ভারত অধিনায়ক রোহিত শর্মা সাংবাদিক সম্মেলনে তাঁর অদ্ভূত প্রতিক্রিয়ার জন্য পরিচিত। তিনি আবারও হায়দরাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের আগে সাংবাদিকের একটি অদ্ভুত প্রশ্নের উত্তরে মজাদার প্রতিক্রিয়া দিয়েছেন। ইংল্যান্ডের তরুণ স্পিনার শোয়েব বশিরের ভিসা সমস্যা নিয়ে প্রশ্ন করা হয়েছিল রোহিতকে। তাঁর জবাবই রোহিত নিজের পরিচিত ঢঙে দিয়েছেন।
বশিরের ভিসা সমস্যা এখনও মেটেনি। সেই সমস্যা মেটাতেই আবুধাবি থেকে দেশে ফিরে গিয়েছেন তিনি। ইংল্যান্ডের টেস্ট দলের অন্যতম সদস্য শোয়েব বশির। ২০ বছরের অফ স্পিনার ভারতের ভিসা পাননি। তাই দলের সঙ্গে এই দেশে আসতে পারেননি তিনি। পাকিস্তানের বংশোদ্ভূত এই প্লেয়ারের ভিসা সমস্যা দ্রুত মিটে যাবে বলে আশা করা হয়েছিল। কিন্তু সেটা শেষ পর্যন্ত হয়নি। আনুষ্ঠানিক ভাবে তাঁর ভিসা অনুমোদিত হলে, তিনি ভারতে উড়ে আসবেন।
আরও পড়ুন: ভিসা সমস্যা মেটেনি, আবুধাবি থেকে দেশেই ফিরে যেতে হল বশিরকে, চটে লাল ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস
আসলে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড প্রথমে মনে করেছিল যে, বিষয়টি সংযুক্ত আরব আমিরশাহিতেই সমাধান হয়ে যাবে। কারণ ভারতে আসার আগে পুরো ইংল্যান্ড টিম সেখানে প্রস্তুতি চালিয়েছে। তাই বশির দেশে ফিরে না গিয়ে, ম্যানেজিং ডিরেক্টর অফ অপারেশনস স্টুয়ার্ট হুপারের সঙ্গে আবুধাবিতে থেকে গিয়েছিলেন। কিন্তু সমস্যার সমাধান না হওয়ায় তাঁকে ফিরে যেতে হয়েছে দেশে।
রোহিত শর্মা অবশ্য বশির দলের সঙ্গে আসতে না পারার ঘটনাকে দুঃখজনকই বলেছেন। কারণ বশিরকে প্রথম বারের মতো জাতীয় দলে নেওয়া হয়েছে। অথচ তিনি দলের সঙ্গে আসতে পারেননি। যে কারণে তিনি ইতিমধ্যেই প্রথম টেস্ট থেকে বাদ পড়েছেন।মজার বিষয় হল, সাংবাদিকরা আবার রোহিতকে ভিসা অনুমোদন সংক্রান্ত বিষয়ে বিশদে জানতে চেয়েছিলেন। এবং এর উত্তরেই ভারত অধিনায়ক হাসতে হাসতে বলে দেন যে, তিনি এই বিষয়ে আরও বিশদে বলার জন্য ভিসা অফিসে বসেন না।
আরও পড়ুন: কোহলির বদলে শ্রেয়স? জুরেলের অভিষেক হবে? দুই পেসার নিয়ে একাদশ সাজাবে ভারত?
রোহিত বলেছেন, ‘ওর (বশির) জন্য আমার খারাপ লাগছে। আমাদের একজন খেলোয়াড় ইংল্যান্ডের ভিসা না পেলে আমাদেরও খারাপ লাগত। এটা দুর্ভাগ্যজনক ঘটনা। তবে আপনাদের আরও বিশদে তথ্য দেওয়ার জন্য ভিসা অফিসে আমি বসি না। তবে আমি আশা করছি যে, ও তাড়াতাড়ি ভিসা পেয়ে যাবে এবং আমাদের দেশটাকে উপভোগ করবে।’
তরুণ স্পিনার শোয়েব বশিরের ভিসা বিলম্বের বিষয়ে ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক বেন স্টোকস নিজের ‘হতাশা’ প্রকাশ করেছেন। ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস বলেছেন, ‘আমরা ডিসেম্বরের মাঝামাঝি সময়ে সেই স্কোয়াড ঘোষণা করেছিলাম, এবং এখন বাশ এখানে আসার জন্য ভিসা পায়নি। আমি ওর জন্য বেশ হতাশ। আমি চাইনি যে, এই ধরনের পরিস্থিতি ইংল্যান্ডের টেস্ট দলে সুযোগ পাওয়ার পরেই প্রথমেই অভিজ্ঞতা হোক। আমার ওর জন্য খুব খারাপ লাগছে।’