‘ছাপরির বউ ছাপরি’, ‘তোর বাবা রোহিত শর্মা’- সোশ্যাল মিডিয়ায় এমনই সব নোংরা আক্রমণের মুখে পড়লেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার স্ত্রী তথা মডেল নাতাশা স্ট্যানকোভিচ। আর সেই নোংরা আক্রমণটা শুরু হয়েছে মূলত দিনকয়েক আগে থেকেই। ইনস্টাগ্রামে নাতাশার বিভিন্ন পোস্টের কমেন্টে গিয়ে নোংরা মন্তব্য করে আসছেন নেটিজেনদের একাংশ। তাঁদের কেউ-কেউ আবার নিজেদের রোহিতের সমর্থক বলে দাবি করেছেন। যদিও সেই নোংরামিকে সমর্থন করেননি রোহিতের অধিকাংশ সমর্থকই। হার্দিকের স্ত্রী'র পাশে দাঁড়িয়ে ওই নেটিজেনরা বলেছেন, ‘আমিও রোহিত শর্মার ভক্ত। কিন্তু ওঁর (হার্দিক) পরিবারকে গালিগালাজ করো না।’
তাতে অবশ্য সেই নোংরা আক্রমণ থেমে যাওয়ার কোনও লক্ষণ দেখা যায়নি। নাতাশার একটি ছবিতে এক নেটিজেন বলেন, ‘ভারতের ছাপরি রানি।’ নোংরামির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়ে এক নেটিজেন বলেছেন, 'তোর পুরো প্রজন্মের বাবা হল রোহিত শর্মা।' এক নেটিজন আবার হুমকি দিয়ে বলেন, ‘ছাপরিকে সামলে নিন। নাহলে ঘোর বিপদ আছে।’ অপর একজন হার্দিকের ছেলেকেও টেনে আনেন। তিনি বলেন, 'ছাপরির বউ, ছাপরির ছেলে কোথায় আছে?'
সেই লাগাতার নোংরা আক্রমণের বিরুদ্ধে হার্দিক বা নাতাশা আপাতত মুখ না খুললেও যত সময় যাচ্ছে, তত বেশি করে রুখে দাঁড়াচ্ছেন নেটিজেনরা। যাঁরা নিজেদের রোহিতের সমর্থক বলে দাবি করেছেন। এক নেটিজেন বলেন, ‘আমরাও রোহিত শর্মার ভক্ত। কিন্তু যেভাবে নাতাশাকে আক্রমণ করা হচ্ছে, সেটা একেবারে ভুল কাজ করা হচ্ছে। এরকমভাবে কারও পরিবারের সম্পর্কে বলা ঠিক নয়। আপনি হার্দিক পান্ডিয়ার সমালোচনা করতে পারেন। কিন্তু ওঁর স্ত্রী'কে আক্রমণের কোনও অধিকার নেই।’
অপর এক নেটিজেন বলেন, ‘আমরাও রোহিত শর্মার ফ্যান। কিন্তু নিজের সংস্কার ভুলে যাবেন না। মা-বোনেদের সম্মান করতে হবে।’ অপর এক নেটিজেনও বলেন, ‘আমিও রোহিত শর্মার ভক্ত। কিন্তু এটা মনে রাখবেন যে হার্দিক পান্ডিয়া হলেন ভারতীয় দলের ক্রিকেটার। হার্দিক ভাইয়ের সম্মান করা উচিত। আজ হার্দিক মুম্বই ইন্ডিয়ান্সে খেলছেন। কিন্তু কাল তো উনি ভারতীয় দলে আসবেন। তখন কী করবেন? আর সেইসব বাদ দিলেও ওঁর বউকে নোংরা আক্রমণ করবেন কেন?’
উল্লেখ্য, মুম্বইয়ের অধিনায়ক হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ার একাংশের রোষের মুখে পড়েছেন হার্দিক। মুম্বইয়ের ম্যানেজমেন্টের তরফে রোহিতের হাত থেকে অধিনায়কত্ব কেড়ে নেওয়ার রাগ গিয়ে পড়েছে হার্দিকের উপরে। যা করছেন তিনি, তাতেই ট্রোলের মুখে পড়ছেন। তোপ দাগছেন নেটিজেনরা। অথচ রোহিত বা হার্দিক কেউই প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে কোনও মন্তব্য করেননি।