে। টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সঞ্জু স্যামসনের ভয়ানক খারাপ ফর্মে রীতিমতো বিরক্ত ক্রিকেট প্রেমীরা।
আরও পড়ুন: ছক্কা হাঁকাতে ওস্তাদ তিলক, রোহিতের রেকর্ড গুঁড়িয়ে গড়লেন নয়া নজির
সঞ্জুর ব্যাটিং পারফরম্যান্সের হতশ্রী দশা দেখে অনেক ভক্তই টুইটারে ক্ষোভ উগরে দিয়েছেন। অনেকে আবার কটাক্ষও করেছেন তাঁকে। পাঁচ ম্যাচের সিরিজে ১০.৬৭ গড়ে সঞ্জু স্যামসন ৩ ইনিংসে মাত্র ৩২ রান করেছেন। আর এর পর তাঁকে ট্রোলড হতে হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তাঁকে এবার বাদ দেওয়ার দাবি তুলেছে নেটপাড়া।
টি-টোয়েন্টিতে ছয় হাজার রান পূর্ণ করলেন স্যামসন
মজার বিষয় হল, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে উইলোতে ব্যর্থ হওয়া সত্ত্বেও সঞ্জু স্যামসন পঞ্চম টি-টোয়েন্টিতে একটি বিশেষ কীর্তি অর্জন করেছেন। রাজস্থান রয়্যালস (RR) অধিনায়ক এমএস ধোনি, বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো টি-টোয়েন্টি ক্রিকেটে ছয় হাজার রানের মাইলস্টোন স্পর্শ করেছেন। ২০১৫ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে তাঁর অভিষেক হওয়ার পর থেকে ২৮ বছর বয়সী ভারতের হয়ে ২১টি টি-টোয়েন্টি খেলেছেন।
ম্যাচের ফল
রবিবার টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন হার্দিক। তবে শনিবারের বিধ্বংসী ওপেনিং জুটি রবিবার ১৭ রানের মধ্যেই ফিরে যায় প্যাভিলিয়নে। প্রথম ওভারেই আউট হন যশস্বী জয়সওয়াল (৫)। দ্বিতীয় বলে চার মেরে শুরুটা ভালোই করেছিলেন। কিন্তু চতুর্থ বলে আকিল হোসেনকে মারতে গিয়ে তাঁর হাতে ক্যাচ তুলে দেন তিনি। শুভমন গিলের (৯) আউট নিয়ে অবশ্য বিতর্ক রয়েছে।
আরও পড়ুন: লজ্জায় ডুবলেন হার্দিকরা, T20-র ইতিহাসে প্রথম বার সিরিজের তিনটি ম্যাচে হারল ভারত
একমাত্র প্রতিরোধ গড়তে লড়াই করেন সূর্যকুমার যাদব। তাঁকে কিছুটা সঙ্গত দেন তিলক বর্মা। দুই ব্যাটারের দাপটে ভারত কিছুটা ভরসা পেয়েছিল। সূর্যের থেকে বেশি মারমুখী ছিলেন তিলকই। কিন্তু তিনি ১৮ বলে ২৭ করে সাজঘরে ফেরেন। তিনে নেমে সূর্য ৪৫ বলে ৬১ রান করেছিলেন। এর বাইরে কেউ ১৫ রানও করতে পারেননি। নির্দিষ্ট ২০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রান করে টিম ইন্ডিয়া। উইন্ডিজের হয়ে চার উইকেট নিয়েছেন রোমারিও শেফার্ড। ২টি করে উইকেট নিয়েছেন আকিল হোসেন এবং জেসন হোল্ডার।
জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেট জয় ছিনিয়ে নেয় উইন্ডিজ। তাও ১২ বল বাকি থাকতে। মোদ্দা কথা, দাপটের সঙ্গেই হার্দিক পান্ডিয়াদের হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ব্রেন্ডন কিং ৫৫ বলে ৮৫ করে অপরাজিত থাকেন। ৩৫ বলে ৪৭ করেন পুরান। ১৩ বলে ২২ করে অপরাজিত থাকেন শাই হোপ। ১৮ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭১ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের হয়ে একটি করে উইকেট নিয়েছেন আর্শদীপ সিং এবং তিলক বর্মা।