বাংলা নিউজ > ক্রিকেট > KKR vs RCB, IPL 2024: আউট নিয়ে ফুঁসছেন কোহলি, বিতর্ক না বাড়িয়ে কী বললেন রানা?

KKR vs RCB, IPL 2024: আউট নিয়ে ফুঁসছেন কোহলি, বিতর্ক না বাড়িয়ে কী বললেন রানা?

আউট নিয়ে ফুঁসছেন কোহলি, বিতর্ক না বাড়িয়ে কী বললেন রানা?

Virat Kohli's Controversial Dismissal: কেকেআরের বিরুদ্ধে কোহলির আউট ঘিরে কার্যত দ্বিধাবিভক্ত ক্রিকেট মহল। কেউ বলছেন, বিরাট আউট ছিলেন না। বল কোমরের উপর দিয়ে গিয়েছে। কারও দাবি, ক্রিজ ছেড়ে ব্যাটিং করছিলেন বিরাট। যদি ক্রিজে থাকতেন তা হলে বল কোমরের নিচ দিয়েই যেত। এবার এই বিষয়ে মুখ খুললেন স্বয়ং রানা।

বিরাট কোহলি কি আউট ছিলেন, নাকি ছিলেন না? রবিবার কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচের পর থেকেই এই নিয়ে চলছে তীব্র বিতর্ক। এদিন আরসিবি-র ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলে হর্ষিত রানাকে ক্যাচ দেন কোহলি। প্রসঙ্গত, বল করছিলেন হর্ষিতই। কিন্তু আউট হওয়ার পর নো বলের দাবি করতে থাকেন বিরাট। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের পরেও মাঠের আম্পায়ারদের সঙ্গে তর্ক জুড়ে দেন তিনি। এই বিতর্কিত আউটের রেশ চলল ম্যাচের পরেও।

আম্পায়াররা মাঠ ছেড়ে বের হওয়ার সময়ে তাঁদের সঙ্গে উত্তেজিত হয়ে কথা বলতে দেখা যায় কোহলিকে। হাত পা নেড়ে বেশ কিছুক্ষণ ধরে আম্পায়ারদের বোঝানোর চেষ্টা করেন আরসিবির প্রাক্তন অধিনায়ক। নিজের আউট কিছুতেই ভুলতে পারছিলেন না তিনি। বিশেষ করে ১ রানে ম্যাচ হারের পর তো, এই বিতর্কিত আউট যেন আগুনে ঘি ঢেলেছে।

আরও পড়ুন: RCB-কে হারিয়ে ঘরের মাঠে জয়ের হাফসেঞ্চুরি KKR-এর, স্পর্শ করল MI-এর অনন্য নজির

ম্যাচের পর বেঙ্গালুরুর ড্রেসিংরুমের বাইরে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ আম্পায়ারদের সঙ্গে কথা বলেন কোহলি। কেন তাঁকে আউট দেওয়া হল, সেই কারণ বারবার জানতে চান। বলটা নো ছিল কিনা সেই নিয়েই যত বিতর্ক। হর্ষিতের বল সোজা ব্যাটে এসে লেগেছিল। সেই বল ক্যাচ তোলেন বিরাট। সঙ্গে সঙ্গে তা লুফে নেন হর্ষিত। কিন্তু বিরাট ক্রিজ রাজি ছিলেন না। তাঁর দাবি, বলটি কোমরের উপরে ছিল। তাই নো বলের দাবি করেন বিরাট। রিভিউ নেওয়ার ইঙ্গিত করেন। যদিও মাঠের আম্পায়ারেরা রিভিউ নেন নিজে থেকেই। নো বল কি না নিশ্চিত হতে চান তাঁরা। তৃতীয় আম্পায়ার দাবি করেন, বিরাটের কোমরের নিচেই ছিল বল। ফলে নো বল দেননি তিনি। মাঠের আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থাকে। তাতেই রেগে যান বিরাট।

আরও পড়ুন: খাতায় কলমে এখনও ছিটকে যায়নি কোহলির দল, কোন অঙ্কে উঠতে পারে প্লে-অফে

যে হর্ষিত রানার বল নিয়ে এত উত্তেজনা, তিনি ম্যাচের পর অবশ্য নির্বিকার। বলে দিলেন, সিদ্ধান্ত আম্পায়ারের ছিল। তবে তিনি কোহলির উইকেট নিয়ে খুশি। ইডেন গার্ডেন্সে শেষ বলে জয়ের পর রানা বলেছিলেন, ‘এটা আম্পায়ারের সিদ্ধান্ত ছিল, আমি কী বলব। শুধু বলতে পারি যে, ওর (কোহলির) উইকেট পেয়ে আমি বেশ খুশি ছিলাম।’

আরও পড়ুন: আউট নিয়ে ম্যাচের পরেও আম্পায়াদের সঙ্গে গুজগুজ ফুসফুস করলেন কোহলি, দ্বিতীয় ব্যাটের আশায় পাশে দাঁড়িয়ে রিঙ্কু?

এদিকে ম্যাচের পর অসন্তোষ প্রকাশ করেছেন বেঙ্গালুরুর অধিনায়ক ফ্যাফ ডু'প্লেসি। তিনি বলেছেন, ‘নিয়ম নিয়ে আমার কিছু বলার নেই। সেই সময় আমার এবং বিরাটের মনে হয়েছিল, বল কোমরের উপর আছে। মনে হয় হয়তো পপিং ক্রিজ থেকে হিসেবে করা হয়েছে। এরকম পরিস্থিতিতে একটা দল মনে করেছে বেশি উচ্চতায় ছিল। আর এক দলের তা মনে হয়নি। খেলা এরকমই।’

সাংবাদিক সম্মেলনে বিরাটের আউট নিয়ে রিস টপলি আবার বলেছেন, ‘নিয়ম মানতেই হবে। কোহলির আউটটা দেখে প্রথমে মনে হয়েছিল বল ওর কোমরের উপরে এসেছিল। তবে পরে রিপ্লে দেখে মনে হয়েছে, আউট হলেও হতে পারে। যদিও এরকম সিদ্ধান্তের ক্ষেত্রে আম্পায়ারদের আরও সতর্ক হওয়া উচিত।’

ক্রিকেট খবর

Latest News

‘একজন ছেড়েছেন, আরেকজনও ছাড়ুন’, জহরের ইস্তফা ঘোষণার পর প্রথম প্রতিক্রিয়া TMCর ঘুটিয়ারি শরিফ স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড, বন্ধ ট্রেন চলাচল, পরিষেবা বিপর্যস্ত ছয়ের গেরোয় ব্রাজিল! ইতিহাস গড়ে ব্লাইন্ড ফুটবলে সোনা ফ্রান্সের, তুমুল উচ্ছ্বাস সতর্ক থাকুন নচেৎ হতে পারে আর্থিক ক্ষতি! কী বলছে সাপ্তাহিক রাশিফল সার্ভিস রুল মনে আছে তো? রাজ্য সরকারি কর্মচারীদের কড়া ‘ওয়ার্নিং’ দিল নবান্ন! এমন পিচে ৪৪ বলে ৫৪ রান! রোহিত-গম্ভীরদের কি কোনও বার্তা দিতে চাইলেন শ্রেয়স আইয়ার চারদিকে আরজি কর নিয়ে প্রতিবাদ! অবশেষে মেয়ে ইয়ালিনি কোলে সামনে এলেন শুভশ্রী আরজি কর আবহে আরও চাপে TMC, সুখেন্দুর বিদ্রোহের মাঝে পদত্যাগ জহরের, চিঠি মমতাকে পেট্রল পাম্পের কর্মীকে পিষে চম্পট দিল পিকআপ ভ্যান, ভয়ঙ্কর ঘটনা শান্তিপুরে পাকিস্তানের আঞ্চলিক জলসীমায় তেল–গ্যাসের সন্ধান, আর্থিক ভাগ্য বদলের সম্ভাবনা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.