বাংলা নিউজ > ক্রিকেট > IND vs AUS: NCA-তে থার্ড ফিঙ্গার ক্যারম বলটির অনুশীলন করেই ল্যাবুশান বধ, ম্যাজিক ডেলিভারির রহস্য ফাঁস অশ্বিনের-ভিডিয়ো

IND vs AUS: NCA-তে থার্ড ফিঙ্গার ক্যারম বলটির অনুশীলন করেই ল্যাবুশান বধ, ম্যাজিক ডেলিভারির রহস্য ফাঁস অশ্বিনের-ভিডিয়ো

আউট হওয়ার মুহূর্তে মার্নাস ল্যাবুশানে। ছবি-পিটিআই (PTI)

ইন্দোরে ল্যাবুশানকে আউট করে শোরগোল ফেলে দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। এবং ভারতীয় স্পিনার সেই বোলিং রহস্য সবার সামনে আনলেন।

দীর্ঘদিন জাতীয় দলের হয়ে একদিনের ক্রিকেটে খেলেননি তিনি। বিশ্বকাপের আগে হঠাৎ করেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ফিরে এসেছেন। এসেই নিজের জলবা দেখাচ্ছেন, তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। অজিদের বিরুদ্ধে ভারতীয় দল স্কোরবোর্ডে বেশ ভাল রান করে এগিয়ে থাকলেও অশ্বিনের পারফরমেন্স দলের জেতার পিছনে বড় অবদান রেখেছেন। অভিজ্ঞ এই বোলার গত ম্যাচে তিনটি উইকেট নিয়েছেন। এর ফলে ভারত ৯৯ রানে দ্বিতীয় ওডিআই জিতে সিরিজ নিজেদের পকেটে পুড়ে নিয়েছে।

৩৭ বছর বয়সী এই বলার অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার ল্যাবুশানকে যেভাবে আউট করেছেন তা নিয়ে আবার নতুন করে আলোচনায় চলে এসেছেন তিনি। অশ্বিনের করা একটি ক্যারাম বল অবিশ্বাস্যভাবে ল্যাবুশানের উইকেট ভেঙে দেয়। ভারতের করা বিশাল রান তাড়া করার সময় অস্ট্রেলিয়ার ইনিংসের ১৩ ওভারে অশ্বিনের বল আর পাঁচটি অফ ব্রেকের মতো খেলতে যান অজি ব্যাটার। সেখানেই ভিরমি খান তিনি। বল তাঁর ব্যাটের ফাক দিয়ে ঢুকে উইকেটে লাগে।

ম্যাচের পরে রবিচন্দ্র নিজের বোলিং সম্পর্কে বলতে গিয়ে জানান, তিনি শুধু বলের সঠিক লাইন এবং লেন্থ রাখতে চেষ্টা করেছেন। ব্যাটাররা যাতে বল মারতে না পারেন সেই চেষ্টাই করে গিয়েছেন। তিনি বলেন, ‘আমি শুধু লাইন এবং লেন্থ ঠিক রেখে বল করার চেষ্টা করেছি। তবে আমার টার্গেট ছিল, তাড়াতাড়ি অজি ব্যাটারদের তুলে নিতে হবে। সেই জন্যই কিছুটা বোলিং পরিবর্তন করি। ল্যাবুশানেকে যেই বলে আউট করেছি তা আমি এনসিএ-তে দীর্ঘদিন ধরে প্রস্তুতি করেছি। সাইরাজ বাহুতুলেও আমাকে সাহায্য করেছে। এদিনও ঠিক সেই ভাবে বল করার চেষ্টা করেছি। আমি বেশ খুশি যেটা শিখেছি, সেটা কাজে লেগেছে।’ এই ম্যাচে রবিচন্দ্রন অশ্বিন ৪১ রান দিয়ে তিনটি উইকেট তুলে নেন। অন্যদিকে আরেক ভারতীয় তারকা বোলার রবীন্দ্র জাদেজা ৬টি উইকেট নেন। এছাড়াও ভারতীয় ব্যাটিং লাইন আপে শুভমন গিল ও শ্রেয়স আইয়ার দুজনেই শতরান করেন।

আর কিছুদিন পরেই ভারতের মাটিতে শুরু হতে চলেছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। ভারতীয় বোর্ডের ঘোষিত দল অনুযায়ী বিশ্বকাপের দলে জায়গা পাননি রবিচন্দ্রন। তাকে দলে যোগ করা হয় কিনা এই বিষয়ে নজর রয়েছে সবার। অন্যদিকে চোট সারিয়ে দলে ফিরে এসে কে এল রাহুল এবং আইয়ার দুজনেই ভালো পারফরম্যান্স করছেন। যার ফলে ভারতীয় দলের মিডিল অর্ডারের যে সমস্যা ছিল তা অনেকটাই কেটে গেছে বলে মনে করা হচ্ছে। এই পারফরম্যান্স যদি তারা ধরে রাখতে পারেন তাহলে প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের চিন্তা অনেকটাই কমে যাবে। এই অবস্থায় আগামীকাল ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচ খেলতে নামছে। প্রথম দিন আছে বিশ্রাম নেওয়ার পর ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলিরা এই ম্যাচে ফিরে আসবেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড বিস্তারিত ক্রীড়াসূচি - এর জন্য চোখুন HT Bangla - তে

বন্ধ করুন