গতবার আইপিএলে গ্রপ লেগের শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে দিয়েছিল গুজরাট টাইটানস। সেই ম্যাচে শতরান করেছিলেন গুজরাটের ব্য়াটার শুভমন গিল। এক বছর আগের সেই ম্যাচ এখনও স্মৃতিতে টাটকা গিল, সিরাজদের। কারণ সেই ম্য়াচ জিততে পারলেই প্লে অফে প্রবেশ করতে পারত আরসিবি। কিন্তু শুভমনের দুরন্ত ব্যাটিংয়ের সামনে নতি স্বীকার করে প্রতিযোগিতা থেকে ছিটকে যেতে হয় বিরাট কোহলির দলকে। ঝুলিতে ১৬ পয়েন্ট নিয়ে প্লে অফে যায় মুম্বই। আরসিবির ছিল ১৪ পয়েন্ট। তবে রান রেট ভালো ছিল তাদের। অর্থাৎ সেই ম্যাচ জিতলেই পরের রাউন্ডে চলে যাওয়ার সুযোগ ছিল। তবে অবাক বিষয় হল, সেই ম্যাচে শুভমনের শতরানের পর আরসিবির খেলোয়াড়রা তার প্রশংসা না করে, ম্যাচে অর্ধশতরান করা বিজয় শঙ্করের প্রশংসা করত, সম্প্রতি সম্প্রচারকারী সংস্থার এক ভিডিয়োই এমন তথ্যই উঠে এসেছে।
আরও পড়ুন-‘ওরা তো সব ২৫-৩০ রানের প্লেয়ার’,বিরাটের পাশে দাঁড়িয়ে বার্তা প্রাক্তন নির্বাচকের
সেই ম্যাচে গুজরাটের টার্গেট ছিল ১৯৮ রান। শতরান করেছিলেন বিরাট কোহলি। পাল্টা ৫২ বলে ১০৪ রানের ঝকঝকে ইনিংস খেলে বিরাটদের প্রতিযোগিতা থেকে ছিটকে দেন গিল। সেবার গোটা টুর্নামেন্টেই দুরন্ত ছন্দে ছিলেন পঞ্জাব তনয়। করেছিলেন ৮০০-র বেশি রান। সেই ম্যাচে ৩৫ বলে ৫৩ রান করেছিলেন অলরাউন্ডার বিজয় শঙ্কর। গিলের সঙ্গে ১২৩ রানের পার্টনারশিপ করেছিলেন তিনি। আর তাতেই কার্যত খেলা থেকে হারিয়ে যায় আরবিবি। শেষ পর্যন্ত দলকে জিতিয়ে মাঠ ছেড়েছিলেন অধিনায়ক শুভমন গিল।
আরও পড়ুন-কোচ, ক্যাপ্টেনকে না জানিয়ে ব্যাট করতে নেমে যেতেন ধোনি,বিস্ফোরক অভিযোগ অজির
সেই ম্যাচ নিয়ে এরপর ভারতীয় দলের অন্দরেও কথা হয়েছে, জানাচ্ছেন গিল নিজেই। বিজয় শঙ্করকে পাশে নিয়েই গিল বলছেন, ‘আইপিএলে সব থেকে অপছন্দের পার্টনারশিপ বোধ হয় আরসিবির বিপক্ষে আমার আর বিজয়ের ১২৩ রানের পার্টনারশিপ। সেই ম্যাচের পর আরসিবির বোলার মহঃ সিরাজ ভারতীয় দলের ড্রেসিং রুমেও আলোচনা করেছিলেন বিজয়ের ব্যাটিং নিয়ে। আমার শতরানের প্রশংসা না করে সিরাজ বলত, ভাই সেদিন বিজয় কি খেলছিল। এদিক, ওদিক, সেদিক। কিছুই বুঝতে পারছিলাম না’। বিজয় শঙ্করও হাসি মুখেই বিষয়টিতে সম্মতি দিয়ে বলেন,' আমি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে এসেছিলাম মাঠে। ম্যাচের পর অনেক কিছুই হয়েছে'।
আরও পড়ুন-T20 বিশ্বকাপের স্কোয়াডে সঞ্জুকে চাইছেন লারা, স্যামসনকে দিয়ে ওপেন করানোর দাবি আম্বাতির
এবারের আইপিএলেও দুজন একই দলের হয়ে খেলছেন। গুজরাটের অধিনায়কত্ব সামলেও ব্যাট হাতে ৬ ইনিংসে ২৫৫ রান করা হয়ে গেছে শুভমন গিলের। অন্যদিকে বিজয় শঙ্কর এখনও বড় রানের দেখা পাননি। ৩৩ বছর বয়সি এই অলরাউন্ডার এবারের আইপিএলে ৬টি ম্যাচে করেছেন ৭৩ রান। বেঙ্গালুরু এবং গুজরাট, দুই দল এবারের আইপিএলে ফের মুখোমুখি হবে ২৮ এপ্রিল।