আজকাল তারকাদের দেখলেই ছেঁকে ধরে সেলফি তোলার হিড়িক। সেলফি শিকারিদের চাপে তো দু-দণ্ড শান্তিতে হাঁটতেও পারেন না সেলেবরা। কিন্তু এর মাঝেই নেটপাড়ায় ভাইরাল এক সহজ-সরল এবং কর্তব্যে অবিচল ডেলিভারি বয়ের ভিডিয়ো। পাপারাৎজিদের ক্যামেরায় বন্দি হয়েছে তাপসী পান্নুর একটি মুহূর্ত, সেখানে সুইগির এক ডেলিভারি এজেন্ট এক বিল্ডিং-এর বাইরে মুখোমুখি হন তাপসীর।
২৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, সুইগি এজেন্ট একটি বিল্ডিং কমপ্লেক্সে খাবারের প্যাকেট ডেলিভারি করতে ঢুকছেন, তাঁর হাতে মোবাইল ও খাবার প্যাকেট। গেটের বাইরে দাঁড়ানো পাপারাৎজিরা, সেই ডেলিভারি বয়কে তাদের ফ্রেম থেকে সরে দাঁড়াতে বলছে। চিৎকার শুনে খানিক বিভ্রান্ত হয়ে পড়েন তিনি, এরপরই উলটো দিক থেকে হেঁটে আসতে দেখা যায় তাপসীকে।
তাপসী পান্নু বিল্ডিং থেকে বেরিয়ে আসার সাথে সাথে পাপারাৎজিরা এজেন্টকে মরিয়া হয়ে বলতে শুরু করেন, সাইডে সরে যা। নায়িকার দেখা মিলল কালো ড্রেসে, চোখে রোদচশমা। নায়িকাকে দেখেও এক্কেবারে ভাবলেশহীন নির্দিষ্ট সময়ে খাবার পৌঁছে দেওয়ার দায়িত্বে থাকা ওই ব্যক্তি। তাপসীকে যেন পাত্তাই দিলেন না তিনি।
সুইগি ডেলিভারি এজেন্ট এবং তাপসী পান্নুর ভাইরাল ভিডিওটি এখানে দেখুন:
সেই ভিডিয়ো সোশ্যালে ভাইরাল হতেই একজন নেট নাগরিক সুইগিকে ট্যাগ করে লেখেন, ‘এই ডেলিভারি বয়কে নিঃসন্দেহে উৎসাহ দিতে বাড়তি টাকা দেওয়া উচিত ওর কাজের প্রতি নিষ্ঠার জন্য’।
জবাবে সুইগি সংস্থার অফিসিয়্যাল হ্যান্ডেল থেকে লেখা হয়-'বিরক্তিহীন, সতেজ, খুশি, নিজের রাস্তায়, মনোযোগী…ফুলেফেঁপে উঠুক'।
ওই ডেলিভারি বয়ের যেমন পারিশ্রমিক বাড়ানোর দাবি তুলেছে নেটপাড়া, তেমনই পাপারাৎজিদের তুলোধনা করেছেন অনেকে। সবার সঙ্গে সম্মান রেখে কথা বলা উচিত চিত্র সাংবাদিকদের, মনে করান নেটিজেনরা।
ওদিকে স্যালোঁ থেকে বার হওয়া তাপসীকে দাঁড়িয়ে পোজ দেওয়ার অনুরোধ জানানো পাপারাৎজিদের উদ্দেশ্যে নায়িকা বলেন, ‘আমি যদি থামি, আপনারা সবাই কি আমাকে পার্টি দেবেন?’ নায়িকার রসিকতার জবাবে পালটা পার্টি চায় ক্যামেরা হাতে দাঁড়ানো সাংবাদিকরা। একজন নায়িকাকে নতুন গাড়িটি উদযাপন করার জন্য একটি পার্টি দেওয়ার অনুরোধ জানায়। অভিনেতা যখন বলেন যে গাড়িটি আর নতুন নয়, তখন একযোগে অনেকে বলে উঠে মার্চ মাসে অনুষ্ঠিত তার বিয়ের জন্য একটা পার্টি তো দেওয়াই উচিত।
জানিয়ে রাখি, গত মার্চে উদয়পুরে দীর্ঘদিনের প্রেমিক ম্যাথিয়াস বো-কে বিয়ে করেন তাপসী পান্নু।