তিন ছক্কা, দুর্ধর্ষ ক্যাচ, অবিশ্বাস্য রান-আউট- রবিবার ইডেন গার্ডেন্সে নাটকীয় শেষ ওভারের সৌজন্যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (আরসিবি) এক রানে হারিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। অথচ ম্যাচটা যে এতটা নাটকীয় হবে, সেটা ইডেন গার্ডেন্সে যখন ৪০ তম ওভারে (আরসিবির ব্যাটিং ইনিংসের ২০ তম ওভার) মিচেল স্টার্ক বল তুলে নিচ্ছিলেন, তখনও মনে হয়নি। কারণ শেষ ওভারে জয়ের জন্য আরসিবির দরকার ছিল ২১ রান। হাতে ছিল দু'উইকেট। ক্রিজে ছিলেন দুই ‘টেলএন্ডার’ কর্ণ শর্মা এবং মহম্মদ সিরাজ। তারপরও ২১ রান রক্ষা করতে গিয়ে প্রায় কেঁদে ফেলছিলেন ২৪.৫ কোটি টাকার স্টার্ক।
মিচেল স্টার্কের শেষ ওভারের পুরো ৬টি বলের ইতিবৃত্ত
প্রথম বল: ছক্কা মারেন কর্ণ। অফস্টাম্পের বাইরে ফুল বল করেন স্টার্ক। ডিপ-ব্যাকওয়ার্ড পয়েন্টের উপর দিয়ে ছক্কা মারেন কর্ণ। ৫ বলে ১৫ রান বাকি।
দ্বিতীয় বল: কোনও রান হয়নি। অফস্টাম্পের বাইরে ফুল বল করেন স্টার্ক। বলের গতিবেগ ছিল ঘণ্টায় ১৪০.৪ কিলোমিটার। অফসাইডের উপর দিয়ে ফের ছক্কা মারার চেষ্টা কর্ণ। কিন্তু প্রথম বলের মতো সংযোগ হয়নি। বলটা উইকেটের পিছনে ফিল সলটের হাতে চলে যায়। আউটের আবেদন করেন স্টার্ক। কিছুটা দেরিতে আবেদন করেন সল্টও।
রিভিউ নেয় কেকেআর। দেখা যায় যে বলটা ব্যাটে লেগেছে। কিন্তু সল্ট ক্যাচ ধরার আগেই বলটা মাটিতে পড়ে গিয়েছে বলে রায় দেন তৃতীয় আম্পায়ার। যদিও সেই সিদ্ধান্তে খুশি হননি সল্ট। কিন্তু কিছু করার ছিল না। ডট বল হয়। ৪ বলে বাকি ১৫ রান।
তৃতীয় বল: ছক্কা। লেংথ বল স্টার্কের। অফস্টাম্পের বাইরে বল। আগে থেকেই বলটা অনুমান করে নেন কর্ণ। ফ্রন্টফুট এগিয়ে দিয়ে এক্সট্রা-কভারের উপরের দিয়ে ছক্কা মারেন। ৩ বলে বাকি ৯ রান।
চতুর্থ বল: ছক্কা। দুটি ছক্কা খেয়েও নিজের গতির উপর আস্থা রাখেন স্টার্ক। আবারও একই পরিণতি হয়। অফস্টাম্পের বাইরে বল। ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে ছক্কা মারেন কর্ণ। ২ বলে বাকি ৩ রান।
আরও পড়ুন: IPL 2024 KKR vs RCB: রাসেলের দুরন্ত বোলিং, ইডেনের রুদ্ধশ্বাস ম্য়াচে মাত্র ১ রানে জিতল কলকাতা
পঞ্চম বল: ফলো থ্রু'তে দুর্ধর্ষ ক্যাচ স্টার্কের। নীচে ফুলটস করেন তিনি। সোজা স্টার্কের দিকে মারেন কর্ণ। ব্যাটের নীচের দিকে লাগায় দ্রুত বলটা বেরিয়ে যায়নি। ফলো থ্রু'তে দুর্দান্ত ক্যাচ স্টার্কের। ডানহাতে ক্যাচটা ধরেন বাঁ-হাতি অস্ট্রেলিয়ান তারকা। সাত বলে ২০ রান করে আউট কর্ণ। ১ বলে ৩ রান চাই আরসিবির। স্কোর নয় উইকেটে ২২০ রান। দু'রান হলে সুপার ওভার হবে।
ষষ্ঠ বল: রান-আউট লকি ফার্গুসন!!! রান-আউট!!! জিতে গেল কেকেআর। অফস্টাম্পের বাইরে ফুল বল করেন স্টার্ক। কভারের দিকে বলটা ঠেলে দু'রান নিতে দৌড়ান ফার্গুসন। সুইপার বলটা ছুড়ে দেন বলটা স্ট্রাইকার এন্ডের দিকে। জঘন্য থ্রো ছিল। তবে সল্টের দুর্দান্ত উইকেটকিপিংয়ে রান-আউট হয়ে যান ফার্গুসন। থ্রো'টা স্টাম্পের অনেক দূরে থাকলেও বলটা ধরে ঝাঁপিয়ে পড়ে রান-আউট করেন সল্ট। এক রানে জয় কেকেআরের।
আরও পড়ুন: IPL 2024 KKR vs RCB: একই ওভারে দুটি উইকেট, বোলার রাসেল যে ফুরিয়ে যায়নি, সাক্ষী থাকল ইডেন