‘ও আমার বাবার মতো’, ‘ওর সবথেকে যে ব্যাপারটা ভালো লাগে, সেটা হল ওর নেতৃত্ব প্রদানের ক্ষমতা’- মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ‘ডবল সেঞ্চুরি’-র আগে এভাবেই প্রশংসায় ভেসে গেলেন 'মুম্বই কা রাজা' রোহিত শর্মা। জুনিয়র থেকে সিনিয়র- সকলেই কুর্নিশ জানালেন মুম্বইয়ের প্রাক্তন অধিনায়ককে। যাঁর নেতৃত্বে পাঁচটি আইপিএল ট্রফি জিতেছে মুম্বই। তারইমধ্যে অবশ্য সোশ্যাল মিডিয়ায় রোষের মুখে পড়লেন মুম্বইয়ের বর্তমান অধিনায়ক হার্দিক পান্ডিয়া। রোহিতকে মুম্বইয়ের অন্যতম 'স্তম্ভ' বলার পরও নেটিজেনদের থেকে রোষের মুখ থেকে নিষ্কৃতি পেলেন না। বরং মুম্বইয়ের তরফে যে ভিডিয়ো পোস্ট করা হয়েছে, সেখান থেকে হার্দিকের অংশটা ছেঁটে ফেলে দেওয়ার দাবি তুলেছেন নেটিজেনদের একাংশ। যিনি বুধবার হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামেও ফ্যানদের বিদ্রূপের মুখে পড়েছেন।
আর সেইসবের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় মুম্বইয়ের তরফে স্পেশাল বার্তার ভিডিয়ো পোস্ট করা হয়। ভিডিয়োর শুরুতেই ভারতের প্রাক্তন তারকা সচিন তেন্ডুলকর বলেন, ‘বহুদিন আগে বৌদির (নীতা আম্বানি) সঙ্গে আমার আলোচনা হচ্ছিল যে রোহিতকে মুম্বই ইন্ডিয়ান্সে নিয়ে আসতে হবে। সেখান থেকে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আমরা যা অর্জন করেছিল, সেটা সত্যি বলতে অসাধারণ।’ সেইসঙ্গে কায়রন পোলার্ড, মার্ক বাউচার, লাসিথ মালিঙ্গারাও রোহিতের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।
আরও পড়ুন: SRH vs MI, IPL 2024 Live: মুম্বইকে চাপে ফেলে ১৫ তম ওভারে ২০০ পার সানরাইজার্সের
তবে শুধু সিনিয়ররা নন, ক্যাপ্টেন্সি কেড়ে নেওয়া হলেও রোহিতে মুগ্ধ হয়ে আছেন মুম্বইয়ের তরুণ ক্রিকেটাররা। ডেওয়াল্ড ব্রেভিস বলেন, ‘তরুণ ক্রিকেটার হিসেবে যখন আমি মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছিলাম, তখন বাবলে থাকাকালীন আমরা মধ্যাহ্নভোজ সেরেছিলাম। সেখানে সব তরুণ ক্রিকেটাররা ছিলেন। আমি সেটা কোনওদিন ভুলব না।’ অন্যদিকে, তিলক বর্মা তো একধাপ এগিয়ে বলে দেন যে রোহিত তাঁর কাছে বাবার মতো। আর ‘মুম্বই কা রাজা’-র অধিনায়কত্বে মুগ্ধ হয়ে আছেন ইশান কিষানও।
রোহিতের গুনগান গেয়েছেন মুম্বইয়ের বর্তমান অধিনায়ক হার্দিকও। তিনি বলেন, 'এই ফ্র্যাঞ্চাইজির অন্যতম স্তম্ভ হলে তুমি। তোমার অধিনায়কত্বে অনেক কিছু অর্জন করেছে মুম্বই ইন্ডিয়ান্স। রো (রোহিতকে ছোট নামে ডাকেন হার্দিক), তুমি তোমার ডবল সেঞ্চুরির জন্য পরিচিত। আমি নিশ্চিত যে এই মুহূর্তটাও তোমার জন্য স্পেশাল হতে চলেছে।'
তবে তাতেও রোষ থেকে রেহাই পাননি হার্দিক। এক নেটিজেন বলেন, 'এই ভিডিয়ো থেকে পান্ডিয়াকে বাদ দিয়ে নতুন করে আপলোড করা হোক।' একজন আবার বলেন, 'একজন বেকার অধিনায়ক নিযুক্ত করার পরে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করা হচ্ছে।' অপর একজন আবার বলেন, 'এসব নাটক দেখে গা-হাত-পা জ্বলছে। রোহিতের নামে ফায়দা লোটার চেষ্টা না করে ওঁকে শান্তিতে থাকতে দিন।'