বাংলা নিউজ > ক্রিকেট > মাথা খারাপ নাকি! শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের ইচ্ছাকৃত খারাপ খেলার সম্ভাবনা ওড়ালেন শোয়েব

মাথা খারাপ নাকি! শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের ইচ্ছাকৃত খারাপ খেলার সম্ভাবনা ওড়ালেন শোয়েব

ম্যাচ গড়াপেটার অভিযোগে রেগে লাল শোদেব আখতার 

তিনি বলেন ‘আমি জানি না আপনারা এসব(ম্যাচ গড়াপেটার অভিযোগ) কী করছেন। আমার কাছে অনেক মিম ও বার্তা এসেছে। সেগুলোতে লেখা রয়েছে নাকি ভারত ম্যাচ গড়াপেটা করেছে। পাকিস্তানকে বাদ দিতেই (যাতে ফাইনালে না যায়) শ্রীলঙ্কার কাছে ইচ্ছাকৃতভাবে হারতে চেয়েছিল ভারত! আপনারা এসব কী বলছেন?’

শুভব্রত মুখার্জি: চলতি এশিয়া কাপের ফাইনালে টিকিট ইতিমধ্যেই নিশ্চিত করে ফেলেছেন রোহিত শর্মারা। সুপার ফোর পর্যায়ে প্রথমে পাকিস্তানের বিরুদ্ধে বড় ব্যবধানে সহজ জয় পেয়েছে দল। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাল বিরুদ্ধে টানটান উত্তেজনার ম্যাচে জিতে নিশ্চিত করেছে ফাইনাল খেলা। এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ৩৫৬ রানের বিরাট স্কোর করেছিল ভারত। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে রিজার্ভ ডেতে গড়িয়েছিল সেই ম্যাচ। ম্যাচটা ভারত জিতেছিল ২২৮ রানের রেকর্ড ব্যবধানে। কলম্বোতে ঠিক তারপরের দিনেই ভারত মুখোমুখি হয় শ্রীলঙ্কার। একই মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ২১৩ রানেই গুটিয়ে যায় তারা। প্রথম ১১ ওভারে রোহিত শর্মা এবং শুভমন গিল দুজনে মিলে তুলেছিলেন ৮০ রান। তারপরেও ভারত মাত্র ২১৩ রানে গুটিয়ে যায়। আর তাই নিয়েই কিছু বিপক্ষ সমর্থকদের‌ মনে দানা বেঁধেছে প্রশ্ন । অনেকেই নাকি পেয়েছেন ম্যাচ গড়াপেটার গন্ধ। আর এই ম্যাচ গড়াপেটার গন্ধ পাওয়া সমর্থকদের কড়া ভাষায় এক হাত নিয়েছেন প্রাক্তন পাক তারকা শোয়েব আখতার।

বিষয়টি নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে আলোচনা করেছেন শোয়েব আখতার। ভারত-শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে প্রতিক্রিয়া জানানোর একপর্যায়ে নিজের মেজাজও হারিয়ে ফেলেন শোয়েব। তিনি বলেন ‘আমি জানি না আপনারা এসব(ম্যাচ গড়াপেটার অভিযোগ) কী করছেন। আমার কাছে অনেক মিম ও বার্তা এসেছে। সেগুলোতে লেখা রয়েছে নাকি ভারত ম্যাচ গড়াপেটা করেছে। পাকিস্তানকে বাদ দিতেই (যাতে ফাইনালে না যায়) শ্রীলঙ্কার কাছে ইচ্ছাকৃতভাবে হারতে চেয়েছিল ভারত! আপনারা এসব কী বলছেন? তাঁরা (লঙ্কানরা) হৃদয় নিংড়ে দিয়ে বোলিং করেছে। দুনিথ ওয়েলালাগে এবং চরিথ আসালঙ্কা অসাধারণ উদ্যম নিয়ে বোলিং করেছেন। আপনারা কি ২০ বছর বয়সি ছেলেটার (দুনিথ ওয়েলালাগে) খেলা দেখেছেন? ও ৪৩ রান করেছে। পাশাপাশি ৫টি উইকেট নিয়েছে। এরপরেও ভারত ও অন্যান্য দেশ থেকে আমাকে ফোন করে বলা হচ্ছে ভারত ইচ্ছা করে হারতে চেয়েছিল! এর থেকে অযৌক্তিক আর নির্বোধের মতন দাবি কি হতে পারে!’

এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত হতে পারে এমন ম্যাচ ভারত কেন ইচ্ছা করে হারতে চাইবে? তার কোনও যুক্তিও খুঁজে পাননি শোয়েব। তিনি বলেন ‘আমাকে বলুন, তারা (ভারত) কেন হারতে চাইবে? ওরা তো ফাইনালে উঠতে চেয়েছে তাই না? সুনির্দিষ্ট কারণ ছাড়াই আপনারা মিম বানাচ্ছেন। হ্যাঁ, ভারত দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে। কুলদীপের বোলিং অবিশ্বাস্য হয়েছে।আপনারা বুমরাহকে দেখুন। ছোট স্কোর ডিফেন্ড করতে নেমে কীভাবে লড়াই করতে তা ভারত দেখিয়ে দিয়েছে।’

শোয়েব আরও যোগ করেন, ‘দুনিথ ওয়েলালাগে মতো ২০ বছর বয়সি তরুণ লড়াই করছে। ও ম্যাচে ব্যাটিং ও বোলিং সবকিছুতেই অবদান রাখছে। কিন্তু আমাদের ক্রিকেটাররা সেটা পারেনি। কেউ আমাকে বলুন, আমাদের পেসাররা কবে টানা ২৫ থেকে ৩০টি ওয়ানডে ম্যাচ খেলেছে? আমরা আশা করি শাহিন, হ্যারিস এবং নাসিম চোটমুক্ত থেকে ১০ ওভার করে বোলিং করবে। আমি পাকিস্তানের ক্রিকেটারদের থেকে প্রতিরোধ আশা করি। (ভারতের বিপক্ষে) হারটা ছিল অপমানজনক।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড বিস্তারিত ক্রীড়াসূচি - এর জন্য চোখুন HT Bangla - তে

বন্ধ করুন