মুম্বই ইন্ডিয়ান্সের অনুশীলন সেশনে স্পিনার পীযূষ চাওলার ছেলেকে নিয়ে ফুরফুরে মেজাজে ধরা দিলেন ইশান কিষান। আইপিএলের শুরুটা ইশানের মোটেও ভালো হয়নি। চার বল খেললেও, রানের খাতা খুলতে পারেননি ইশান। তবে অনুশীলনে পীযূষের ছেলে অদ্ভিক চাওলার সঙ্গে খোশমেজাজে পাওয়া গিয়েছে ইশানকে। ইশানের সঙ্গে অদ্ভিককে ক্যাচিং প্র্যাকটিস করতে দেখা গিয়েছে।
মুম্বই ইন্ডিয়ান্স একটি ভিডিয়ো শেয়ার করেছে, যেখানে ইশান এবং অদ্ভিকের কিছু সুন্দর মুহূর্ত তুলে ধরা হয়েছে। ভিডিয়োর শুরুতেই দেখা গিয়েছে, অদ্ভিকের কানেকানে ইশান কিছু একটা বলছেন। তার পর অদ্ভিককে ক্যাচিং প্র্যাকটিস করাতে দেখা গিয়েছে ইশানকে। ইশান কিন্তু বেশ কিছু কঠিন ক্যাচ ধরতে দিয়েছিলেন অদ্ভিককে। যা খুদেদের মানদণ্ডের অনেকটা উপরে ছিল। কিন্তু পিযূষের ছেলের প্রচেষ্টা দেখে সকলেই বিস্মিত হয়েছেন।
এক হাতে অদ্ভিকের ক্যাচ নেওয়ার প্রচেষ্টা দেখে ইশান তো রীতিমতো উচ্ছ্বসিত হয়ে ওঠেন। আর খুদে অদ্ভিককে অনুপ্রেরণা জোগাতে তিনি দৌড়ে গিয়ে তাকে কোলে তুলে নেন। একটি সুন্দর বন্ডিংয়ের ভিডিয়ো শেয়ার করেছে মুম্বই ইন্ডিয়ান্স।
বলা হচ্ছে, এই আইপিএল মরশুমে বেশ চাপে রয়েছেন ইশান কিষান। বিসিসিআই-এর কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার পর, গুজরাট টাইটান্সের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে শূন্য রানে আউট হন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। অথচ ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে জায়গা নিশ্চিত করতে হলে, ইশান কিষানকে অবশ্যই এই আইপিএলে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে। তা না হলে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ঢোকা কার্যত অসম্ভব হয়ে পড়বে এই তারকা কিপার-ব্যাটারের কাছে। আসলে এই আইপিএল মরশুমটি সিনিয়র ক্রিকেট দলের সঙ্গে ইশান কিষানের ভবিষ্যত গতিপথ সংজ্ঞায়িত করবে।
এদিকে আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে গুজরাট টাইটান্সের কাছে হেরে যাওয়ার পর, বুধবার মুম্বই ইন্ডিয়ান্স তাদের দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হতে চলেছে। হায়দরাবাদ আবার তাদের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করার পরে ৪ রানে হেরে গিয়েছে। স্বাভাবিক ভাবে এদিন মুম্বই-হায়দরাবাদ দু'দলই জয়ে ফিরতে মরিয়া থাকবে।
এদিকে চোটের কারণে এই ম্যাচেও সূর্যকুমার যাদবকে পাবে না মুম্বই। গত বছর ডিসেম্বর মাস থেকে মাঠের বাইরে রয়েছেন সূর্যকুমার যাদব। তাঁর স্পোর্টস হার্নিয়ার অস্ত্রোপচার হয়েছে। কিন্তু এখনও পুরোপুরি সুস্থ হতে পারেননি তিনি। এক সংবাদপত্রে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত ২১ মার্চ সূর্যের ফিটনেস টেস্ট ছিল। চিকিৎসকদের মনে হয়েছে, হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নামার জন্য পুরোপুরি তৈরি নন সূর্য। তাই তাঁকে বাইরে থাকতে হবে।