বাংলার পেসার আকাশ দীপের কি রাঁচিতে অভিষেক হবে? এই নিয়ে জোর জল্পনা রয়েছে। ভারত এবং ইংল্যান্ডের মধ্যে চলতি পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের জন্য প্রথম বার জাতীয় দলে ডাক পেয়েছেন আকাশ দীপ। জল্পনা রয়েছে, রাঁচিতে আসন্ন চতুর্থ টেস্টে অভিষেক হতে পারে তাঁর। রাঁচি টেস্টে জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়া হয়েছে। যে কারণে মনে করা হচ্ছে, মহম্মদ সিরাজের সঙ্গে দ্বিতীয় সিমারের ভূমিকায় দেখা যেতে পারে আকাশ দীপকে।
যদিও চতুর্থ টেস্টের জন্য বুমরাহের সম্ভাব্য বদলি হিসেবে মুকেশ কুমার টিম ইন্ডিয়ার আরও একটি বিকল্প রয়েছে। তবে ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, সম্প্রতি ভারত ‘এ’-এর হয়ে আকাশ দীপের বোলিং পারফরম্যান্সে নির্বাচকেরা মুগ্ধ হয়েছেন।
ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে সম্প্রতি ভারত ‘এ’ দলের হয়ে দু'টি ম্যাচে ১১ উইকেট নিয়েছিলেন আকাশ দীপ। এদিকে মুকেশ কুমার আবার বিহারের বিরুদ্ধে বাংলার সাম্প্রতিক রঞ্জি ট্রফির লড়াইয়ে ১০ উইকেট তুলে নিয়েছেন। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে খুব ভালো পারফরম্যান্স তিনি করতে পারেননি।
সিরাজের জায়গায় বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্ট খেলেছিলেন মুকেশ। তবে দুর্বল ইকোনমি রেটে মাত্র একটি উইকেট তুলে নিতে পেরেছিলেন তিনি। সেখানে বুমরাহ নয় উইকেট তুলে নিয়েছিলেন। মুকেশ প্রতিযোগিতায় মোট ১২ ওভার বল বল করেছিলেন। তবে ইংল্যান্ডের ব্যাটারদের তিনি নিয়ন্ত্রণ করতে পারেননি।
ওয়ার্কলোডের কারণে বুমরাহকে বিশ্রাম দেওয়া হয়েছে। এদিকে মহম্মদ শামি এখনও তাঁর চোট সারিয়ে ফিট হয়ে উঠতে পারেননি। যে কারণে টিম ম্যানেজমেন্ট ঘরোয়া সার্কিটের প্রতিভাদের তুলে আনার চেষ্টা চালাচ্ছে।
আরও পড়ুন: কোহলির ফলস ভিডিয়ো, বেটিং অ্যাপের প্রচারে ব্যবহার করা হল বিরাটকে
আকাশ দীপ এখনও পর্যন্ত ৩০টি প্রথম-শ্রেণীর ম্যাচ খেলেছেন। ২০১৯ সালে অভিষেক হওয়ার পর থেকেই আকাশদীপের প্রথম-শ্রেণীর রেকর্ড কিন্তু বেশ নজর কাড়া। আকাশ দীপ তাঁর ক্যারিয়ারে লাল-বলের ক্রিকেটে ৩০টি ম্যাচ খেলে ২৩.৫৮ গড়ে এবং ৩.০৩ ইকোনমি রেটে ১০৪ উইকেট সংগ্রহ করেছেন।
চলতি টেস্ট সিরিজে দলের চোট সঙ্কটের কারণে ইতিমধ্যেই সরফরাজ খান, রজত পতিদার এবং ধ্রুব জুরেলের মতো তরুণদের অভিষেক হয়েছে। আশা করা হচ্ছে, চলতি সিরিজেই হয়তো আকাশ দীপ এবং দেবদত্ত পাডিক্কালেরও অভিষের হতে পারে। ভারত বর্তমানে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে এবং শুক্রবার ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা চতুর্থ টেস্টেও যদি ভারত জিতে যায়, তবে সিরিজ পকেটে পুড়ে ফেলবে।