আইপিএল ২০২৪ শুরুর বেশ কিছুদিন আগেই লখনউ সুপার জায়ান্টস জেনে যায় যে, মার্ক উডকে তারা এবছর স্কোয়াডে পাবে না। ব্রিটিশ তারকা নিজেকে টুর্নামেন্ট থেকে সরিয়ে নেওয়ায় পরিবর্ত হিসেবে ওয়েস্ট ইন্ডিজের শামার জোসেফকে দলে নেয় এলএসজি। এবার টুর্নামেন্ট শুরুর দিনকয়েক আগে ফের ধাক্কা লাগে লখনউ শিবিরে। এবার আইপিএল ২০২৪-এর প্রথম দিকের বেশ কিছু ম্যাচ থেকে ছিটকে গেলেন আরও এক ব্রিটিশ তারকা ডেভিড উইলি।
যদিও চোটের জন্য নয়, বরং উইলি ব্যক্তিগত কারণে আইপিএল খেলতে ভারতে আসবেন দেরিতে। উল্লেখ্য, ইতিমধ্যেই বেশ কিছু ব্রিটিশ ক্রিকেটার ফিট থাকা সত্ত্বেও ব্যক্তিগত কারণে আইপিএল থেকে নাম তুলে নিয়েছেন। ৩৪ বছর বয়সী বাঁ-হাতি পেসার উইলি গত ২টি মরশুম কাটান রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে। তবে গত আইপিএল নিলামে তাঁকে ২ কোটি টাকার বেস প্রাইসে দলে নেয় লখনউ সুপার জায়ান্টস।
বুধবার লখনউয়ের নতুন হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার নিজেই জানিয়েছেন যে, উইলিকে আইপিএলের শুরু থেকে দলে পাবেন না তাঁরা। উইলি গত ২ মাস ধরে টানা ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ত ছিলেন। তিনি আবু ধাবি নাইট রাইডার্সের হয়ে ইন্টারন্যাশনাল লিগ টি-২০'তে মাঠে নামেন। পরে মুলতান সুলতানসের হয়ে পাকিস্তান সুপার লিগে মাঠে নামেন ব্রিটিশ তারকা।
সুপার জায়ান্টস এখনই উইলির পরিবর্ত ক্রিকেটার দলে নিতে চায় না বলেই খবর। ডেভিড টুর্নামেন্টের মাঝপথে লখনউ শিবিরে যোগ দিতে পারেন। উইলি ভারতে বিশ্বকাপ খেলার পরেই আমিরশাহি ও পাকিস্তানে খেলতে যাওয়ায় দীর্ঘদিন বাড়ির বাইরে ছিলেন। শেষমেশ পিএসএল ফাইনাল খেলার পরে তিনি ইংল্যান্ডে ফিরেছেন।
লখনউয়ের পেস আক্রমণ নিয়ে জানাতে গিয়ে ল্যাঙ্গার বলেন, ‘মার্ক উড টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছে। ডেভিড উইলিও এখনই (ভারতে) আসছে না। সুতরাং, আমাদের পেস আক্রমণে অভিজ্ঞতার অভাব দেখা দিতে পারে। তবে গত কয়েকদিনে আমি দেখেছি যে, আমাদের দলে দুরন্ত সব প্রতিভা রয়েছে। দলের কয়েকজনের চোট-আঘাত সমস্যা ছিল। তবে এই মুহূর্তে তাদের ফিট দেখাচ্ছে।'
আরও পড়ুন:- IPL 2024: আইপিএলের ১০ দলের নতুন জার্সি, কোনটি পছন্দ আপনার?
ল্যাঙ্গার আরও বলেন, ‘শুধু ফিট ও সুস্থ থাকাই নয়, বরং ওদের মধ্যে ক্ষিদেও রয়েছে। আমাদের শুধু ক্রিকেটারদের ঠিকমতো ব্যবহার করতে হবে, যাতে টুর্নামেন্টের শেষ পর্যন্ত ওদের পাওয়া যায়, শুধু শুরুর দিকেই নয়। উডের অভিজ্ঞতাকে হয়ত টেক্কা দিকে পারবে না, তবে আমাদের দলে জোসেফ ও মায়াঙ্ক গতিতে উডের খামতি ঢাকতে পারে।’