ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারলেন না মায়াঙ্ক আগরওয়াল। সূরজ আহুজার একক লড়াই সত্ত্বেও মহারাজা ট্রফি ২০২৩-এর উদ্বোধনী ম্যাচে হারতে হল বেঙ্গালুরু ব্লাস্টার্সকে। দেবদূত পাডিক্কালকে ছাড়াই দাপুটে জয় দিয়ে নতুন মরশুম শুরু করল গতবারের চ্যাম্পিয়ন গুলবার্গা মিস্টিকস।
উল্লেখযোগ্য বিষয় হল, গতবছর ফাইনালে মায়াঙ্ক আগরওয়ালের বেঙ্গালুরু ব্লাস্টার্সকে হারিয়েই চ্যাম্পিয়ন হয় গুলবার্গা। সেদিক থেকে দেখলে নতুন মরশুমের শুরুতেই বদলা নেওয়ার সুযোগ ছিল ব্লাস্টার্সের সামনে। বদলে মিস্টিকস তাদের দাপট বজায় রাখে বেঙ্গালুরুর বিরুদ্ধে।
রবিবার চিন্নাস্বামীতে মহারাজা টি-২০ ট্রফির প্রথম ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে বেঙ্গালুরু ব্লাস্টার্স। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৩৭ রান সংগ্রহ করে। ওপেন করতে নেমে ক্যাপ্টেন মায়াঙ্ক আগরওয়াল ১টি বাউন্ডারির সাহায্যে ৩ বলে মাত্র ৪ রান করে আউট হন।
লড়াকু হাফ-সেঞ্চুরি করেন উইকেটকিপার সূরজ আহুজা। তিনি ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৬ বলে ৬২ রান করে অপরাজিত থাকেন। এছাড়া জেস্বথ আচার্য্য ২৯, পবন দেশপান্ডে ১৪, শুভাঙ্গ হেজ ১১ ও লোচান আপান্না ১০ রান করেন।
আরও পড়ুন:- সেরা ছন্দে না থেকেও 'এক বছরে' এমন এক রেকর্ড গড়েন পৃথ্বী, যে কৃতিত্ব বিশ্বের আর কারও নেই
গুলবার্গার হয়ে ১৭ রানে ৩টি উইকেট নেন অভিলাষ শেট্টি। ২৪ রানে ২টি উইকেট নেন শরণ গৌড়। উইকেট পাননি গুলবার্গাকে নেতৃত্ব দিতে নামা বিজয়কুমার বৈশাক।
জবাবে ব্যাট করতে নেমে গুলবার্গা মিস্টিকস ১৭.৩ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৩৮ রান তুলে ম্যাচ জিতে যায়। ১৫ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জেতে তারা। এলআর চেতন ৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২৪ বলে ৩৬ রান করেন। ৬টি বাউন্ডারির সাহায্যে ২০ বলে ৩১ রান করেন আদর্শ প্রজ্বল। ৩টি বাউন্ডারির সাহায্যে ৩১ বলে ২৯ রান করে নট-আউট থাকেন কেভি অনীশ। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২০ বলে ২৮ রান করেন অমিত বর্মা। স্মরণ রবিচন্দ্রন ১টি বাউন্ডারির সাহায্যে ৭ বলে ৮ রান করে মাঠ ছাড়েন।
বেঙ্গালুরুর হয়ে ৪ ওভার বল করে ২৫ রানের বিনিময়ে ৩টি উইকেট তুলে নেন শুভাঙ্গ হেজ। ২১ রান খরচ করে ১টি উইকেট নেন সরফরাজ আশরাফ। উইকেট পাননি এলআর কুমার, টি প্রদীপ, ঋষি বোপান্নারা। দুর্দান্ত বোলিংয়ের সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন গুলবার্গার অভিলাষ।