বাংলা নিউজ > ক্রিকেট > IND vs ENG 4th Test: চাপের মুখে দুরন্ত শতরান রুটের, প্রথম দিনের শেষে ৩০০ টপকেছে ইংল্যান্ড
শতরানের পরে জো রুট। ছবি- রয়টার্স।

IND vs ENG 4th Test: চাপের মুখে দুরন্ত শতরান রুটের, প্রথম দিনের শেষে ৩০০ টপকেছে ইংল্যান্ড

India vs England 4th Test Day 1: ভারত বনাম ইংল্যান্ড চতুর্থ টেস্টের প্রথম সেশনে দাপট দেখান আকাশ দীপরা। তবে জো রুটের ব্যাটে দ্বিতীয় ও তৃতীয় সেশনে ঘুরে দাঁড়ায় ব্রিটিশ শিবির। ব্যক্তিগত শতরান পূর্ণ করেছেন রুট। একসময় ১১২ রানে ৫ উইকেট তুলে নেওয়ার পরেও প্রথম দিনে ইংল্যান্ডকে অল-আউট করতে ব্যর্থ হয় ভারত।

হায়দরাবাদের প্রথম টেস্ট জিতে ইংল্যান্ড সিরিজে লিড নেয়। বিশাখাপত্তনমের দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতা ফেরায় ভারত। পরে রাজকোটের তৃতীয় টেস্ট জিতে ৫ ম্যাচের সিরিজে ২-১ এগিয়ে যায় টিম ইন্ডিয়া। এই অবস্থায় রাঁচিতে সিরিজের চতুর্থ টেস্টে ফের সম্মুখসমরে ভারত-ইংল্যান্ড। ভারত এই টেস্ট জিতলে সিরিজ জয় নিশ্চিত করবে। ইংল্যান্ড জিতলে তারা সিরিজে সমতা ফেরাবে। রাঁচি টেস্ট ড্র হলে ইংল্যান্ডের সামনে সিরিজ জয়ের রাস্তা বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে শেষ ম্যাচটি তাদের কাছে সিরিজ বাঁচানোর লড়াইয়ে পরিণত হবে। চলতি সিরিজে ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে আত্মপ্রকাশ করেন চারজন ক্রিকেটার। বিশাখাপত্তনমে ভারতের টেস্ট ক্যাপ হাতে পান রজত পতিদার। রাজকোটে একসঙ্গে টেস্ট অভিষেক হয় সরফরাজ খান ও ধ্রুব জুরেলের। এবার রাঁচিতে টেস্ট ক্যাপ হাতে পেলেন আকাশ দীপ।

23 Feb 2024, 04:33:58 PM IST

IND vs ENG 4th Test Live: প্রথম দিনের শেষে ৩০০ টপকেছে ইংল্যান্ড

প্রথম দিনের শেষ ওভারে রোহিত শর্মা বল তুলে দেন যশস্বী জসওয়ালের হাতে। তিনি ৬ রান খরচ করেন। প্রথম দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৭ উইকেটে ৩০২ রান। জো রুট ১০৬ রানে অপরাজিত রয়েছেন। ২২৬ বলের ইনিংসে তিনি ৯টি চার মেরেছেন। ৬০ বলে ৩১ রান করে নট-আউট থাকেন ওলি রবিনসন। তিনি ৪টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ৭০ রানে ৩ উইকেট নিয়েছেন আকাশ দীপ। ৬০ রানে ২টি উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ। ৫৫ রানে ১টি উইকেট নিয়েছেন জাদেজা। ৮৩ রানে ১টি উইকেট নিয়েছেন অশ্বিন। একসময় ১১২ রানে ৫ উইকেট তুলে নেওয়ার পরেও প্রথম দিনে ইংল্যান্ডকে অল-আউট করতে ব্যর্থ হয় টিম ইন্ডিয়া।

23 Feb 2024, 04:18:02 PM IST

IND vs ENG 4th Test Live: কুলদীপকে ছক্কা রবিনসনের

৮৭তম ওভারে কুলদীপ যাদবরে শেষ বলে ছক্কা হাঁকান ওলি রবিনসন। ইংল্যান্ডের সংগ্রহে রয়েছে আপাতত ৭ উইকেটে ২৮৯ রান। রুট ১০৪ রানে ব্যাট করছেন। রবিনসন করেছেন ২১ রান। কুলদীপ ৯ ওভারে ২১ রান খরচ করেছেন। যদিও কোনও উইকেট পাননি তিনি।

23 Feb 2024, 04:05:33 PM IST

IND vs ENG 4th Test Live: শতরান জো রুটের

৯টি বাউন্ডারির সাহায্যে ২১৯ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন জো রুট। টেস্ট কেরিয়ারে এটি তাঁর ৩১ নম্বর সেঞ্চুরি। ভারতের বিরুদ্ধে এই নিয়ে ১০টি টেস্ট সেঞ্চুরি করেন রুট। ৮৪ ওভার শেষে প্রথম ইনিংসে ইংল্যান্ডের স্কোর ৭ উইকেটে ২৭৯ রান। রুট ১০৩ রানে ব্যাট করছেন।

23 Feb 2024, 03:56:17 PM IST

IND vs ENG 4th Test Live: রিভিউ খোয়ানোর ফল ভুগল ভারত

৮০.৩ ওভারে রবিনসনের বিরুদ্ধে এলবিডব্লিউ-র জোরালো আবেদন জানান জাদেজা। তবে আম্পায়ার ধর্মসেনা আউট দেননি। ভারতের হাতে রিভিউ না থাকায় ডিআরএসের আবেদন জানাতে পারেনি তারা। পরে বল ট্র্যাকিংয়ে দেখা যায় যে, রিভিউ নিলে আউট হয়ে মাঠ ছাড়তে হতো রবিনসনকে। ৮১ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৭ উইকেটে ২৬১ রান। ৮৯ রানে ব্যাট করছেন রুট।

23 Feb 2024, 03:40:44 PM IST

IND vs ENG 4th Test Live: ২৫০ টপকাল ইংল্যান্ড

৭৭তম ওভারে দলগত ২৫০ রানের গণ্ডি টপকে যায় ইংল্যান্ড। তাদের স্কোর ৭ উইকেটে ২৫১ রান। ৮২ রানে ব্যাট করছেন জো রুট। ৫ রানে ব্যাট করছেন ওলি রবিনসন।

23 Feb 2024, 03:26:48 PM IST

IND vs ENG 4th Test Live: সিরাজের বলে বোল্ড হার্টলি

৭৫.৩ ওভারে মহম্মদ সিরাজের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন টম হার্টলি। ২৬ বলে ১৩ রান করেন তিনি। মারেন ১টি চার ও ১টি ছক্কা। ইংল্যান্ড ২৪৫ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ওলি রবিনসন।

23 Feb 2024, 03:24:55 PM IST

IND vs ENG 4th Test Live: ৭৫ ওভারের খেলা শেষ

প্রথম দিনে ৭৫ ওভার ব্যাট করে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৬ উইকেটের বিনিময়ে ২৪১ রান সংগ্রহ করেছে। ৮২ রানে ব্যাট করছেন জো রুট। ৯ রান করেছেন টম হার্টলি।

23 Feb 2024, 03:10:30 PM IST

IND vs ENG 4th Test Live: শতরানের দিকে এগোচ্ছেন রুট

সিরিজের প্রথম তিনটি টেস্ট মিলিয়ে মোটে ৭৭ রান সংগ্রহ করেন জো রুট। তবে রাঁচির প্রথম ইনিংসে তিনি আপাতত ৮১ রানে অপরাজিত রয়েছেন। ৭২ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৬ উইকেটে ২৩৩ রান। টম হার্টলি ২ রানে ব্যাট করছেন।

23 Feb 2024, 02:51:52 PM IST

IND vs ENG 4th Test Live: ফোকসকে ফেরালেন সিরাজ

৬৭.৪ ওভারে মহম্মদ সিরাজের বলে রবীন্দ্র জাদেজার হাতে ধরা পড়েন বেন ফোকস। নিশ্চিত হাফ-সেঞ্চুরি মাঠে ফেলে আসেন ফোকস। ১২৬ বলে ৪৭ রান করেন তিনি। মারেন ৪টি চার ও ১টি ছক্কা। ইংল্যান্ড ২২৫ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন টম হার্টলি।

23 Feb 2024, 02:48:20 PM IST

IND vs ENG 4th Test Live: অশ্বিনের ওভারে ১৬ রান

৬৭তম ওভারে রবিচন্দ্রন অশ্বিনের বলে ১টি ছক্কা ও ২টি চার মারেন বেন ফোকস। ওভারে ১৬ রান ওঠে। ইংল্যান্ডের স্কোর ৫ উইকেটে ২২৪ রান। ফোকস ৪৭ রানে ব্যাট করছেন। রুট করেছেন ৭৪ রান।

23 Feb 2024, 02:37:18 PM IST

IND vs ENG 4th Test Live: ২০০ টপকাল ইংল্যান্ড

৬৩ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৫ উইকেটে ২০৪ রান। জো রুট ৭২ রানে ব্যাট করছেন। ২৯ রান করেছেন বেন ফোকস। উল্লেখ্য, এই ইনিংসের আগে সারা সিরিজে জো রুটের ব্যক্তিগত সংগ্রহ ছিল সাকুল্যে ৭৭ রান।

23 Feb 2024, 02:33:07 PM IST

IND vs ENG 4th Test Live: চায়ের বিরতির পরে তৃতীয় সেশনের খেলা শুরু

চায়ের বিরতির পরে প্রথম দিনের তৃতীয় সেশনের খেলা শুরু। জাদেজার প্রথম ওভারে ১ রান সংগ্রহ করে ইংল্যান্ড। সুতরাং, প্রথম ইনিংসে ইংল্যান্ডের সার্বিক সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১৯৯ রান। ৬৮ রানে ব্যাট করছেন রুট।

23 Feb 2024, 02:12:44 PM IST

IND vs ENG 4th Test Live: প্রথম দিনের চায়ের বিরতি

প্রথম দিনের দ্বিতীয় সেশনে কোনও উইকেট তুলতে পারেনি ভারত। চায়ের বিরতিতে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ১৯৮ রান তুলেছে। তারা সাকুল্যে ৬১ ওভার ব্যাট করছে। জো রুট অপরাজিত রয়েছেন ৬৭ রানে। ১৫৪ বলের ইনিংসে তিনি ৭টি চার মেরেছেন। ১০৮ বলে ২৮ রান করেছেন বেন ফোকস। তিনি ২টি চার মেরেছেন।

23 Feb 2024, 02:01:25 PM IST

IND vs ENG 4th Test Live: জমাট জুটি রুট-ফোকসের

৫৮ ওভার শেষে প্রথম ইনিংসে ইংল্যান্ডের স্কোর ৫ উইকেটে ১৯৬ রান। ১৪৮ বলে ৬৬ রান করেছেন জো রুট। তিনি ৭টি চার মেরেছেন। ৯৬ বলে ২৮ রান করেছেন বেন ফোকস। তিনি ২টি চার মেরেছেন।

23 Feb 2024, 01:47:10 PM IST

IND vs ENG 4th Test Live: ব্যাজবলের ফর্মুলা তুলে রাখল ইংল্যান্ড

৫৩ ওভার শেষে প্রথম ইনিংসে ইংল্যান্ডের স্কোর ৫ উইকেটে ১৮০ রান। ব্যাজবল ক্রিকেট ছেড়ে খুঁটে খুঁটে রান তোলার দিকে নজর দিয়েছেন জো রুটরা। ১২৫ বলে ৫৩ রান করেছেন জো রুট। মেরেছেন ৪টি চার। ৮৯ বলে ২৫ রান করেছেন বেন ফোকস। তিনি ২টি চার মেরেছেন।

23 Feb 2024, 01:34:04 PM IST

IND vs ENG 4th Test Live: হাফ-সেঞ্চুরি রুটের

৪৭.১ ওভারে কুলদীপের বল রুটের ব্যাটের কানায় লাগে। তবে ক্যাচ ধরতে পারেননি ধ্রুব জুরেল। রুট ২ রান নিলে আম্পায়ার লেগ-বাই হিসেবে ঘোষণা করেন সেই দু'রানকে। জুরেল ক্যাচ ধরতে পারলে রিভিউ নেওয়ার সুযোগ থাকত ভারতের সামনে। শেষমেশ ৪টি বাউন্ডারির সাহায্যে ১০৮ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রুট।

23 Feb 2024, 01:26:37 PM IST

IND vs ENG 4th Test Live: রুটকে যথাযথ সঙ্গ দিচ্ছেন ফোকস

৪৭ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ১৭০ রান। ব্যক্তিগত হাফ-সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন জো রুট। তিনি ৪৮ রান করেছেন। ২২ রানে ব্যাট করছেন বেন ফোকস।

23 Feb 2024, 01:10:46 PM IST

IND vs ENG 4th Test Live: দ্বিতীয় সেশনের প্রথম ঘণ্টায় উইকেটহীন ভারত

লাঞ্চের পরে দ্বিতীয় সেশনের প্রথম ঘণ্টায় কোনও উইকেট তুলতে পারেনি ভারত। ৪৪ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৫ উইকেটে ১৬১ রান। জো রুট ৪৩ রানে ব্যাট করছেন। ১৮ রান করেছেন বেন ফোকস।

23 Feb 2024, 12:56:54 PM IST

IND vs ENG 4th Test Live: ১৫০ ছুঁল ইংল্যান্ড

৪০ ওভার শেষে প্রথম ইনিংসে ইংল্যান্ডের স্কোর ৫ উইকেটে ১৫০ রান। ৮৬ বলে ৪০ রান করেছেন জো রুট। মেরেছেন ৩টি চার। ৫০ বলে ১৪ রান করেছেন বেন ফোকস। তিনি এখনও কোনও বাউন্ডারি মারেননি।

23 Feb 2024, 12:52:23 PM IST

IND vs ENG 4th Test Live: টেস্ট অভিষেকে প্রথম স্পেলেই আকাশ দীপের ৩ উইকেট নেওয়ার ভিডিয়ো

রাঁচিতে টেস্ট অভিষেকে আগুন ঝরালেন আকাশ দীপ। প্রথম স্পেলেই ৩ উইকেট বাংলার তারকা পেসারের। বিস্তারিত পড়ুন:- IND vs ENG: ছিটকে দিলেন ক্রলির স্টাম্প, গতিতে পরাস্ত ডাকেট, রাঁচির প্রথম স্পেলেই ৩ উইকেট বাংলার আকাশ দীপের- ভিডিয়ো

23 Feb 2024, 12:36:58 PM IST

IND vs ENG 4th Test Live: দ্বিতীয় সেশনে উইকেটের খোঁজে ভারত

৩৫ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৫ উইকেটে ১৩৫ রান। ৭৮ বলে ৩২ রান করেছেন জো রুট। মেরেছেন ২টি চার। ২৮ বলে ৭ রান করেছেন বেন ফোকস। জাদেজা ১৪ ওভার বল করে ৩৪ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন। অশ্বিন ৮ ওভারে ৩৪ রান খরচ করে তুলে নিয়েছেন ১টি উইকেট।

23 Feb 2024, 12:23:01 PM IST

IND vs ENG 4th Test Live: লড়াই জারি জো রুটের

২৯ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৫ উইকেটে ১২৪ রান। ৫২ বলে ২২ রান করেছেন জো রুট। মেরেছেন ২টি চার। ১৮ বলে ৬ রান করেছেন বোন ফোকস। ভারত এখনও কুলদীপকে বল করায়নি।

23 Feb 2024, 12:08:48 PM IST

IND vs ENG 4th Test Live: দ্বিতীয় সেশনের খেলা শুরু

লাঞ্চের পরে দিনের দ্বিতীয় সেশনের খেলা শুরু। জো রুটের সঙ্গে ব্যাট হাতে ক্রিজে যোগ দেন বেন ফোকস। ২৫ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৫ উইকেটে ১১৪ রান। ১৬ রানে ব্যাট করছেন রুট।

23 Feb 2024, 11:36:11 AM IST

IND vs ENG 4th Test Live: স্বপ্নের অভিষেক আকাশ দীপের

টেস্ট অভিষেকে নিজের প্রথম স্পেলেই ৩টি উইকেট তুলে নেন আকাশ দীপ। চোখ রাখু তাঁর স্বপ্নের উত্থানে। বিস্তারিত পড়ুন:- Akash Deep Background: ৬ মাসের বাবা-দাদার মৃত্যু, ৩ বছর খেলেননি ক্রিকেট- রাঁচিতে 'সীমা' ছাড়িয়ে অভিষেক আকাশদীপের

23 Feb 2024, 11:29:23 AM IST

IND vs ENG 4th Test Live: স্টোকসকে ফেরালেন জাদেজা

২৪.১ ওভারে রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন বেন স্টোকস। ৬ বলে ৩ রান করেন ব্রিটিশ দলনায়ক। ইংল্যান্ড ১১২ রানে ৫ উইকেট হারায়। স্টোকস আউট হওয়া মাত্রই প্রথম দিনের মধ্যাহ্নভোজের বিরতি ঘোষণা করা হয়। জো রুট অপরাজিত রয়েছেন ১৬ রানে।

23 Feb 2024, 11:17:32 AM IST

IND vs ENG 4th Test Live: বেয়ারস্টোকে LBW-র ফাঁদে জড়ালেন অশ্বিন

২১.২ ওভারে রবিচন্দ্রন অশ্বিনের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন জনি বেয়ারস্টো। আম্পায়ার প্রাথমিকভাবে আউট দেননি। তবে রিভিউ নিয়ে সাফল্য পায় ভারত। ৩৫ বলে ৩৮ রান করে সাজঘরে ফেকেন জনি। তিনি ৪টি চার ও ১টি ছক্কা মারেন। ইংল্যান্ড ১০৯ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন বেন স্টোকস। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ১০০ উইকেট পূর্ণ করেন অশ্বিন।

23 Feb 2024, 11:10:37 AM IST

IND vs ENG 4th Test Live: ১০০ ছুঁল ইংল্যান্ড

২০ ওভার শেষে প্রথম ইনিংসে ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ১০০ রান। জনি বেয়ারস্টো ৩৩ রানে ব্যাট করছেন। ৩১ বলের আগ্রাসী ইনিংসে তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন। ২৬ বলে ১২ রান করেছেন জো রুট। তিনি ১টি চার মেরেছেন।

23 Feb 2024, 10:56:09 AM IST

IND vs ENG 4th Test Live: বল ঘুরছে জাদেজার

রাঁচির বাইশগজে বল ঘুরছে প্রথম দিন থেকেই। পিচে ফাটল রয়েছে। তাই স্পিনাররা সাহায্য পাবেন নিশ্চিত। জাদেজার বেশ কয়েকটি বল হঠাৎ করে বাঁক নেয়। ১৭ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ৭১ রান। রুট ৫ ও বেয়ারস্টো ১১ রানে ব্যাট করছেন।

23 Feb 2024, 10:46:06 AM IST

IND vs ENG 4th Test Live: প্রথম স্পেলে টানা ৭ ওভার বল করলেন আকাশ

প্রথম স্পেলে টানা ৭ ওভার বল করলেন আকাশ দীপ। ২৪ রান খরচ করে তিনি তুলে নিয়েছেন ৩টি উইকেট। ১৪ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ৬৪ রান। রুট ৫ ও বেয়ারস্টো ৪ রানে ব্যাট করছেন।

23 Feb 2024, 10:34:04 AM IST

IND vs ENG 4th Test Live: ক্রলির স্টাম্প ছিটকে দিলেন আকাশ দীপ

১১.৫ ওভারে আকাশ দীপের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন জ্যাক ক্রলি। ৪২ বলে ৪২ রান করেন তিনি। মারেন ৬টি চার ও ১টি ছক্কা। ইংল্যান্ড ৫৭ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জনি বেয়ারস্টো। উল্লেখ্য, ইনিংসের চতুর্থ ওভারে আকাশ দীপের নো-বলে বোল্ড হয়ে বেঁচে গিয়েছিলেন ক্রলি।

23 Feb 2024, 10:22:17 AM IST

IND vs ENG 4th Test Live: পোপকে ফেরালেন আকাশ দীপ

একই ওভারে ২টি উইকেট তুলে নিলেন আকাশ দীপ। ৯.৪ ওভারে আকাশের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন সদ্য ক্রিজে আসা ওলি পোপ। প্রাথমিকভাবে আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে সাফল্য পায় টিম ইন্ডিয়া। ২ বল খেলে খাতা খুলতে পারেননি পোপ। ইংল্যান্ড ৪৭ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জো রুট।

23 Feb 2024, 10:18:04 AM IST

IND vs ENG 4th Test Live: ডাকেটকে ফেরালেন আকাশ দীপ

বেন ডাকেটকে ফিরিয়ে টেস্ট ক্রিকেটে উইকেট তোলা শুরু আকাশ দীপের। ৯.২ ওভারে আকাশের বলে ধ্রুব জুরেলের দস্তানায় ধরা পড়েন ডাকেট। ২১ বলে ১১ রান করেন তিনি। মারেন ১টি চার। ইংল্যান্ড ৪৭ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ওলি পোপ।

23 Feb 2024, 10:13:58 AM IST

IND vs ENG 4th Test Live: আম্পায়ার্স কলে বাঁচলেন ডাকেট

৮.৫ ওভারে আম্পায়ার্স কলে বাঁচলেন বেন ডাকেট। ব্রিটিশ ওপেনারের বিরুদ্ধে এলবিডব্লিউ-র জোরালো আবেদন জানান রবীন্দ্র জাদেজা। আম্পায়ার আউট দেননি। রিভিউ নেয় ভারত। তবে ভাগ্য সঙ্গ দেয় ডাকেটের। ৯ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ৪৬ রান।

23 Feb 2024, 10:05:32 AM IST

IND vs ENG 4th Test Live: সিরাজের ওভারে ১৯ রান

সপ্তম ওভারে মহম্মদ সিরাজের বলে পরপর ৩টি চার ও ১টি ছক্কা মারেন জ্যাক ক্রলি। ওভারে মোট ১৯ রান ওঠে। ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ৩৭ রান। ৩২ রানে ব্যাট করছেন ক্রলি।

23 Feb 2024, 10:00:26 AM IST

IND vs ENG 4th Test Live: স্বস্তিতে নেই ক্রলিরা

আকাশ দীপের সামনে স্বস্তিতে নেই জ্যাক ক্রলি। ষষ্ঠ ওভারের শেষ বলে ১টি চার মারেন ক্রলি। তবে শটে নিয়ন্ত্রণ ছিল না। ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ১৮ রান। ক্রলি ১৪ রানে ব্যাট করছেন।

23 Feb 2024, 09:49:56 AM IST

IND vs ENG 4th Test Live: আকাশের বলে বোল্ড হয়েও বেঁচে গেলেন ক্রলি

চতুর্থ ওভারে আকাশ দীপের বলে বোল্ড হয়েও বেঁচে গেলেন জ্যাক ক্রলি। ইনিংসের চতুর্থ ওভারের পঞ্চম বল করতে এসে জ্যাক ক্রলির স্টাম্প ছিটকে দেন আকাশ দীপ। তবে তিনি নো-বল করে বসায় বেঁচে যান ব্রিটিশ ওপেনার। সুতরাং, টেস্ট কেরিয়ারের প্রথম উইকেট পেতে আপাতত অপেক্ষা করতে হবে আকাশকে। ৪ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ৯ রান।

23 Feb 2024, 09:40:36 AM IST

IND vs ENG 4th Test Live: খাতা খুলল ইংল্যান্ড

দ্বিতীয় ওভারে বল করতে আসেন আকাশ দীপ। চতুর্থ বলে ১ রান নিয়ে খাতা খোলেন বেন ডাকেট। পঞ্চম বলে ১ রান নেন জ্যাক ক্রলি। ওভারে ২ রান ওঠে। ২ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ বিনা উইকেটে ২ রান।

23 Feb 2024, 09:30:23 AM IST

IND vs ENG 4th Test Live: ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট শুরু

ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্টের লড়াই শুরু। জ্যাক ক্রলিকে নিয়ে ওপেন করতে নামেন বেন ডাকেট। বোলিং শুরু করেন মহম্মদ সিরাজ। প্রথম ওভারে কোনও রান ওঠেনি। ওভারের ৬টি বলই খেলেন জ্যাক ক্রলি।

23 Feb 2024, 09:21:44 AM IST

IND vs ENG 4th Test Live: ভারত সফর থেকে সরে দাঁড়ালেন রেহান

চতুর্থ টেস্টের প্রথম একাদশ থেকে বাদ পড়া রেহান আহমেদ ব্যক্তিগত কারণে বাকি সিরিজ থেকে সরে দাঁড়ালেন। তরুণ ব্রিটিশ স্পিনার দেশে ফিরছেন। তিনি পঞ্চম টেস্টের জন্য আর এদেশে ফিরে আসবেন না। ইংল্যান্ড রেহানের পরিবর্ত হিসেবে কোনও ক্রিকেটারকে ভারতে পাঠাচ্ছে না। বিস্তারিত পড়ুন:- IND vs ENG 4th Test: ইংল্যান্ডের শক্তি কমিয়ে দেশে ফিরছেন ব্রিটিশ স্পিনার, খেলবেন না শেষ টেস্টেও

23 Feb 2024, 09:13:44 AM IST

IND vs ENG 4th Test Live: ইংল্যান্ডের প্রথম একাদশ

জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, বেন ফোকস (উইকেটকিপার), টম হার্টলি, ওলি রবিনসন, জেমস অ্যান্ডারসন ও শোয়েব বশির।

23 Feb 2024, 09:07:26 AM IST

IND vs ENG 4th Test Live: ভারতের প্রথম একাদশ

রোহিত শর্মা (ক্যাপ্টেন), যশস্বী জসওয়াল, শুভমন গিল, রজত পতিদার, সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, আকাশ দীপ ও মহম্মদ সিরাজ।

23 Feb 2024, 09:02:50 AM IST

IND vs ENG 4th Test Live: টস হারলেন রোহিত শর্মা

রাঁচিতে সিরিজের চতুর্থ টেস্টে টস হারল ভারত। টস জিতে ব্রিটিশ দলনায়ক বেন স্টোকস শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, জেএসসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে রান তাড়া করতে হবে টিম ইন্ডিয়াকে। ভারত তাদের প্রথম একাদশে একটি বদল করে। বুমরাহর জায়গায় দলে ঢোকেন অভিষেককারী আকাশ দীপ। ইংল্যান্ড তাদের প্লেয়িং ইলেভেনে ২টি বদল করে। তারা বাদ দেয় মার্ক উড ও রেহান আহমেদকে। পরিবর্তে তারা মাঠে নামায় ওলি রবিনসন ও শোয়েব বশিরকে।

23 Feb 2024, 08:50:53 AM IST

IND vs ENG 4th Test Live: রাঁচিতে টেস্ট অভিষেক আকাশ দীপের

রাঁচিতে টেস্ট অভিষেক বাংলার পেসার আকাশ দীপের। জসপ্রীত বুমরাহর বদলে রাঁচিতে অন্য কোনও পেসারকে মাঠে নামাতে হতো ভারতকে। লড়াই ছিল বাংলার দুই তারকা মুকেশ কুমার ও আকাশ দীপের মধ্যে। শেষমেশ ভারতের টেস্ট ক্যাপ হাতে পেয়ে গেলেন আকাশ। তিনি ভারতের ৩১৩ নম্বর টেস্ট ক্রিকেটারে পরিণত হলেন।

23 Feb 2024, 08:44:45 AM IST

IND vs ENG 4th Test Live: সিরিজের প্রথম ৩ ম্যাচের ফলাফল

হায়দরাবাদের প্রথম টেস্টে ২৮ রানে জয় তুলে নেয় ইংল্যান্ড এবং সেই সুবাদে সিরিজে লিড নেয় তারা। বিশাখাপত্তনমের দ্বিতীয় টেস্ট ১০৬ রানে জিতে সিরিজে সমতা ফেরায় ভারত। পরে রাজকোটের তৃতীয় টেস্ট ৪৩৪ রানের রেকর্ড ব্যবধানে জিতে ৫ ম্যাচের সিরিজে ২-১ এগিয়ে যায় টিম ইন্ডিয়া।

গম্ভীর-ধোনির আসা যাওয়া, রোহিত-হার্দিকের রেষারেষি, কামিন্স-স্টার্কের জারিজুরি, আইপিএল ২০২৪-এর সব খবর, লাইভ ক্রিকেট স্কোর, আইপিএলের সূচি 2024, সব তথ্য পান এক ক্লিকে। গিল না কোহলি, আইপিএলের অরেঞ্জ ক্যাপ 2024 এবার কার দখলে, আইপিএলের পার্পল ক্যাপ 2024 পরবেন কোন বোলার, নাইটদের পরিসংখ্য়ান , যে কোনও প্লেয়ারের আইপিএল 2024 স্ট্যাটস, আগেরবারের যাবতীয় রেকর্ড জানতে পড়ুন HT Bangla।

ক্রিকেট খবর

Latest News

আগে আমাদের কাশ্মীরে ‘আজাদি’ স্লোগান উঠত, এখন PoKতে সেই স্লোগান উঠছে: অমিত শাহ যিনি ব্যাটিং করছেন,তিনিই ডাগ-আউটে বসে হাততালি দিচ্ছেন! ‘পোস্ট’ নিয়ে ট্রোল LSG-কে 'সুরাট, ইন্দোরে যা হয়েছে…', অবশেষে মোদীর বিরুদ্ধে মনোনয়ন জমা শ্যাম রঙ্গিলার রাহুর অবস্থান পরিবর্তন হতে চলেছে! ৩ রাশির জন্য বিপজ্জনক সময় আসতে পারে মেথড ড্রেসিং আসলে কী? সিনেমার প্রচারে বুঝিয়ে দিলেন জাহ্নবী কাপুর, দেখে নিন ছবি ম্যাককালাম,স্টোক্সই ওকে বলেছিল আর সুযোগ পাবে না...জিমির অবসর নিয়ে বিস্ফোরক রব কি মমতার সভাতেও দেখা গেল না উত্তরপাড়ার বিধায়ককে,কল্যাণ-কাঞ্চন ফাটল কি চওড়া হয়েছে? টলিউডের পর এবার ঢালিউডে পদার্পণ স্বস্তিকার, বিপরীতে থাকছেন কে? সইফ-করিনার দাম্পত্যে চিড়? বউয়ের নাম শরীর থেকে ‘ত্রিশূল’ দিয়ে মুছলেন পতৌদির নবাব ক্রিকেটারদের অনুরোধ ফেরালেন দ্রাবিড়, কোচ হতে চান না ভিভিএস লক্ষ্মণও

Latest IPL News

যিনি ব্যাটিং করছেন,তিনিই ডাগ-আউটে বসে হাততালি দিচ্ছেন! ‘পোস্ট’ নিয়ে ট্রোল LSG-কে ম্যাককালাম,স্টোক্সই ওকে বলেছিল আর সুযোগ পাবে না...জিমির অবসর নিয়ে বিস্ফোরক রব কি ক্রিকেটারদের অনুরোধ ফেরালেন দ্রাবিড়, কোচ হতে চান না ভিভিএস লক্ষ্মণও IPL-আরসিবির বিপক্ষে খেলতে পারলে প্লে অফের দৌড়ে থাকতাম…কাকে খোঁচা দিলেন ঋষভ পন্ত SRH ১৯৪ রানে প্লে-অফে যেতে পারে DC! কোন কোন দল কীভাবে যাবে? রইল IPL-র পুরো অঙ্ক ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম তুলে দিলেও রেহাই পাবেন না বোলাররা, বড় বার্তা পন্টিংয়ের আইপিএলের ম্যাচেই মধুরেণ সমাপয়েৎ, লোকেশ রাহুলের দুরন্ত ক্য়াচ, হাততালি LSG মালিকের IPL 2024-আগামী বছরই নিলামে ঝড় তুলবেন, অজি তারকাকে নিয়ে আগাম বার্তা মহারাজের IPL-অরেঞ্জ ক্যাপের দৌড়ে শীর্ষে বিরাট, পার্পল ক্যাপে বুমরাহ,তবে আজই হতে পারে বদল অধিনায়কত্ব নিয়ে তুলোধনা গৌতির , প্রাক্তন অধিনায়ক স্বীকার করলেন নিজের ব্যর্থতা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.