শুভব্রত মুখার্জি: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএলে খেলতে মুখিয়ে থাকেন গোটা বিশ্বের ক্রিকেটাররা। বিশ্ব ক্রিকেটের মঞ্চে পারফরম্যান্স করতে পারলেই মোটামুটিভাবে আইপিএলে কোন না কোন দল তাঁকে দলে নেবেই। গাব্বা টেস্টে দীর্ঘ কয়েক দশক বাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজকে ঐতিহাসিক জয় এনে দিয়েছিলেন শামার জোসেফ। এরপরেই নিলামের মধ্যে দিয়ে তাঁকে দলে নেয় লখনউ সুপার জায়ান্টস দল। তবে প্রথম পাঁচ ম্যাচে সুপার জায়ান্টসের হয়ে খেলার সুযোগ পাননি শামার।
আরও পড়ুন… IPL 2024 CSK vs MI: ম্যাচের আগে এক টেবিলে সচিন-ধোনি-রোহিত! ভাইরাল হচ্ছে তিন তারকার ছবি
প্রথম সুযোগ তিনি পেলেন রবিবার ইডেন গার্ডেন্সে কেকেআরের বিরুদ্ধে। আর তাঁর অভিষেক ম্যাচটা বল হাতে একেবারেই ভালো কাটলো না শামারের। খুব তাড়াতাড়ি এই ম্যাচটা ভুলে যেতে নিশ্চয় চাইবেন শামার! এই ম্যাচেই নিজের প্রথম ওভারে শামার দিয়েছেন ২২ রান। যার মধ্যে ১৫ রান এসেছে একটিমাত্র বল থেকে। অবিশ্বাস্য শোনালেও এটাই সত্যি।
ঘটনাটি ঘটেছে জোসেফের বোলিং করার সময়ে তাঁর স্পেলের প্রথম ওভারেই। নিজের প্রথম ওভারের প্রথম পাঁচ বলে জোসেফ দেন মাত্র সাত রানে। যার মধ্যে আবার একটি বলে ফিল সল্টের ক্যাচ ফেলে দেন যশ ঠাকুর। যদিও পরবর্তীতে রিপ্লেতে দেখা গিয়েছে ক্যাচ হলেও আউট হতেন না সল্ট কারণ ওই বলটি লিগ্যাল ডেলিভারি ছিল না। নো বল করেছিলেন শামার জোসেফ। নিজের ওভারের শেষ বলটিতে দুটি নো, দুটি ওয়াইড বল করেছেন। অর্থাৎ দিয়েছেন চার রান। আর একটি ওয়াইড বলে চার হয়েছে। অর্থাৎ ওই বলে কোন বল না হলেও ব্যাটিং টিম পেয়েছে পাঁচ রান। আর একটি নো বলের জন্য পাওয়া ফ্রি হিটে ছয় মেরেছেন ফিল সল্ট। অর্থাৎ সবমিলিয়ে একটি বলে ১৫ টি রান কেকেআরকে কার্যত উপহার দিয়েছেন শামার জোসেফ।
আরও পড়ুন… বল না করলে হার্দিক পান্ডিয়াকে কেন T20 WC 2024-এ খেলানো হবে, প্রশ্ন তুললেন হর্ষ ভোগলে
প্রথম ম্যাচে জোসেফকে খুব বর্ণহীন মনে হয়েছে। তিনি নিজের চার ওভার বল করে দিয়েছেন ৪৭ রান। কোন উইকেট পাননি। ইকোনমি রেট ১১.৭৫। যার মধ্যে রয়েছে মোট তিনটি নো বল এবং তিনটি ওয়াইড বল। তবে এদিন ভাগ্য ও সুপ্রসন্ন ছিল না শামার জোসেফের। প্রথম ওভারে তাঁর বলে সল্টের ক্যাচ ফেলেছিলেন যশ ঠাকুর। যদিও সেটি নো বল ছিল। এর পরবর্তী সময়ে শামার জোসেফের বলে ফের একবার ক্যাচ পড়ে সল্টের। সল্টের লেগ সাইডে তুলে মারা শটটি বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে ক্যাচ ধরতে পারেননি সুপার জায়ান্টসের ক্রিকেটার। উল্টে বল তাঁর হাতে লেগে বাউন্ডারি টপকে পড়লে ছয় রান পান সল্ট। সুপার জায়ান্টস এদিন ম্যাচে প্রথমে ব্যাট করে ১৬১ রান করেছিল। জবাবে রান তাড়া করতে নেমে ফিল সল্টের অনবদ্য ৮৯ রানের অপরাজিত ইনিংসে ভর করে জয় নিশ্চিত করে কেকেআর।