বাংলা নিউজ > ক্রিকেট > IPL 2024: জোর করে হাসছে, আসলে মনকষ্টে ভুগছে হার্দিক, নিজের অভিজ্ঞতা থেকে বললেন কেপি

IPL 2024: জোর করে হাসছে, আসলে মনকষ্টে ভুগছে হার্দিক, নিজের অভিজ্ঞতা থেকে বললেন কেপি

হার্দিক পান্ডিয়ার যন্ত্রনা অনুভব করলেন কেভিন পিটারসেন (ছবি-PTI) (PTI)

কেভিন পিটারসেন বলেছেন, ‘আমি সত্যিই মনে করি খেলার বাইরের সবকিছুই হার্দিক পান্ডিয়াকে অনেক বেশি প্রভাবিত করছে। তিনি যখন টস করেন তখন তিনি খুব হাসেন। তিনি এমনভাবে অভিনয় করার চেষ্টা করছেন যেন তিনি খুব খুশি। আমি সেখানে ছিলাম এবং আমি আপনাকে বলতে পারি। হার্দিক পান্ডিয়ার সঙ্গে কিছু একটা হচ্ছে।’

আইপিএল ২০২৪-এর শুরু থেকেই হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে ক্রমাগত সমালোচনা চলছে। মুম্বই ইন্ডিয়ান্স দল যে মাঠে ম্যাচ খেলতে যাচ্ছে সেখানেই মুম্বইয়ের অধিনায়কের বিরুদ্ধে ভক্তরা টিটকিরি করছেন। এমন আচরণ দেখে অনেকেই অবাক হয়েছেন। এমনকি ওয়াংখেড়ে স্টেডিয়ামেও ভক্তদের সমর্থন পাচ্ছেন না হার্দিক। যেখান থেকে তিনি তার কেরিয়ার শুরু করেছিলেন সেখানকার এমন ছবি দেখে বিশেষজ্ঞরাও অবাক।

রোহিত শর্মা এবং বিরাট কোহলির মতো অভিজ্ঞ খেলোয়াড়রাও ভক্তদের কাছে হার্দিক পান্ডিয়াকে টিটকিরি না করার আবেদন করেছিলেন। কিন্তু তবুও হার্দিকের বিরুদ্ধে ভক্তদের ক্ষোভ কমেনি। ১৪ এপ্রিল রবিবার যখন মুম্বই ইন্ডিয়ান্স তাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছিল, সেই ম্যাচেও ভক্তরা হার্দিক পান্ডিয়াকে রেহাই দেয়নি। এবং প্রায় সারাক্ষণ হার্দিককে উদ্দেশ্য করে টিটকিরি করতে থাকেন।

আরও পড়ুন… IPL 2024: যাবতীয় অভিমান গলে জল, নাইটরা জিততেই ইডেনের পিচ কিউরেটর সুজনকে বাহবা শাহরুখের

এই দৃশ্য দেখে চুপ থাকতে পারেননি প্রাক্তন ইংলিশ অধিনায়ক কেভিন পিটারসেনে। তিনিও এই বিষয়ে নিজের বিবৃতি দিয়েছেন। হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে এই ক্রমাগত টিটকিরি নিয়ে কেপি বলেছেন হার্দিক হয়তো এটার জন্য খুব দুঃখিত। এ বিষয়ে কিছু করার আবেদনও করেছেন পিটারসেন। কারণ এই বিষয়টা হার্দিককে প্রভাবিত করছে বলে মনে করেন তিনি।

কেভিন পিটারসেন স্টার স্পোর্টসকে বলেছেন, ‘আমি সত্যিই মনে করি খেলার বাইরের সবকিছুই হার্দিক পান্ডিয়াকে অনেক বেশি প্রভাবিত করছে। তিনি যখন টস করেন তখন তিনি খুব হাসেন। তিনি এমনভাবে অভিনয় করার চেষ্টা করছেন যেন তিনি খুব খুশি। আমি সেখানে ছিলাম এবং আমি আপনাকে বলতে পারি। হার্দিক পান্ডিয়ার সঙ্গে কিছু একটা হচ্ছে।’

আরও পড়ুন… IPL 2024: 'তরুণ কিপার' পার্থক্য গড়ল, সরস প্রতিক্রিয়ার রুতুর, উইকেটের পিছনের সেই মানুষ..স্বীকারোক্তি হার্দিকের

কেভিন পিটারসেন বলেন, ‘কিচ্ছু ঠিক নেই। হার্দিককে টসের সময় দেখছিলাম খুব হাসছে। কিন্তু ও ভিতর থেকে ঠিক ছিল না। আমি বলছি ও ঠিক নেই। এটা মুম্বইয়ের ঘরের মাঠ। সেখানে ওকে টিটকিরি করা হচ্ছিল। এখানে গোটা মাঠ চেন্নাইয়ের জন্য চিৎকার করছে। এটা মেনে নেওয়া কঠিন। ও তো মানুষ। ওর আবেগ আছে। আমি জানি এমন পরিস্থিতিতে কেমন লাগে। গাভাস্কারও জানেন। মায়ান্তিও জানে। এটা মেনে নেওয়া কঠিন। সেটার প্রভাব পড়ছে হার্দিকের উপর।’

আরও পড়ুন… T20-তে মানিয়ে নিতে কিছুটা সময় লাগছিল- শুরুতে সাফল্য না পাওয়ার কারণ বোঝালেন মিচেল স্টার্ক

ধোনির সঙ্গে হার্দিককের যে ফারাক অনেক বেশি সে কথাও জানিয়ে পিটারসেন বলেন, ‘একটা দলের অধিনায়ক (ধোনি) পাঁচ বছর আগে থেকে পরিকল্পনা করছে পরবর্তী অধিনায়ক কে হবে। আর এ দিকে হার্দিকের কাছে এই ম্যাচের জন্য দ্বিতীয় কোনও পরিকল্পনা নেই। ও বুঝতেই পারছে না কী করবে।’ সুনীল গাভাসকর স্টার স্পোর্টসের এই শোতে ছিলেন এবং তিনি হার্দিকের প্রসঙ্গে বলেন, ‘সম্ভবত আমি দীর্ঘ সময়ের মধ্যে সবচেয়ে বাজে ধরনের বোলিং দেখলাম। মনে হয়েছিল যেন আমি আমার নায়ককে জড়িয়ে ধরেছিলাম। তিনি সে ধরনের বল পেয়েছিলেন যাতে ধোনি ছক্কা মারতে ভালোবাসেন।’ লিটল মাস্টার আরও বলেছেন, ‘সাধারণ বোলিং, সাধারণ মানের ক্যাপ্টেন্সি। হাতে একাধিক বোলার থাকতেও নিজে বল করতে এল। ধোনি অপেক্ষা করছিল ওর পায়ের কাছে বল আসার। সেটাই করল হার্দিক। ছক্কা মারতে দিল। খুব সাধারণ মানের বোলিং এটা। ততটাই সাধারণ নেতৃত্ব।’

আরও পড়ুন… IPL 2024: ১০৫ রানের ইনিংস খেলে Orange Cap-র দৌড়ে রোহিতের লম্বা জাম্প! চাহালের দখলে Purple Cap

আসুন আমরা আপনাকে বলি, এই ম্যাচে মুম্বইয়ের জয়ের জন্য ২০৭ রানের লক্ষ্য দিয়েছিল চেন্নাই। রোহিত শর্মার সেঞ্চুরি সত্ত্বেও স্বাগতিক দল নির্ধারিত ২০ ওভারে মাত্র ১৮৬ রান করতে পারে। এই ম্যাচে মুম্বইকে ২০ রানে হারের মুখে পড়তে হয়েছিল। মরশুমে এটি মুম্বই ইন্ডিয়ান্সের চতুর্থ পরাজয়। দলটি এখন পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে নেমে গিয়েছে।

গম্ভীর-ধোনির আসা যাওয়া, রোহিত-হার্দিকের রেষারেষি, কামিন্স-স্টার্কের জারিজুরি, আইপিএল ২০২৪-এর সব খবর, লাইভ ক্রিকেট স্কোর, আইপিএলের সূচি 2024, সব তথ্য পান এক ক্লিকে। গিল না কোহলি, আইপিএলের অরেঞ্জ ক্যাপ 2024 এবার কার দখলে, আইপিএলের পার্পল ক্যাপ 2024 পরবেন কোন বোলার, নাইটদের পরিসংখ্য়ান , যে কোনও প্লেয়ারের আইপিএল 2024 স্ট্যাটস, আগেরবারের যাবতীয় রেকর্ড জানতে পড়ুন HT Bangla।

ক্রিকেট খবর

Latest News

রামপ্রসাদ শেষের পর সব্যসাচীর ছোট পর্দায় ফেরার খবর তুঙ্গে, কোন মেগায় থাকছেন তিনি? ‘‌আমার নাম ভাঙিয়ে জমির ব্যবসা করার চেষ্টা হচ্ছে‌’‌, উদয়নের পোস্টে তুমুল আলোড়ন আদালত অবমাননা করায় মোটা জরিমানা ডোনাল্ড ট্রাম্পকে, কড়া ভর্ৎসনা বিচারকের ‘মানুষ মানুষকে ঘেন্না করে’, বিশ্বাস-অবিশ্বাসের দ্বন্দ্বে অনির্বাণ-অর্ণ-সোহিনী আদিত্যনাথের সভা থেকে ফেরার পথে BJP কর্মীদের বাস লক্ষ্য করে ইটবৃষ্টি দিল্লি-নয়ডার ৭০র বেশি স্কুলে বোমাতঙ্ক, হুমকি মেল পেতেই খালি করা হল চত্বর দেবাশিসের নামে এখনও রয়েছে দেওয়াল লিখন, প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে BJP কর্মীরা জোড়া ঘূর্ণাবর্তে অত্যধিক ভারী বৃষ্টির পূর্বাভাস বহু জায়গায়, সঙ্গ বাংলায় হবে ঝড় টি-২০ বিশ্বকাপ খেলতে ২১মে আমেরিকা রওনা দেবে ভারতীয় দল ক্রিকেট অনেক হল, এবার রাজনীতিতে ইংল্যান্ডের এই তারকা ক্রিকেটার

Latest IPL News

ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মই কাল হল রিঙ্কুর? বিশ্বকাপ থেকে বাদ পড়ায় উঠছে প্রশ্ন T20 বিশ্বকাপের সহ-অধিনায়ক হওয়ার দিনেই বিরাট শাস্তি পান্ডিয়ার, জরিমানা রোহিতদেরও হার্দিক গড়পড়তা, সিরাজের ফর্ম খুব খারাপ,ভারতের WC দলের ১৫ জন IPL-এ কেমন খেলছেন? ইনফ্লুয়েন্সারকে যৌন হেনস্থা! দিল্লি ক্যাপিটালের পৃথ্বীকে সমন মুম্বই কোর্টের ব্যর্থ রোহিত-হার্দিক-বুমরাহ! মুম্বইকে চার উইকেটে হারিয়ে দিল রাহুলের লখনউ শুভমন গিলকে টপকে কী করে ভারতীয় দলে জায়গা করলেন যশস্বী? সামনে এল আসল কারণ ‘সেন্ড অফ’-র পরে ১ ম্যাচ ব্যান KKR পেসারকে! নেটপাড়া বলল সেলিব্রেশনও করবে না? IPL -এর ইতিহাসে ব্যাট হাতে অনন্য নজির গড়লেন কুলদীপ যাদব বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ, অধিনায়ক লোকেশ রাহুলের পাশে থাকার বার্তা LSG-র T20 বিশ্বকাপ থেকে বাদ গিল, GT লিখল 'অভিনন্দন ক্যাপ্টেন', জোর খিল্লি নেট পাড়ায়

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.