শুভব্রত মুখার্জি: চলতি আইপিএলে ইতিমধ্যেই অভিযান শুরু করে দিয়েছে দিল্লি ক্যাপিটালস দল। গত বছর অর্থাৎ ২০২৩ সালের গোটা মরশুমে খেলতে পারেননি ঋষভ পন্ত। তবে এই মরশুমে তিনি ফিরে এসেছেন। তবে অধিনায়ক হিসেবে তাঁর পথ চলাটা খুব একটা সহজভাবে হয়নি। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে হেরে গিয়েছে দিল্লি। তবে দিল্লি ম্যাচ হারলেও এই ম্যাচে দিল্লির জন্য সবথেকে পজিটিভ বিষয়টি হল তাদের কিপার ব্যাটার অভিষেক পোড়েলের ব্যাটিং। তাঁর আক্রমণাত্মক ব্যাটিং নজর কেড়েছে সকলের। আর সে কথা মেনে নিয়েছেন দিল্লির সহকারী কোচ প্রবীণ আমরে। তাঁর মতেও দিল্লির সবথেকে বড় পজিটিভ বিষয় হল এই ম্যাচে অভিষেক পোড়েলের ব্যাটিং।
অভিষেক পোড়েলের ব্যাটিং নিয়ে বলতে গিয়ে প্রবীণ আমরে জানিয়েছেন, ‘যেভাবে আইপিএলটা শুরু করতে চেয়েছিলাম সেই ভাবে আমাদের শুরুটা হয়নি। প্রতিটা দল প্রথম ম্যাচটা জিতেই তাদের অভিযান শুরু করতে চায়। তবে এই ম্যাচটা থেকে আমাদের কিন্তু বেশ কিছু পজিটিভ রয়েছে। ব্যাটিংয়ের সময়ে আমাদের যে তাগিদ ছিল তা কিন্তু খুব ভালো ছিল। আমরা ম্যাচে অনেকটা সময়ে ভালো জায়গায় ছিলাম। মিডল ওভারে আমরা পরপর উইকেট হারাই। আর উইকেট হারানোর ফলে আমরা চাপে পড়ে যাই। সেই চাপ সামলে উঠে ইনিংসকে সামনের দিকে নিয়ে যেতে আমাদের কিন্তু বেশ খানিকটা সময় লেগে যায়। তবে আমরা কিন্তু ফিরে আসতে সমর্থ হই ম্যাচে।’
তিনি আরও জানিয়েছেন, ‘আমাদের এই ম্যাচটা থেকে অন্যতম পজিটিভ বিষয় কিন্তু হল অভিষেক পোড়েলের ব্যাটিং। যে আক্রমণাত্মক ব্যাটিংটাও করেছে তা কিন্তু আমাদের কাছে বড় পাওনা। ও ব্যাট করতে নেমেই প্রথম থেকে আক্রমণাত্মক মেজাজে খেলেছে। প্রথম বল থেকেই কিন্তু ও মারকুটে মেজাজে খেলেছে। ৩০০ স্ট্রাইক রেটে ব্যাট করেছে। এখানে ১৭০ রান অ্যাট পার স্কোর। ও আমাদেরকে সেই জায়গায় পৌঁছে দিয়েছে। আমাদেরকে লড়াইয়ের জায়গাতে পৌঁছে দিয়েছিল ও।’
আরও পড়ুন… IPL 2024: GT vs MI ম্যাচের পর ব্যর্থ ইশানের পিঠে ভরসার হাত জয় শাহর, বদলাবে কি সমীকরণ?
ম্যাচ চলাকালীন দিল্লির সমস্যা বাড়ে। তাদের পেস বোলিংয়ের অন্যতম অস্ত্র ইশান্ত শর্মা চোট পান। তিনি গোড়ালির চোটের কারণে ম্যাচ চলাকালীন বেরিয়ে যান মাঠের বাইরে। দিল্লির ম্যাচ হারার অন্যতম কারণ হল তাদের ফিল্ডিং। তারা তিন তিনটি ক্যাচও ফেলেছে। যার মধ্যে রয়েছে সাম কারানের ক্যাচ। যিনি এদিন ৬৩ রানের ইনিংস খেলে ম্যাচ দিল্লির হাতের বাইরে নিয়ে যান।