প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি এবং প্রাক্তন সহ-অধিনায়ক কেএল রাহুলের অনুপস্থিতির পরেও ভারতীয় ব্যাটিং লাইন আপ কিন্তু ভরসা জোগাচ্ছে। টিম ইন্ডিয়ার রিজার্ভ বেঞ্চও বেশ শক্তিশালী। রোহিত শর্মার টিম ইন্ডিয়া রবিবার পাঁচ ম্যাচের সিরিজের তৃতীয় টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে রেকর্ড জয় ছিনিয়ে নিয়েছে। উঠতি তারকা সরফরাজ খান এবং ধ্রুব জুরেল অভিষেকেই নজর কেড়েছেন। রাঁচিতে সিরিজ নির্ধারণী ম্যাচে তারা ফের গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা করা হচ্ছে। ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও দুই তরুণে রীতিমতো মুগ্ধ। সঙ্গে যশস্বী জয়সওয়ালের পারফরম্যান্সেও রীতিমতো উচ্ছ্বসিত তিনি।
আরও পড়ুন: ৪-৫ বছর আগে রোহিতের একটা ফোনই কি বদলে দিয়েছিল যশস্বীর ক্যারিয়ার? খোলসা করলেন তরুণ তারকার শৈশবের কোচ
‘উদীয়মান ক্রিকেটারদের জন্য সরফরাজ ভালো উদাহরণ’
মুম্বই ব্যাটার সরফরাজ রাজকোটের দুই ইনিংসে নিজের জাত চিনিয়েছেন। প্রথম ইনিংসে হাফসেঞ্চুরি করে ব্যাট করার সময়ে রবীন্দ্র জাদেজার ভুল কলে রানআউট হয়েছিলেন। দ্বিতীয় ইনিংসেও তিনি হাফসেঞ্চুরি করেন। কিন্তু ভারত ইনিংস ডিক্লেয়ার করে দেওয়ায় তিনি ৬৮ করে অপরাজিত থাকেন। আর যশস্বীও দুরন্ত ছন্দে রাজকোটেও দ্বিশতরান হাঁকান। ভাইজ্যাগে দ্বিতীয় টেস্টেই তিনি দ্বিশতরান করেছিলেন। পরপর দুই টেস্টে ডাবল সেঞ্চুরি করার নজির গড়েন যশস্বী। তরুণদের পারফরম্যান্স নিয়ে কথা বলার সময়ে মিড ডে-কে সৌরভ বলেছেন, ‘জয়সওয়াল শুধু একজন ভালো খেলোয়াড়ই নয়, ও ক্রিকেটের সব ফরম্যাটেই খেলতে সক্ষম। সরফরাজও ভালো শুরু করেছে। ওকে এখন বিদেশে গিয়েও ভালো করতে হবে। উদীয়মান ক্রিকেটারদের জন্য সরফরাজ বড় উদাহরণ। সকলকেই মনে রাখতে হবে যে, যদি ধারাবাহিক ভাবে স্কোর করা যায়, তবে সুযোগ আসবেই।’
আরও পড়ুন: ঘুর্ণি পিচ বানিয়ে ইংল্যান্ডকে ধরাশায়ী- নিন্দুকদের এহেন সমালোচনা ফুৎকারে ওড়ালেন রোহিত
‘ব্যাজবল ভালো কিন্তু…’
রাজকোটে ইংল্যান্ডকে বিধ্বস্ত করে ভারত সবচেয়ে বড় টেস্ট জয়ের রেকর্ড করেছে। বেন স্টোকস বাহিনীর ব্যাজবল কৌশলকে ধুলোয় মিশিয়ে দিয়েছে টিম ইন্ডিয়া। ১৯৩৪ সালের পর রানের দিক থেকে তাদের সবচেয়ে বড় পরাজয়ের নজির গড়েছেন স্টোকসরা। কোচ ব্রেন্ডন ম্যাকালামের কোচিংয়ে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) তৃতীয় সংস্করণে রাজকোটে বাজে ভাবে হারের আগে ইংল্যান্ড ২০ টেস্টের মধ্যে ১৪টিতেই জিতেছিল। ব্যাজবল নিয়ে সৌরভ বলেছেন, ‘ব্যাজবল ভালো, কিন্তু ভারতীয় কন্ডিশনে ইংল্যান্ডের পক্ষে সফল হওয়া কঠিন। ভারত সিরিজ হারলে, আমি অবাক হব। ভুলবেন না, ভারত খেলছে বিরাট (কোহলি), কেএল (রাহুল) ছাড়া। এটি একটি তরুণ দল, এবং তাদের বিরুদ্ধে ইংল্যান্ডকে লড়াই করছে হচ্ছে।’
‘আত্মবিশ্বাসী ভারত আর অশ্বিনকে দেশে ফেরার অনুমতি দিয়েছে’
অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন রাজকোটের প্রথম ইনিংসে ৫০০তম টেস্ট উইকেটের মাইলস্টোন ছুঁয়েছেন। কিন্তু দ্বিতীয় দিনই মায়েক অসুস্থতার খবর পেয়ে তিনি স্কোয়াড ছেড়ে যেতে বাধ্য হন। আইসিসি-র প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, তৃতীয় টেস্টের তৃতীয় দিনে অশ্বিন তাঁর অনুপস্থিতির জন্য কোনও ‘পেনাল্টি টাইম’ পাননি। অশ্বিন চতুর্থ দিন চা-বিরতির পরবর্তী সেশনে মাঠে নামেন। আর ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ৩৯.৪ ওভারে মাত্র ১২২ রানে গুটিয়ে যায়। সৌরভ বলেছেন, ‘ভারত এতটাই আত্মবিশ্বাসী যে, তারা আর অশ্বিনকে টেস্টের মাঝ পথেই বাড়িতে ফিরে যেতে দিয়েছে। এই সিরিজে ভারতকে অনেক বেশি অনুপ্রাণিত দেখাচ্ছে।’