বাগদান সেরেছেন বছরের শুরুতেই। এবার বিয়ের পিঁড়িতে বসছেন বাংলা তথা ভারতীয় দলের তারকা পেসার মুকেশ কুমার। সোশ্যাল মিডিয়ায় নিজের বাগদানের খবর মুকেশই অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছিলেন। তবে তাঁর বিয়ের খবর সামনে আসে গুয়াহাটিতে ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টি-২০ ম্যাচের আগে।
সিরিজের প্রথম দুটি ম্যাচে অনবদ্য বল করা মুকেশ কেন তৃতীয় ম্যাচের প্রথম একাদশে নেই, সেটা স্পষ্ট করতেই ক্যাপ্টেন সূর্যকুমার জানান যে, মুকেশ জীবনের সব থেকে বড় ম্যাচের জন্য ছুটি নিয়েছেন। অর্থাৎ, বিয়ের জন্য তৃতীয় টি-২০ ম্যাচে মাঠে নামতে পারছেন না নির্ভরযোগ্য পেসার। পরে বিসিসিআইয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করে সিরিজের মাঝে মুকেশের বিয়ের জন্য ছুটি নেওয়ার খবর জানানো হয়।
মুকেশ এই মুহূর্তে ক্রিকেটের আবহ থেকে বেরিয়ে এসে জীবনের নতুন ইনিংস শুরুর আনন্দে মশগুল। মঙ্গলবার ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টি-২০ ম্যাচের দিনই সোশ্যাল মিডিয়ায় মুকেশের গায়ে হলুদ অনুষ্ঠানের কিছু ভিডিয়ো সামনে আসে, যেখানে তারকা ক্রিকেটারকে বন্ধুদের সঙ্গে নেচে ফাটাতে দেখা যায়।
মুকেশের বাগদত্তা দিব্যাকে জনপ্রিয় ভোজপুরি গান ‘ললিপপ লাগেলু’র তালে কোমর দোলাতে দেখা যায়। মঞ্চের নীচে শরীর দোলান মুকেশ। তারকা ক্রিকেটার ঘরোয়া অনুষ্ঠানে একেবারে অন্য মেজাজে ধরা দেন। অবশ্য খুব বেশিদিন মাঠের বাইরে থাকবেন না মুকেশ। বোর্ডের বিজ্ঞপ্তিতেই জানানো হয় যে, তিনি রায়পুরে চতুর্থ টি-২০ ম্যাচের আগেই পুনরায় স্কোয়াডে যোগ দেবে। যদিও জাতীয় নির্বাচকরা ব্যাকআপ হিসেবে দীপক চাহারকে বাকি সিরিজের জন্য টি-২০ স্কোয়াডে জায়গা করে দিয়েছেন।
মুকেশ কুমার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে উইকেট না পেলেও ৪ ওভারে মোটে ২৯ রান খরচ করেন। তিনি দ্বিতীয় ম্যাচে ৪৩ রানের বিনিময়ে ১টি উইকেট নেন। সিরিজে ডেথ বোলিং স্পেশালিস্ট হিসেবে নিজেকে তুলে ধরেন বাংলার পেসার।
গুয়াহাটিতে ভারতীয় দল মুকেশের অভাব টের পায়। ডেথ ওভারে মুকেশ কুমার যতটা কার্যকরী ছিলেন প্রথম দু'ম্যাচে, গুয়াহাটিতে ঠিক তেমনটাই দরকার ছিল টিম ইন্ডিয়ার। মুকেশ সিরিজের প্রথম ম্যাচের শেষ ওভারে বল করে মোটে ৫ রান খরচ করেন। দ্বিতীয় ম্যাচের শেষ ওভারে বল করে ১০ রান খরচ করলেও ম্যাচ ততক্ষণে অস্ট্রেলিয়ার হাত থেকে বেরিয়ে যায়। তৃতীয় ম্যাচে জয়ের জন্য শেষ ওভারে অস্ট্রেলিয়ার দরকার ছিল ২১ রান। প্রসিধ কৃষ্ণা ৪টি চার ও ১টি ছক্কা-সহ ২৩ রান খরচ করেন শেষ ওভারে এবং ভারতকে ম্যাচ হারতে হয়।