বাংলা নিউজ > ক্রিকেট > IND vs ENG, 2nd Test: ব্যাট দিয়েই সমালোচনার জবাব দিও- শাস্ত্রীর খোঁচার পরেই গিলের শতরান, টিপ্পনি যুবির

IND vs ENG, 2nd Test: ব্যাট দিয়েই সমালোচনার জবাব দিও- শাস্ত্রীর খোঁচার পরেই গিলের শতরান, টিপ্পনি যুবির

রবি শাস্ত্রী, শুভমন গিল এবং যুবরাজ সিং।

বিশাখাপত্তনমে প্রথম ইনিংসে মাত্র ৩৪ করেই আউট হয়ে গিয়েছিলেন গিল। এর পরেই রবি শাস্ত্রীর গিলকে কিছুটা হুমকির সুরেই মনে করিয়ে দেন যে, চেতেশ্বর পূজারা অপেক্ষা করে রয়েছেন জাতীয় দলে ঢোকার জন্য।

শুভব্রত মুখার্জি: দীর্ঘ ১১ মাসের খরা কেটে গিয়েছে। লাল বলের ক্রিকেট অর্থাৎ টেস্টে প্রায় এক বছর বাদে শতরান পেয়েছেন শুভমন গিল। টেস্ট ক্রিকেটে তাঁর ক্যারিয়ারের তিন নম্বর শতরানটি করে নিয়েছেন গিল। পাশাপাশি বিশাখাপত্তনমে ভারতের টেস্ট জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। গিল শেষ ১২ ইনিংসে একটিও অর্ধশতরান করতে পারেননি। তাঁর ব্যাটে খরা চলছিল। আর সেই সঙ্গে বাড়ছিল চাপও। এমন কী ভারতীয় দলের প্রাক্তন হেড স্যার রবি শাস্ত্রীরও 'হুঙ্কার' শুনতে হয়েছে তাঁকে। তাঁর শতরানের পরেই তাঁর নিন্দুকদের প্রতি এবার ইঙ্গিতবাহী মন্তব্য করলেন প্রাক্তন ভারতীয় তারকা যুবরাজ সিং।

বিশাখাপত্তনমে প্রথম ইনিংসে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন শুভমন গিল। তবে তিনি মাত্র ৩৪ রান করেই আউট হয়ে গিয়েছিলেন। এর পরেই ভারতীয় দলের প্রাক্তন হেড স্যার রবি শাস্ত্রীর 'হুঙ্কারের' সম্মুখীনও হতে হয়েছিল তাঁকে। তিনি গিলকে কার্যত মনে করিয়ে দেন যে, চেতেশ্বর পূজারা অপেক্ষা করে রয়েছেন জাতীয় দলে ঢোকার জন্য। রঞ্জিতে ভালো পারফরম্যান্সও করছেন পূজারা। ফলে টেস্টে গিল যদি ধারাবাহিক ভাবে পারফরম্যান্স করতে না পারেন, তাহলে দলে ঢোকার জন্য মুখিয়ে রয়েছেন পূজারা। এই কথাও গিলকে স্মরণ করিয়ে দেন রবি শাস্ত্রী। ভারতের সিনিয়র টেস্ট দলে গিল তিন নম্বরে ব্যাট করে যে শতরানটি করেছেন, তাতে যথেষ্ট আনন্দিত যুবরাজ সিং। তিনি গিলের ভূয়সী প্রশংসাও করেছেন।

আরও পড়ুন: তৃতীয় টেস্ট থেকে কোহলিকে পাওয়া যাবে? সবচেয়ে বড় জল্পনা নিয়ে মুখ খুললেন দ্রাবিড়

রবি শাস্ত্রী দ্বিতীয় টেস্টে ধারাভাষ্য দেওয়ার সময়ে বলেন, ‘এই দলটা (ভারতীয় টেস্ট দল) একেবারে নতুন দল। একটি নবীন দল। এই নবীন তারকাদের এখনও নিজেকে প্রমাণ করা বাকি রয়েছে। ওরা নিশ্চয় আন্তর্জাতিক স্তরে নিজেদেরকে প্রমাণ করবে। এটা ভুললে চলবে না, পূজারা কিন্তু অপেক্ষা করে রয়েছে। রঞ্জি ট্রফিতেও গা ঘামাচ্ছে। সব সময়েই নির্বাচকদের নজরে রয়েছে পূজারা।’

আরও পড়ুন: ফিট আছে সেটা দেখাতে হবে, ঘরোয়া ক্রিকেট খেলার কথা বলিনি- ভরতের দুর্দশার মধ্যেই ইশানকে নিয়ে সাফাই দ্রাবিড়ের

এর পরেই গিলের শতরানের ইনিংসটি নিয়ে বলতে গিয়ে যুবরাজ সিং বলেছেন, ‘ফের একবার যখন পরিবেশ পরিস্থিতির চাহিদা ছিল, সেই সময়েই পারফরম্যান্স করেছে গিল। খুব ভালো ভারসাম্যযুক্ত একটা ইনিংস খেলেছে গিল। আমি খুব খুশি যে, ও তিন অঙ্কের রান করেছে। খুব ভালো খেলেছ (গিল)। তোমার ব্যাট দিয়েই সমস্ত আলোচনা , সমালোচনার জবাব দিও।’

প্রসঙ্গত চেতেশ্বর পূজারা শেষ বার ভারতের হয়ে খেলেছেন ২০২৩ সালে। ডব্লিউটিসি অর্থাৎ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে শেষ বার ভারতের হয়ে খেলেছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেই ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল অজি দল। ফাইনালে ব্যাট হাতে খুব একটা ভালো পারফরম্যান্সও করতে পারেননি পূজারা। এর পরেই ভারতীয় দল থেকে বাদ পড়েন পূজারা।

রঞ্জি ট্রফিতে ঝাড়খন্ডের বিরুদ্ধে সম্প্রতি অনবদ্য দ্বিশতরান করেছেন পূজারা। খেলেছেন ৪৯, ৪৩, ৪৩, ৬৬ এবং ৯১ রানের ইনিংস। তাঁর এই ধারাবাহিক পারফরম্যান্সে নিঃসন্দেহে নজর রাখছেন ভারতীয় নির্বাচকেরা। ফলে টেস্ট দলে বিভিন্ন স্পটের জন্য যে লড়াই জমে উঠেছে, তা বলাই যায়।

গম্ভীর-ধোনির আসা যাওয়া, রোহিত-হার্দিকের রেষারেষি, কামিন্স-স্টার্কের জারিজুরি, আইপিএল ২০২৪-এর সব খবর, লাইভ ক্রিকেট স্কোর, আইপিএলের সূচি 2024, সব তথ্য পান এক ক্লিকে। গিল না কোহলি, আইপিএলের অরেঞ্জ ক্যাপ 2024 এবার কার দখলে, আইপিএলের পার্পল ক্যাপ 2024 পরবেন কোন বোলার, নাইটদের পরিসংখ্য়ান , যে কোনও প্লেয়ারের আইপিএল 2024 স্ট্যাটস, আগেরবারের যাবতীয় রেকর্ড জানতে পড়ুন HT Bangla।

ক্রিকেট খবর

Latest News

অন্ধ্র প্রিমিয়র লিগের ইতিহাসে সবথেকে দামি ক্রিকেটার হওয়ার নজির SRH তারকার নয়া সপ্তাহেই গভীর নিম্নচাপ তৈরি! ঘূর্ণিঝড় হবে? তার আগেই শুরু ঝড়-বৃষ্টি বাংলায় আমাকে কী করতে হবে, তার উপর সবটা নির্ভর করছে- T20I দলে ফেরা নিয়ে বাস্তববাদী রাহুল স্কুলের মাঠে কচিকাঁচাদের সঙ্গে ক্রিকেট খেললেন কামিন্স, করতে হল কিপিংও- ভিডিয়ো শুকনো লঙ্কা দিয়ে মাছভাজা মাখছিলেন, মীর ‘গুডনাইট’ বলায় তাঁকে একী বলে বসলেন গীতদি? পিসি-ভাইপোকে ছাড়ব না…হারিয়ে দেখাব, জেল থেকে বেরিয়েই বিস্ফোরক সন্দেশখালির মাম্পি ‘ভালোবাসার ক্ষমতা কমে যাচ্ছে…’, ডিভোর্স চর্চার মাঝেই কেন এ কথা বললেন অনির্বাণ? বালতি না শাওয়ার? কোন জলে স্নান করা ভালো ভোটার তালিকা থেকে বাদ গিয়েছিল নাম, এবার বাড়ি বসে ভোট দিলেন অশীতিপর বৃদ্ধা আরতি কি পাবে আলোর দিশা? উত্তর দেবে 'সাহিত্যের...'-এর নতুন গল্প 'যার যেথা ঘর'

Latest IPL News

অন্ধ্র প্রিমিয়র লিগের ইতিহাসে সবথেকে দামি ক্রিকেটার হওয়ার নজির SRH তারকার আমাকে কী করতে হবে, তার উপর সবটা নির্ভর করছে- T20I দলে ফেরা নিয়ে বাস্তববাদী রাহুল স্কুলের মাঠে কচিকাঁচাদের সঙ্গে ক্রিকেট খেললেন কামিন্স, করতে হল কিপিংও- ভিডিয়ো সংখ্যাতত্ত্বে বিরাটদের এগিয়ে রাখছেন প্রাক্তন ক্রিকেটার, বলছেন ১৮ মে খুব পয়া ওদের ৫ বছর পরে IPL-এ পেরোলেন ৪০০ রানের গণ্ডি! তাও নিজের খেলায় বিরক্ত রোহিত CSK-র রায়নার বড় ভূমিকা ছিল তাঁর কেরিয়ার গড়ার ক্ষেত্রে, ফাঁস করলেন RCB-র বিরাট কোহলির বিরাট হয়ে ওঠার পিছনে বড় অবদান রয়েছে ধোনির, দাবি সুনীল গাভাসকরের শেষ ম্যাচে নেতা বদলাচ্ছে পঞ্জাব কিংস, নতুন ক্যাপ্টেন বেছে নিল প্রীতি জিন্টার দল মুম্বই পর্ব অতীত,এখন T20 বিশ্বকাপ নিয়ে ভাবছেন,বাউচারকে তুড়ি মেরে ওড়ালেন রোহিত মাঠের বাইরে ওকে নিয়ে ভক্তদের ক্ষোভ হার্দিকের খেলার প্রভাব ফেলেছে-যুক্তি বাউচারের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.