Mumbai Indians Lose Followers: বড় ক্ষতির মুখে মুম্বই ইন্ডিয়ান্স! রোহিত শর্মার পরিবর্তে হার্দিক পান্ডিয়াকে আইপিএল ২০২৪-এর অধিনায়ক হিসাবে নিযুক্ত করেছে আইপিএল-এর এই ফ্র্যাঞ্চাইজি। এরপরেই সর্বত্র সমালোচনা হতে থাকে মুম্বই ইন্ডিয়ান্স। যার প্রভাব দেখা যায় ফ্র্যাঞ্চাইজির সোশ্যাল মিডিয়াতে। মুম্বই ইন্ডিয়ান্সের ফলোয়ার সংখ্যা এক ধাক্কায় অনেকটাই হ্রাস পেয়েছে। হার্দিক পান্ডিয়া এর আগেও মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছিলেন। প্রথম মেয়াদে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলে বেশ প্রশংসা পেয়েছিলেন তিনি। তবে তারপরে সে গুজরাট টাইটানস চলে যায়। ১৫ কোটি টাকায় তাঁকে গুজরাট টাইটানস কিনে ছিল। তবে আইপিএল ২০২৪ নিলামের আগেই ফের মুম্বই ইন্ডিয়ান্সে ফিরে এসেছেন হার্দিক পান্ডিয়া। তবে ভারতের এই অলরাউন্ডার এখন আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হবেন। এই ঘোষণার পর ভক্তরা মুম্বই ইন্ডিয়ান্স অ্যাকাউন্টের ফলোয়ার হারানোর স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজি গত শুক্রবার, ১৫ ডিসেম্বর একটি অত্যন্ত বিস্ময়কর সিদ্ধান্ত নিয়েছে। আসলে, পাঁচবার শিরোপা জয়ী রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে নতুন অধিনায়ক করেছে মুম্বই দল। মুম্বই দলের এই সিদ্ধান্তে ভক্তরা অসন্তুষ্ট হয়েছেন। এবং তারা নিজেদের মতো করে দলের বিরোধিতা শুরু করেছেন। মুম্বই ইন্ডিয়ান্সের এই সিদ্ধান্তে অসন্তুষ্ট ভক্তরা সোশ্যাল মিডিয়ায় দলটিকে আনফলো করতে শুরু করেছেন। কিছুক্ষণের মধ্যেই মুম্বই ইন্ডিয়ান্সের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রায় ১.৫ লক্ষ ফলোয়ার হারিয়েছে। হঠাৎ করেই মুম্বই ইন্ডিয়ান্সের সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার কমে যাওয়ায় একটি বিষয় স্পষ্ট হয়ে গেছে যে ভক্তরা ফ্র্যাঞ্চাইজির সিদ্ধান্ত মোটেও পছন্দ করেননি। রোহিত শর্মা এখনও পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সের সবচেয়ে সফল অধিনায়ক। কিন্তু তারপরও তাঁকে অধিনায়কত্ব থেকে সরিয়ে হার্দিকে দলের নেতৃত্ব দেওয়া সত্যিই মর্মান্তিক।
পাঁচবার মুম্বইকে চ্যাম্পিয়ন করেছেন রোহিত
রোহিত শর্মা যে তার অধিনায়কত্বে পাঁচবার মুম্বই ইন্ডিয়ান্সকে চ্যাম্পিয়ন করেছেন তা কারও কাছে গোপন নয়। হিটম্যান ২০১৩ সাল থেকে মুম্বইয়ের দায়িত্ব নিতে শুরু করেন, তারপরে তিনি তাঁর অধিনায়কত্বে মুম্বইকে পাঁচটি আইপিএল শিরোপা জিতিয়েছিলেন। পাঁচটি আইপিএল ট্রফি জিতেছে যেই দল সেটি হল রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। রোহিতের নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ এবং ২০২০ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল।
হার্দিকের আইপিএল যাত্রাটা কেমন ছিল
এটি উল্লেখযোগ্য যে হার্দিক পান্ডিয়া ২০১৫ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে অভিষেক করেছিলেন এবং ২০২১ সাল পর্যন্ত দলের হয়ে খেলেছিলেন। কিন্তু ২০২২ সালে, তিনি নবগঠিত ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটানসের একটি অংশ হয়েছিলেন। হার্দিক তাঁর অধিনায়কত্বে গুজরাট টাইটানসকে প্রথম মরশুমেই চ্যাম্পিয়ন করেছিলেন। তারপরের পরের মরশুমে অর্থাৎ আইপিএল ২০২৩-এ, গুজরাট দল হার্দিকের অধিনায়কত্বে টুর্নামেন্টের ফাইনালে পৌঁছেছিল। কিন্তু তারপরে ২০২৪ এর আগে, হার্দিক হঠাৎ করে পুরানো ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্সে ফিরে আসেন এবং এখন তিনি দলের অধিনায়কও হয়েছেন।