আইপিএল ২০২৪-এর শুরু থেকেই হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে ক্রমাগত সমালোচনা চলছে। মুম্বই ইন্ডিয়ান্স দল যে মাঠে ম্যাচ খেলতে যাচ্ছে সেখানেই মুম্বইয়ের অধিনায়কের বিরুদ্ধে ভক্তরা টিটকিরি করছেন। এমন আচরণ দেখে অনেকেই অবাক হয়েছেন। এমনকি ওয়াংখেড়ে স্টেডিয়ামেও ভক্তদের সমর্থন পাচ্ছেন না হার্দিক। যেখান থেকে তিনি তার কেরিয়ার শুরু করেছিলেন সেখানকার এমন ছবি দেখে বিশেষজ্ঞরাও অবাক।
রোহিত শর্মা এবং বিরাট কোহলির মতো অভিজ্ঞ খেলোয়াড়রাও ভক্তদের কাছে হার্দিক পান্ডিয়াকে টিটকিরি না করার আবেদন করেছিলেন। কিন্তু তবুও হার্দিকের বিরুদ্ধে ভক্তদের ক্ষোভ কমেনি। ১৪ এপ্রিল রবিবার যখন মুম্বই ইন্ডিয়ান্স তাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছিল, সেই ম্যাচেও ভক্তরা হার্দিক পান্ডিয়াকে রেহাই দেয়নি। এবং প্রায় সারাক্ষণ হার্দিককে উদ্দেশ্য করে টিটকিরি করতে থাকেন।
আরও পড়ুন… IPL 2024: যাবতীয় অভিমান গলে জল, নাইটরা জিততেই ইডেনের পিচ কিউরেটর সুজনকে বাহবা শাহরুখের
এই দৃশ্য দেখে চুপ থাকতে পারেননি প্রাক্তন ইংলিশ অধিনায়ক কেভিন পিটারসেনে। তিনিও এই বিষয়ে নিজের বিবৃতি দিয়েছেন। হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে এই ক্রমাগত টিটকিরি নিয়ে কেপি বলেছেন হার্দিক হয়তো এটার জন্য খুব দুঃখিত। এ বিষয়ে কিছু করার আবেদনও করেছেন পিটারসেন। কারণ এই বিষয়টা হার্দিককে প্রভাবিত করছে বলে মনে করেন তিনি।
কেভিন পিটারসেন স্টার স্পোর্টসকে বলেছেন, ‘আমি সত্যিই মনে করি খেলার বাইরের সবকিছুই হার্দিক পান্ডিয়াকে অনেক বেশি প্রভাবিত করছে। তিনি যখন টস করেন তখন তিনি খুব হাসেন। তিনি এমনভাবে অভিনয় করার চেষ্টা করছেন যেন তিনি খুব খুশি। আমি সেখানে ছিলাম এবং আমি আপনাকে বলতে পারি। হার্দিক পান্ডিয়ার সঙ্গে কিছু একটা হচ্ছে।’
কেভিন পিটারসেন বলেন, ‘কিচ্ছু ঠিক নেই। হার্দিককে টসের সময় দেখছিলাম খুব হাসছে। কিন্তু ও ভিতর থেকে ঠিক ছিল না। আমি বলছি ও ঠিক নেই। এটা মুম্বইয়ের ঘরের মাঠ। সেখানে ওকে টিটকিরি করা হচ্ছিল। এখানে গোটা মাঠ চেন্নাইয়ের জন্য চিৎকার করছে। এটা মেনে নেওয়া কঠিন। ও তো মানুষ। ওর আবেগ আছে। আমি জানি এমন পরিস্থিতিতে কেমন লাগে। গাভাস্কারও জানেন। মায়ান্তিও জানে। এটা মেনে নেওয়া কঠিন। সেটার প্রভাব পড়ছে হার্দিকের উপর।’
আরও পড়ুন… T20-তে মানিয়ে নিতে কিছুটা সময় লাগছিল- শুরুতে সাফল্য না পাওয়ার কারণ বোঝালেন মিচেল স্টার্ক
ধোনির সঙ্গে হার্দিককের যে ফারাক অনেক বেশি সে কথাও জানিয়ে পিটারসেন বলেন, ‘একটা দলের অধিনায়ক (ধোনি) পাঁচ বছর আগে থেকে পরিকল্পনা করছে পরবর্তী অধিনায়ক কে হবে। আর এ দিকে হার্দিকের কাছে এই ম্যাচের জন্য দ্বিতীয় কোনও পরিকল্পনা নেই। ও বুঝতেই পারছে না কী করবে।’ সুনীল গাভাসকর স্টার স্পোর্টসের এই শোতে ছিলেন এবং তিনি হার্দিকের প্রসঙ্গে বলেন, ‘সম্ভবত আমি দীর্ঘ সময়ের মধ্যে সবচেয়ে বাজে ধরনের বোলিং দেখলাম। মনে হয়েছিল যেন আমি আমার নায়ককে জড়িয়ে ধরেছিলাম। তিনি সে ধরনের বল পেয়েছিলেন যাতে ধোনি ছক্কা মারতে ভালোবাসেন।’ লিটল মাস্টার আরও বলেছেন, ‘সাধারণ বোলিং, সাধারণ মানের ক্যাপ্টেন্সি। হাতে একাধিক বোলার থাকতেও নিজে বল করতে এল। ধোনি অপেক্ষা করছিল ওর পায়ের কাছে বল আসার। সেটাই করল হার্দিক। ছক্কা মারতে দিল। খুব সাধারণ মানের বোলিং এটা। ততটাই সাধারণ নেতৃত্ব।’
আসুন আমরা আপনাকে বলি, এই ম্যাচে মুম্বইয়ের জয়ের জন্য ২০৭ রানের লক্ষ্য দিয়েছিল চেন্নাই। রোহিত শর্মার সেঞ্চুরি সত্ত্বেও স্বাগতিক দল নির্ধারিত ২০ ওভারে মাত্র ১৮৬ রান করতে পারে। এই ম্যাচে মুম্বইকে ২০ রানে হারের মুখে পড়তে হয়েছিল। মরশুমে এটি মুম্বই ইন্ডিয়ান্সের চতুর্থ পরাজয়। দলটি এখন পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে নেমে গিয়েছে।