গত বছরের একেবারে শেষের দিকে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। এরপর দীর্ঘসময় ধরে চলে চিকিৎসা এবং ক্রিকেটের বাইরে থাকতে হয় তাকে। এমনকী খেলতে পারেননি বিশ্বকাপও, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং আইপিএলও। তবে অবশেষে তিনি ফিরছেন ক্রিকেটের মাঠে। আইপিএল দিয়ে কামব্যাক হতে চলেছে তাঁর। ইতিমধ্যেই, ২৬ নভেম্বর, তাঁর দল 'দিল্লি ক্যাপিটালস' রিটেনশন তালিকায় জমা দিয়েছে তাঁর নাম। এবার ঋষভ পন্তকে ব্যাট হাতে ক্রিজে নামতে দেখা শুধুমাত্র সময়ের অপেক্ষা। সম্প্রতি আইপিএলের তরফ থেকে তাদের এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে, যাতে তারকা উইকেটরক্ষক ব্যাটারকে বলতে শোনা যায় সেই পথদুর্ঘটনা থেকে বেঁচে ফেরার জন্য তিনি নিজেকে অত্যন্ত ভাগ্যবান বলে মনে করেন।
ঘটনাটি ২০২২ সালের শেষের দিকে। বাড়ি ফিরছিলেন ঋষভ। তাঁর গাড়ি যখন দিল্লি-দেরাদুন হাইওয়েতে এসে পৌঁছয়, তখনই ঘটে সেই দুর্ঘটনা। আগুন ধরে যায় পন্তের গাড়ি এবং কোনও ভাবে তিনি সেই জ্বলন্ত গাড়ি থেকে বেরিয়ে আসেন স্থানীয়দের সাহায্যে। এরপর দীর্ঘদিন ধরে হাসপাতালে তিনি ভর্তি ছিলেন। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন অনেক মাস কেটে গেলেও ২২ গজে ফিরতে পারেননি তিনি। তবে এবার তাঁকে ফের ব্যাট হাতে মাঠে দেখা যাবে। নিজের এক্স হ্যান্ডেল থেকে পন্ত একটি ভিডিয়ো পোস্ট করেন, যাতে তাঁকে বলতে শোনা যাচ্ছে, এমন দুর্ঘটনা থেকে বেঁচে ফিরতে পেরে তিনি নিজেকে ভাগ্যবান মনে করছেন।
পন্ত বলেন, 'যেরকম পথদুর্ঘটনার মাঝে পড়েছিলাম, প্রথমে আমি ভেবেছিলাম যে আমি আর বেঁচে ফিরতে পারব না। বহু যন্ত্রণা সহ্য করার পর আমি আজ পুরোপুরি সুস্থ এবং মাঠে খেলতে নামবো শীঘ্রই। আমি সত্যিই ভাগ্যবান এর থেকে মুক্তি পেয়েছি। আমি ভেবেছিলাম যে আমি আর কোনও দিনই লোকের মুখোমুখি হতে পারবো না। কিন্তু সেই সময় আমার দলের সতীর্থরা আমায় খুব সাহায্য করে এবং আমার মনে শক্তি জোগায়। আমি নিজের দলকে খুবই ভালোবাসি এবং যাই পরিস্থিতি হোক না কেন আমি তাদের সমর্থন করেই যাব।'
প্রসঙ্গত, গত মরশুমে আইপিএলে না খেললেও দলের খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন পন্ত। শুধু তাই নয়, তিনি সতীর্থদের সঙ্গে দেখা করতে ড্রেসিংরুমেও যান। সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটান পন্ত। এই তারকার ফেরার কথা কয়েক দিন আগেই জানিয়ে দেন দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই পন্ত ফেরায় কিছুটা হলেও স্বস্তি দিল্লি শিবিরে।