বাংলা নিউজ > ক্রিকেট > IND vs ENG 5th Test: রোহিত-যশস্বীর জোড়া হাফ-সেঞ্চুরি, প্রথম দিনেই চালকের আসনে ভারত
অধিনায়কোচিত ইনিংস রোহিত শর্মার। ছবি- পিটিআই।

IND vs ENG 5th Test: রোহিত-যশস্বীর জোড়া হাফ-সেঞ্চুরি, প্রথম দিনেই চালকের আসনে ভারত

India vs England 5th Test In Dharamsala Day 1: ধরমশালায় টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ইংল্যান্ড। চায়ের বিরতির ঠিক পরেই ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়ে যায়। কুলদীপ ৫টি ও অশ্বিন ৪টি উইকেট নেন। পালটা ব্যাট করতে নেমে প্রথম দিনেই শক্ত ভিত গড়ে ফেলে টিম ইন্ডিয়া। হাফ-সেঞ্চুরি করেন রোহিত ও যশস্বী।

হায়দরাবাদে সিরিজের প্রথম টেস্টে হারতে হলেও বিশাখাপত্তনম, রাজকোট ও রাঁচির পরবর্তী তিনটি টেস্টে জয় তুলে নেয় ভারত। সেই সুবাদে টিম ইন্ডিয়া ৫ ম্যাচের টেস্ট সিরিজ জয় নিশ্চিত করে ফেলে। এবার ধরমশালার পঞ্চম তথা সিরিজের শেষ টেস্ট ম্যাচটি ভারতীয় দলের কাছে বাড়তি গুরুত্ব পাচ্ছে রবিচন্দ্রন অশ্বিনের জন্য। কেননা এটি অশ্বিনের কেরিয়ারের ১০০তম টেস্ট ম্যাচ। অবশ্য সম্মানরক্ষার এই লড়াই ইংল্যান্ডের কাছেও আলাদা মাত্রা পাচ্ছে। কেননা এটি ব্রিটিশ তারকা জনি বেয়ারস্টোর কেরিয়ারের শততম টেস্ট ম্যাচ। অর্থাৎ, একই সঙ্গে দু'দলের একজন করে ক্রিকেটার ১০০ টেস্টের মাইলস্টোন পৌঁছলেন ধরমশালায়। এখন দেখার যে, জয়ের সুখস্মৃতি নিয়ে মাইলস্টোন ম্যাচ স্মরণীয় করে রাখেন কে।

07 Mar 2024, 04:57:45 PM IST

IND vs ENG 5th Test LIVE: প্রথম দিনের খেলা শেষ

ইংল্যান্ডের ২১৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত প্রথম দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ১ উইকেটের বিনিময়ে ১৩৫ রান তোলে। সাকুল্যে ৩০ ওভার ব্যাট করে টিম ইন্ডিয়া। সুতরাং, প্রথম ইনিংসের নিরিখে ইংল্যান্ডের থেকে ৮৩ রানে পিছিয়ে রয়েছে ভারত। রোহিত শর্মা ৮৩ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন। তিনি ৬টি চার ও ২টি ছক্কা মেরেছেন। শুভমন গিল৩৯ বলে ২৬ রান করে নট-আউট থাকেন। তিনি ২টি চার ও ২টি ছক্কা মেরেছেন।

07 Mar 2024, 04:41:16 PM IST

IND vs ENG 5th Test LIVE: হাফ-সেঞ্চুরি রোহিত শর্মার

৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৭৭ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রোহিত শর্মা। ২৫ ওভার শেষে প্রথম ইনিংসে ভারতের স্কোর ১ উইকেটে ১২২ রান। ৫০ রানে ব্যাট করছেন রোহিত। ১৫ রান করেছেন শুভমন গিল।

07 Mar 2024, 04:26:13 PM IST

IND vs ENG 5th Test LIVE: যশস্বী জসওয়াল আউট

২০.৪ ওভারে শোয়েব বশিরের বলে যশস্বী জসওয়ালকে স্টাম্প-আউট করেন বেন ফোকস। ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৫৮ বলে ৫৭ রান করে মাঠ ছাড়েন যশস্বী। ভারত দলগত ১০৪ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শুভমন গিল। রোহিত ৪৭ রানে ব্যাট করছেন।

07 Mar 2024, 04:24:20 PM IST

IND vs ENG 5th Test LIVE: দাপুটে হাফ-সেঞ্চুরি যশস্বীর

৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৫৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন যশস্বী জসওয়াল। ২০.২ ওভারে শোয়েব বশিরের বলে চার মেরে ৫০ রানের গণ্ডি টপকে যান তিনি।

07 Mar 2024, 04:16:01 PM IST

IND vs ENG 5th Test LIVE: জমাট জুটি রোহিত-যশস্বীর

১৮ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর বিনা উইকেটে ৮০ রান। ৪২ রানে ব্যাট করছেন রোহিত শর্মা। ৫৯ বলের ইনিংসে তিনি ৫টি চার ও ২টি ছক্কা মেরেছেন। ৪৯ বলে ৩৮ রান করেছেন যশস্বী। তিনি ১টি চার ও ৩টি ছক্কা মেরেছেন।

07 Mar 2024, 04:00:58 PM IST

IND vs ENG 5th Test LIVE: টেস্ট কেরিয়ারে ১০০০ রানের গণ্ডি টপকালেন যশস্বী

১৫ ওভার শেষে প্রথম ইনিংসে ভারতের স্কোর বিনা উইকেটে ৭২ রান। রোহিত ৩৯ ও যশস্বী ৩৩ রানে ব্যাট করছেন। যশস্বী টেস্ট কেরিয়ারে ১০০০ রানের গণ্ডি টপকে যান। বিনোদ কাম্বলির পরে দ্বিতীয় দ্রুততম ভারতীয় ব্যাটার হিসেবে টেস্টে ১০০ রান পূর্ণ করেন যশস্বী।

07 Mar 2024, 03:50:20 PM IST

IND vs ENG 5th Test LIVE: ৫০ টপকাল ভারত

১১.২ ওভারে রোহিতের বিরুদ্ধে কট বিহাইন্ডের আবেদন জানায় ইংল্যান্ড। আম্পায়ার আউট দেননি। ইংল্যান্ড রিভিউ নিয়েও সাফল্য পায়নি। ১২ ওভার শেষে প্রথম ইনিংসে ভারতের স্কোর বিনা উইকেটে ৫৬ রান। রোহিত ৩০ ও যশস্বী ২৬ রানে ব্যাট করছেন।

07 Mar 2024, 03:40:07 PM IST

IND vs ENG 5th Test LIVE: বশিরকে একই ওভারে ৩টি ছক্কা যশস্বীর

নবম ওভারে শোয়েব বশিরের বলে ৩টি ছক্কা মারেন যশস্বী জসওয়াল। ওভারে ১৮ রান ওঠে। ভারতের স্কোর বিনা উইকেটে ৪৪ রান। রোহিত ২০ ও যশস্বী ২৪ রানে ব্যাট করছেন।

07 Mar 2024, 03:31:57 PM IST

IND vs ENG 5th Test LIVE: রিভিউ নিয়ে বাঁচলেন রোহিত

৬.৩ ওভারে অ্যান্ডারসনের বলে রোহিত শর্মাকে কট-বিহাইন্ড আউট দেন আম্পায়ার। তবে রোহিত তড়িঘড়ি রিভিউয়ের আবেদন জানান। টেলিভিশন রিপ্লেতে দেখা যায় যে, বল লেগেছে রোহিতের থাই প্যাডে। ফলে আম্পায়ারকে তাঁর সিদ্ধান্ত বদল করতে হয়। ৭ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ২৫ রান। ২০ রানে ব্যাট করছেন রোহিত।

07 Mar 2024, 03:15:29 PM IST

IND vs ENG 5th Test LIVE: উডকে চার-ছক্কা রোহিতের

চতুর্থ ওভারে মার্ক উডের বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন রোহিত শর্মা। ৪ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১৬ রান। ১৪ রানে ব্যাট করছেন রোহিত। ২ রান করেছেন যশস্বী।

07 Mar 2024, 03:00:14 PM IST

IND vs ENG 5th Test LIVE: ভারতের রান তাড়া শুরু

ভারতের হয়ে যথারীতি ওপেন করতে নামেন রোহিত শর্মা ও যশস্বী জসওয়াল। বোলিং শুরু করেন জেমস অ্যান্ডারসন। তৃতীয় বলে ১ রান নিয়ে খাতা খোলেন যশস্বী জসওয়াল। প্রথম ওভারে ১ রান ওঠে।

07 Mar 2024, 02:48:57 PM IST

IND vs ENG 5th Test LIVE: ৪ উইকেট অশ্বিনের, অল-আউট ইংল্যান্ড

৫৭.৪ ওভারে রবিচন্দ্রন অশ্বিনের বলে দেবদূত পাডিক্কালের হাতে ধরা পড়েন জেমস অ্যান্ডারসন। ৩ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। ইংল্যান্ড প্রথম ইনিংসে ২১৮ রানে অল-আউট হয়ে যায়। ২২ বলে ১১ রান করে অপরাজিত থাকেন শোয়েব বশির। তিনি ২টি চার মারেন। অশ্বিন ৫১ রানে ৪টি উইকেট দখল করেন। কুলদীপ ৭২ রানে ৫টি উইকেট নিয়েছেন।

07 Mar 2024, 02:44:57 PM IST

IND vs ENG 5th Test LIVE: অশ্বিনের তৃতীয় শিকার বেন ফোকস

৫৭.১ ওভারে রবিচন্দ্রন অশ্বিনের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন বেন ফোকস। ৪২ বলে ২৪ রান করেন তিনি। মারেন ৩টি চার। ইংল্যান্ড ২১৮ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জেমস অ্যান্ডারসন।

07 Mar 2024, 02:33:27 PM IST

IND vs ENG 5th Test LIVE: তৃতীয় সেশনের খেলা শুরু, ২০০ টপকাল ইংল্যান্ড

চায়ের বিরতির পরে প্রথম দিনের তৃতীয় সেশনের খেলা শুরু। শেষ সেশনে অশ্বিনের প্রথম বলেই চার মারেন বেন ফোকস। ৫৬ ওভার শেষে প্রথম ইনিংসে ইংল্যন্ডের স্কোর ৮ উইকেটে ২০৬ রান। ১৯ রানে ব্যাট করছেন বেন ফোকস।

07 Mar 2024, 02:13:06 PM IST

IND vs ENG 5th Test LIVE: প্রথম দিনের চায়ের বিরতি

প্রথম দিনের চায়ের বিরতিতে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে ১৯৪ রান তুলেছে। তারা সাকুল্যে ৫৫ ওভার ব্যাট করে। ১৬ বলে ৫ রান করেছেন শোয়েব বশির। ৩৩ বলে ৮ রান করেছেন বেন ফোকস। কুলদীপ ৭২ রানে ৫ উইকেট নিয়েছেন।৩৯ রানে ২ উইকেট নিয়েছেন অশ্বিন। ১৭ রানে ১ উইকেট নিয়েছেন জাদেজা।

07 Mar 2024, 02:01:56 PM IST

IND vs ENG 5th Test LIVE: বশিরের ক্যাচ ছাড়লেন জুরেল

৫০.৬ ওভারে রবীন্দ্র জাদেজার বলে শোয়েব বশিরের ক্যাচ ছাড়েন ধ্রুব জুরেল। ৫২ ওভার শেষে প্রথম ইনিংসে ইংল্যান্ডের স্কোর ৮ উইকেটে ১৮৯ রান। বশির ও ফোকস, উভয়েই ব্যক্তিগত ৪ রানে ব্যাট করছেন।

07 Mar 2024, 01:56:18 PM IST

IND vs ENG 5th Test LIVE: হার্টলির পরে একই ওভারে উডকে ফেরালেন অশ্বিন

টম হার্টলির পরে একই ওভারে মার্ক উডকে ফেরালেন রবিচন্দ্রন অশ্বিন। ৪৯.৪ ওভারে অশ্বিনের বলে রোহিত শর্মার হাতে ধরা পড়েন সদ্য ক্রিজে আসা উড। ২ বল খেলে খাতা খুলতে পারেননি তিনি। ইংল্যান্ড ১৮৩ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শোয়েব বশির।

07 Mar 2024, 01:53:40 PM IST

IND vs ENG 5th Test LIVE: হার্টলিকে ফেরালেন অশ্বিন

৪৯.২ ওভারে রবিচন্দ্রন অশ্বিনের বলে বড় শট নেওয়ার চেষ্টায় দেবদূত পাডিক্কালের হাতে ধরা পড়েন টম হার্টলি। ৯ বলে ৬ রান করেন তিনি। মারেন ১টি চার। ইংল্য়ান্ড ১৮৩ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মার্ক উড।

07 Mar 2024, 01:39:55 PM IST

IND vs ENG 5th Test LIVE: স্টোকসকে ফিরিয়ে ইনিংসে ৫ উইকেট কুলদীপের

৪৫.৪ ওভারে কুলদীপ যাদবের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন বেন স্টোকস। রিভিউ নিয়েও বাঁচেননি তিনি। ৬ বল খেলেও খাতা খুলতে পারেননি ব্রিটিশ দলনায়ক। ইংল্যান্ড ১৭৫ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন টম হার্টলি। কুলদীপ যাদব এই নিয়ে চারবার টেস্ট ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন।

07 Mar 2024, 01:38:33 PM IST

IND vs ENG 5th Test LIVE: রুটকে ফেরালেন জাদেজা

৪৪.২ ওভারে রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন জো রুট। ৫৬ বলে ২৬ রান করেন তিনি। মারেন ৪টি চার। ইংল্যান্ড ১৭৫ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন উইকেটকিপার বেন ফোকস।

07 Mar 2024, 01:25:56 PM IST

IND vs ENG 5th Test LIVE: কুলদীপের চতুর্থ শিকার বেয়ারস্টো

৪৩.৪ ওভারে কুলদীপ যাদবের বলে ধ্রুব জুরেলের দস্তানায় ধরা পড়েন জনি বেয়ারস্টো। ১৮ বলে ২৯ রান করেন তিনি। মারেন ২টি চার ও ২টি ছক্কা। ইংল্যান্ড ১৭৫ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন বেন স্টোকস।

07 Mar 2024, 01:22:15 PM IST

IND vs ENG 5th Test LIVE: ১৫০ টপকাল ইংল্যান্ড

৪১তম ওভারে দলগত ১৫০ রানের গণ্ডি টপকে যায় ইংল্যান্ড। ৪৩ ওভার শেষে প্রথম ইনিংসে ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ১৬৭ রান। জো রুট ২৬ ও জনি বেয়ারস্টো ২১ রানে ব্যাট করছেন।

07 Mar 2024, 01:08:40 PM IST

IND vs ENG 5th Test LIVE: কুলদীপকে সামলাতে হিমশিম খাচ্ছেন রুটরা

৪০ ওভার শেষে প্রথম ইনিংসে ইংল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ১৪৭ রান। ৪২ বলে ১৯ রান করেছেন জো রুট। তিনি ৩টি চার মেরেছেন। ৮ বলে ৮ রান করেছেন জনি বেয়ারস্টো। তিনি ১টি চার মেরেছেন। ৪৯ রানে ৩টি উইকেট নিয়েছেন কুলদীপ।

07 Mar 2024, 12:57:56 PM IST

IND vs ENG 5th Test LIVE: ক্রলিকে ফেরালেন কুলদীপ

৩৭.২ ওভারে কুলদীপ যাদবের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন জ্যাক ক্রলি। ১০৮ বলে ৭৯ রান করেন তিনি। মারেন ১১টি চার ও ১টি ছক্কা। ইংল্যান্ড ১৩৭ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জনি বেয়ারস্টো।

07 Mar 2024, 12:54:31 PM IST

IND vs ENG 5th Test LIVE: ফের ভাগ্য সঙ্গ দিল ক্রলিকে

৩৬.২ ওভারে জাদেজার বলে হাওয়ায় সোজা শট খেলেন ক্রলি। বল জাদেজার হাতে লাগলেও ক্যাচ ধরতে পারেননি তিনি। ৩৭ ওভার শেষে প্রথম ইনিংসে ইংল্যান্ডের স্কোর ২ উইকেটে ১৩৭ রান।

07 Mar 2024, 12:42:47 PM IST

IND vs ENG 5th Test LIVE: সিরিজে ৪০০ রানের গণ্ডি টপকালেন ক্রলি

৩৩তম ওভারে বুমরাহর বলে চার মেরে সিরিজে ব্যক্তিগত ৪০০ রান পূর্ণ করেন জ্যাক ক্রলি। ইংল্যান্ডের স্কোর ২ উইকেটে ১২৯ রান। ৭৫ রানে ব্যাট করছেন ক্রলি। ১২ রান করেছেন জো রুট।

07 Mar 2024, 12:28:07 PM IST

IND vs ENG 5th Test LIVE: দাপুটে ব্যাটিং জ্যাক ক্রলির

৩০ ওভার শেষে প্রথম ইনিংসে ইংল্যান্ডের স্কোর ২ উইকেটে ১১৯ রান। ৮৬ বলে ৬৯ রান করেছেন জ্যাক ক্রলি। তিনি ১০টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ১২ বলে ১১ রান করেছেন জো রুট। তিনি ২টি চার মেরেছেন।

07 Mar 2024, 12:16:57 PM IST

IND vs ENG 5th Test LIVE: আউট হয়েও বেঁচে গেলেন ক্রলি

সরফরাজ খানের অনুরোধ সত্ত্বেও রিভিউ নেননি রোহিত শর্মা। তাই আউট হয়েও বেঁচে গেলেন জ্যাক ক্রলি। ২৫.৫ ওভারে কুলদীপের বল ক্রলির ব্যাটের কানা নিয়ে কিপার ধ্রুব জুরেলের দস্তানা থেকে ছিটকে যায়। সেই বল লুফেই আবেদন জানাতে শুরু করেন ফিল্ডার সরফরাজ। আম্পায়ার আউট দেননি। পরে আল্ট্রা এজে দেখা যায় যে, বল ক্রলির ব্যাটের কানা ছুঁয়েছিল। অর্থাৎ, ভারত রিভিউ নিলে আউট হয়ে সাজঘরে ফিরতে হতো ক্রলিকে।

07 Mar 2024, 12:10:32 PM IST

IND vs ENG 5th Test LIVE: লাঞ্চের পরে দ্বিতীয় সেশনের খেলা শুরু

লাঞ্চের পরে প্রথম দিনের দ্বিতীয় সেশনের খেলা শুরু। নতুন ব্যাটার জো রুটকে সঙ্গে নিয়ে ব্যাট করতে নামেন জ্যাক ক্রলি। নিজের গত সেশনের ভাঙা ওভার পূর্ণ করতে বল হাতে তুলে নেন কুলদীপ যাদব।

07 Mar 2024, 11:58:40 AM IST

IND vs ENG 5th Test LIVE: বাদ পড়েননি রজত পতিদার, জানাল BCCI

বিসিসিআইয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় যে, চোটের জন্য ধরমশালায় মাঠে নামতে পারেননি রজত পতিদার। বিস্তারিত পড়ুন:- IND vs ENG: বাদ পড়েননি রজত পতিদার! তাহলে পাডিক্কালকে কেন টেস্ট ক্যাপ দেওয়া হল, কারণ জানালেন রোহিত

07 Mar 2024, 11:32:40 AM IST

IND vs ENG 5th Test LIVE: কুলদীপের দ্বিতীয় শিকার পোপ, লাঞ্চের বিরতি

২৫.৩ ওভারে কুলদীপ যাদবের বলে ওলি পোপকে স্টাম্প-আউট করেন ধ্রুব জুরেল। ২৪ বলে ১১ রান করেন পোপ। ইংল্যান্ড ১০০ রানে ২ উইকেট হারায়। পোপ সাজঘরে ফেরা মাত্রই প্রথম দিনের লাঞ্চের বিরতি ঘোষিত হয়। ক্রলি ৬১ রানে ব্যাট করছেন। ৭১ বলের ইনিংসে তিনি ৯টি চার ও ১টি ছক্কা মেরেছেন। কুলদীপ ২২ রানে ২টি উইকেট নিয়েছেন।

07 Mar 2024, 11:22:08 AM IST

IND vs ENG 5th Test LIVE: হাফ-সেঞ্চুরি জ্যাক ক্রলির

৯টি বাউন্ডারির সাহায্যে ৬৪ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন জ্যাক ক্রলি। ২৪ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ১ উইকেটে ৯০ রান। ক্রলি ৫২ রানে ব্যাট করছেন। ওলি পোপ করেছেন ১০ রান।

07 Mar 2024, 11:15:17 AM IST

IND vs ENG 5th Test LIVE: রিভিউ খোয়াল ভারত

২১.২ ওভারে কুলদীপের বলে ক্রলির বিরুদ্ধে এলবিডব্লিউ-র আবেদন জানায় ভারত। আম্পায়ার আউট দেননি। ভারত রিভিউ নিয়েও ব্যর্থ হয়। ২২ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ১ উইকেটে ৭৫ রান। ৪২ রানে ব্যাট করছেন জ্যাক ক্রলি।

07 Mar 2024, 11:00:46 AM IST

IND vs ENG 5th Test LIVE: ডাকেটকে ফেরালেন কুলদীপ 

বেন ডাকেটকে ফিরিয়ে ম্যাচে ভারতকে প্রথম সাফল্য এনে দিলেন কুলদীপ যাদব। ১৭.৬ ওভারে কুলদীপের বলে ডাকেটের দুরন্ত ক্যাচ ধরেন শুভমন গিল। ৫৮ বলে ২৭ রান করেন ডাকেট। মারেন ৪টি চার। ইংল্যান্ড ৬৪ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ওলি পোপ।

07 Mar 2024, 10:44:56 AM IST

ND vs ENG 5th Test LIVE: ৫০ টপকাল ইংল্যান্ড

ওপেনিং জুটিতেই প্রথম ইনিংসে ৫০ রানের গণ্ডি টপকাল ইংল্যান্ড। ১৫ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ৫১ রান। ক্রলি ২৯ ও ডাকেট ২১ রানে ব্যাট করছেন। অশ্বিন নিজের প্রথম ওভারে ৪ রান খরচ করেন।

07 Mar 2024, 10:30:14 AM IST

IND vs ENG 5th Test LIVE: আম্পায়ার্স কলে বেঁচে গেলেন ক্রলি

১১.৫ ওভারে সিরাজের বলে জ্যাক ক্রলির বিরুদ্ধে এলবিডব্লিউ-র জোরালো আবেদন জানায় ভারত। আম্পায়ার আউট দেননি। ভারত রিভিউ নিলে আম্পায়ার্স কলে বেঁচে যান ব্রিটিশ ওপেনার। ১২ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ৪৩ রান। ক্রলি ২৯ ও ডাকেট ১৩ রানে ব্যাট করছেন।

07 Mar 2024, 10:17:31 AM IST

IND vs ENG 5th Test LIVE: জমাট শুরু ইংল্যান্ডের

১০ ওভারের খলা শেষ। ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ৩৫ রান। ৩০ বলে ২৩ রান করেছেন জ্যাক ক্রলি। তিনি ৪টি চার মেরেছেন। ৩০ বলে ১১ রান করেছেন বেন ডাকেট। তিনি ১টি চার মেরেছেন। বুমরাহ ৫ ওভারে ১৮ রান খরচ করেছেন। সিরাজ ৫ ওভারে ১৬ রান খরচ করেছেন।

07 Mar 2024, 09:57:31 AM IST

IND vs ENG 5th Test LIVE: তাড়াহুড়ো করছেন না ডাকেটরা

৬ ওভার শেষে প্রথম ইনিংসে ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ১৬ রান। ২১ বলে ৮ রান করেছেন বেন ডাকেট। ১৫ বলে ৭ রান করেছেন জ্যাক ক্রলি। দু'জনেই ১টি করে চার মেরেছেন।

07 Mar 2024, 09:44:52 AM IST

IND vs ENG 5th Test LIVE: ম্যাচের প্রথম বাউন্ডারি ক্রলির ব্যাট থেকে

দ্বিতীয় ওভারে বল করতে আসেন মহম্মদ সিরাজ। চতুর্থ বলে চার মারেন জ্যাক ক্রলি। ৩ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ৮ রান। ৭ রানে ব্যাট করছেন ক্রলি। এখনও খাতা খোলেননি ডাকেট।

07 Mar 2024, 09:29:52 AM IST

IND vs ENG 5th Test LIVE: ধরমশালা টেস্টের প্রথম দিনের খেলা শুরু

ধরমশালায় ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম টেস্টের প্রথম দিনের খেলা শুরু। ইংল্যান্ডের হয়ে ওপেন করতে নামেন জ্যাক ক্রলি ও বেন ডাকেট। ভারতের হয়ে বোলিং শুরু করেন জসপ্রীত বুমরাহ। ওভারের শেষ বলে ৩ রান নিয়ে খাতা খোলেন জ্যাক ক্রলি।

07 Mar 2024, 09:17:44 AM IST

IND vs ENG 5th Test LIVE: অশ্বিনের হাতে স্মারক টুপি তুলে দিলেন দ্রাবিড়

ম্যাচের আগে রবিচন্দ্রন অশ্বিনের হাতে ১০০তম টেস্টের স্মারক টুপি তুলে দেন কোচ রাহুল দ্রাবিড়। অশ্বিনের সঙ্গে মাঠে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী ও দুই সন্তান। অশ্বিন নিজের স্মারক টুপি নিয়েই দুই সন্তানের হাতে তুলে দেন।

07 Mar 2024, 09:11:55 AM IST

IND vs ENG 5th Test LIVE: ইংল্যান্ডের প্রথম একাদশ

জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (ক্যাপ্টেন), বেন ফোকস (উইকেটকিপার), টম হার্টলি, মার্ক উড, শোয়েব বশির ও জেমস অ্যান্ডারসন। ইংল্যান্ডের প্লেয়িং ইলেভেনের কোন তারকা চলতি সিরিজে কেমন খেলেছেন জানতে বিস্তারিত পড়ুন:- England Playing XI: ধরমশালায় বাদ রবিনসন, দেখুন ইংল্যান্ডের প্রথম একাদশ

07 Mar 2024, 09:10:26 AM IST

IND vs ENG 5th Test LIVE: ভারতের প্রথম একাদশ

রোহিত শর্মা (ক্যাপ্টেন), যশস্বী জসওয়াল, শুভমন গিল, দেবদূত পাডিক্কাল, সরফরাজ খান, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ।

07 Mar 2024, 09:03:32 AM IST

IND vs ENG 5th Test LIVE: টস হারলেন রোহিত

ধরমশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম তথা শেষ টেস্টে টস হারলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। টস জিতে ব্রিটিশ দলনায়ক বেন স্টোকস শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, সিরিজের শেষ টেস্টে রান তাড়া করবে টিম ইন্ডিয়া। ভারত এই টেস্টের প্রথম একাদশে ২টি রদবদল করে। আকাশ দীপ জায়গা ছেড়ে দেন জসপ্রীত বুমরাহকে। রজত পতিদারের জায়গায় দলে ঢোকেন দেবদূত পাডিক্কাল।

07 Mar 2024, 08:53:21 AM IST

IND vs ENG 5th Test LIVE: টেস্ট অভিষেক পাডিক্কালের

রবিচন্দ্রন অশ্বিনের পাশাপাশি ধরমশালার এই টেস্ট ম্যাচটি স্মরণীয় হয়ে থাকবে দেবদূত পাডিক্কালের কাছে। কেননা এটিই তাঁর কেরিয়ারের প্রথম টেস্ট ম্যাচ। ধরমশালায় টেস্ট অভিষেক হয় পাডিক্কালের। তাঁর হাতে টেস্ট ক্যাপ তুলে দেন অশ্বিন। চলতি সিরিজে পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেক হয় পাডিক্কালের। তিনি ভারতের ৩১৪ নম্বর টেস্টে ক্রিকেটারে পরিণত হন।

07 Mar 2024, 08:48:27 AM IST

IND vs ENG 5th Test LIVE: শততম টেস্ট ম্যাচ অশ্বিন-বেয়ারস্টোর

ধরমশালায় ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচটি রবিচন্দ্রন অশ্বিন ও জনি বেয়ারস্টোর কেরিয়ারের ১০০তম টেস্ট ম্যাচ। স্বাভাবিকভাবেই উভয় দল চাইবে নিজেদের গুরুত্বপূর্ণ সেনানির মাইলস্টোন ম্যাচ জয় দিয়ে স্মরণীয় করে রাখতে। সুতরাং, ম্য়াচে হাড্ডাহাড্ডি লড়াই চলবে নিশ্চিত।

07 Mar 2024, 08:44:38 AM IST

IND vs ENG 5th Test LIVE: সিরিজের প্রথম ৪ ম্যাচের ফলাফল

হায়দরাবাদের প্রথম টেস্টে ২৮ রানে জয় তুলে নেয় ইংল্যান্ড এবং সেই সুবাদে সিরিজে লিড নেয় তারা। বিশাখাপত্তনমের দ্বিতীয় টেস্ট ১০৬ রানে জিতে সিরিজে সমতা ফেরায় ভারত। পরে রাজকোটের তৃতীয় টেস্ট ৪৩৪ রানের রেকর্ড ব্যবধানে জিতে ৫ ম্যাচের সিরিজে ২-১ এগিয়ে যায় টিম ইন্ডিয়া। শেষে রাঁচির চতুর্থ টেস্ট ৫ উইকেটে জিতে ৩-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করে টিম ইন্ডিয়া।

গম্ভীর-ধোনির আসা যাওয়া, রোহিত-হার্দিকের রেষারেষি, কামিন্স-স্টার্কের জারিজুরি, আইপিএল ২০২৪-এর সব খবর, লাইভ ক্রিকেট স্কোর, আইপিএলের সূচি 2024, সব তথ্য পান এক ক্লিকে। গিল না কোহলি, আইপিএলের অরেঞ্জ ক্যাপ 2024 এবার কার দখলে, আইপিএলের পার্পল ক্যাপ 2024 পরবেন কোন বোলার, নাইটদের পরিসংখ্য়ান , যে কোনও প্লেয়ারের আইপিএল 2024 স্ট্যাটস, আগেরবারের যাবতীয় রেকর্ড জানতে পড়ুন HT Bangla।

ক্রিকেট খবর

Latest News

‘ডায়াবেটিক রোগীদের মিষ্টি খাবার’ দেওয়ার অভিযোগ! ইন্ডিগোকে নিয়ে ফুঁসলেন যাত্রী রেশন দুর্নীতিতে ৮৭টা অভিযোগ পেয়েও চোখ - কান বুজে বসেছিল পুলিশ, মানল রাজ্য সরকার মাদার্স ডে-তে শুভশ্রীকে বিশেষ উপহার ‘রাজ’পুত্রের! মাকে কী দিল ইউভান? মায়ের কোলে এই ছোট ছেলেটিকে চিনতে পারছেন কে? এখন ভারতের তারকা ক্রিকেট প্লেয়ার রবিবার ৫.৫ কোটি ঘরে তুলল ‘শ্রীকান্ত’, তিনদিনে মোট কত আয় করল রাজকুমারের ছবি? ধোনিদের টপকেছেন আগেই, এবার T20I ক্যাপ্টেন হিসেবে অভাবনীয় বিশ্বরেকর্ড গড়লেন বাবর দিলীপ ঘোষ–কীর্তি আজাদ একে অপরের বাহুডোরে, লোকসভা নির্বাচনে অভূতপূর্ব সৌজন্য ভাইকে শাস্তি দিতে মুখোশ খুলল পরাগ, শিমুলের জীবনে আসছে কোন নতুন মোড়? ভিআইপি নন, সাধারণের সঙ্গেই লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন আল্লু অর্জুন, জুনিয়র NTR সন্তানের মৃত্যুতে কোভিশিল্ডের সাইডএফেক্ট দায়ী?অভিযোগ নিয়ে মামলার পথে বহু অভিভাবক

Latest IPL News

ও কিন্তু সোজা দৌড়তে গিয়ে উইকেট আড়াল করেনি… জাদেজার পাশে দাঁড়ালেন CSK কোচ এখনও সিএসকে-র সদস্য রায়না, হাতে র‍্যাকেট তুলে দিয়ে বোঝালেন ধোনি, মুগ্ধ নেটপাড়া দুর্ভাগ্যজনক ভাবে ম্যাকগার্ক রানআউট হতেই,উন্মত্ত সেলিব্রেশনে মাতলেন কোহলি-ভিডিয়ো IPL প্লে-অফে একইসঙ্গে উঠতে পারে CSK ও RCB! কোন অঙ্কে ধোনি ও বিরাটের হাসি ফুটবে? T20 WC-এর দলে জায়গা পাওয়ার আশা হয়তো ম্যাকগার্ক নিজেও করেনি- দাবি পন্টিংয়ের IPL-এর পরেই কাউন্টি খেলতে যাবেন পৃথ্বী শ', ফিরছেন পুরনো দল নর্দাম্পটনশায়ারেই MI ম্যাচে খেলতে নামার আগে গোটা রাত ঘুমোতে পারেননি KKR-এর নীতিশ রানা, কিন্তু কেন? IPL 2024: ক্যাচ মিস হওয়াতেই, ম্যাচ মিস হয়েছে- RCB-র কাছে হেরে মেনে নিলেন অক্ষর ভেবেছিলাম দ্বিতীয় ইনিংসে পিচ স্লো হবে- টস জিতে ব্যাটিং নিয়ে কপাল চাপড়ালেন সঞ্জু আউট করেই কাঁধ দিয়ে ঠেলা, ইশান্তের ছেলেমানুষি হাসিয়ে ছাড়ল কোহলিকে- ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.