চলতি বছরের আইপিএলের মরশুমে লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলার সময় চোট পেয়ে আইপিএলের বাকি ম্যাচ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে যান কেএল রাহুল। তারপর থেকে দীর্ঘ চার মাস ক্রিকেট থেকে সম্পূর্ণ দূরে থেকেছেন তিনি। চোটের অস্ত্রোপচার হয় ইংল্যান্ডে। আজ ভারত-পাকিস্তানের এশিয়া কাপের সুপার ফোর ম্যাচে ফিরেছেন তিনি। এশিয়া কাপের দল ঘোষণা করার সময় প্রধান নির্বাচক অজিত আগরকার বলে দেন প্রাথমিক পর্বের ম্যাচগুলিতে রাহুলকে পাওয়া যাবে না। কিন্তু পরবর্তী ম্যাচগুলিতে তিনি খেলবেন।
সেই হিসাব মিলিয়েই আজ ভারতের মিডিল অর্ডারে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে নামছেন তিনি। তার আগে বিসিসিআই টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে রাহুল জানালেন চোট পাওয়ার মুহূর্ত থেকে, তা কাটিয়ে দলে ফিরে আসার সময় পর্যন্ত তাঁর প্রতিটি ‘জার্নি’র কথা।
(এশিয়া কাপের পয়েন্ট তালিকা দেখার জন্য ক্লিক করুন এখানে)
এশিয়া কাপে আজ পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয়বারের জন্য মুখোমুখি হচ্ছে ভারত। গ্রুপ পর্বের ম্যাচ বৃষ্টির জন্য বানচাল হয়ে যায়। আজ ফের সুপার ফোর পর্বে নামতে চলেছে ভারত এবং পাক। আর এই ম্য়াচে চোট কাটিয়ে রাহুল দলে ফিরবেন সে বিষয়টা প্রায় নিশ্চিত। এই প্রসঙ্গে বিসিসিআই টিভিকে রাহুল বলেন, ‘অবশ্যই দলে ফিরে আসতে পেরে আমি খুব খুশি। মাঝের কিছুদিন আমি দলের সঙ্গে যুক্ত ছিলাম না। তবে এখন চোট কাটিয়ে ফিরে আসতে পেরেছি। আমি যখন চোট পেয়ে ছিটকে যাই সেই সময় আমার পরিবার, ফ্র্যাঞ্চাইজি এবং ভারতীয় ক্রিকেট বোর্ড সকলেই আমার পাশে দাঁড়ায়। তারা প্রার্থনা করতে থাকে যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরতে পারি। সেই সময় আমি এবং আরও অনেকেই মনে করছিলেন যে অস্ত্রোপচার করতে হতে তবে আমি এই বিষয়ে বিশেষজ্ঞ নই। কিন্তু চিকিৎসকরা এই চোট দেখার পরে জানিয়ে দেন অস্ত্রোপচার একমাত্র রাস্তা। সেই হিসাব মতো আমার অস্ত্রোপচার করা হয়।’
রাহুল আরও বলেন, 'সেই সময় কোথায় চিকিৎসা হবে? কাকে দিয়ে করানো হবে সেই বিষয়ে কিছুদিন চিন্তাভাবনা করতে করতেই কেটে যায়। তবে আমি এই জন্য বিসিসিআই ও আমার এই চোটের সঙ্গে যুক্ত চিকিৎসক, ফিজিওদের অনেক ধন্যবাদ জানাতে চাই কারণ তারা আমার এই বিষয়টিকে অনেক গুরুত্ব সহকারে দেখেছে যাতে আমি সঠিক চিকিৎসা পাই এবং তাড়াতাড়ি সেরে উঠি। অস্ত্রোপচার হয়ে যাওয়ার পরেও তাদের কাছ থেকে আমি সাহায্য পেয়েছি।'
(এশিয়া কাপে কার কবে খেলা জানার জন্য ক্লিক করুন এখানে)
এখানে না থেমে তিনি আরও বলেন, ‘একবার অস্ত্রোপচার হয়ে যাওয়ার পর শরীরকেও এই ধকলটা কাটিয়ে ওঠার সময় দেওয়া উচিত বলে আমি মনে করি। এরপর আমি তিন থেকে চার সপ্তাহ সময় পাই ক্রিকেটে ফিরে আসার জন্য। তখন আমার এবং ফিজিওদের কাছে বড় চিন্তার বিষয় ছিল কত তাড়াতাড়ি আমি ক্রিকেটের জন্য ফিট হতে পারব। কারণ আমি উইকেট-কিপিংও করি। এই ক্ষেত্রে প্রতি বলে উঁচু-নিচু হতে হয় সেক্ষেত্রে একটা চাপ পরে পেশির উপর। সেটা একটা বড় সমস্যা ছিল আমাদের কাছে। শারীরিক সমস্যার সঙ্গে সঙ্গে মানসিকভাবে একটা প্রতিবন্ধকতা চলেই আসে। সেই ভয়টাকে কাটিয়ে উঠতে হয়। আর এর জন্য নির্দিষ্ট ধাপ অনুসরণ করেই এগোতে হয়।’
ফিজিও, চিকিৎসকদের প্রশংসা করে ভারতীয় দলের এই ক্রিকেটার আরও বলেন, 'আমি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অনেক ভালো ফিজিওদের পেয়েছি যারা আমাকে এই জায়গা থেকে উঠে আসতে অনেক সাহায্য করেছে। এশিয়া কাপে এবং চলতি বছর বিশ্বকাপের দলে ফিরে এসে আমার খুব ভালো লাগছে। আমি জানি দলে আমাকে কি করতে হবে। দলে ফিরে আসতে পেরে খুব ভালো লাগছে। আমি নিজের উপর অনেকটাই আত্মবিশ্বাসী।'
(এশিয়া কাপের আরও খবর জানতে ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/cricket/asia-cup)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড বিস্তারিত ক্রীড়াসূচি - এর জন্য চোখুন HT Bangla - তে