শুভব্রত মুখার্জি:- চলতি মরশুমে আইপিএল শুরুর আগেই অধিনায়কত্বে বদল করেছে মুম্বই ইন্ডিয়ান্স দল। আইপিএলের ইতিহাসে অন্যতম সফল দল মুম্বই। মরুশুম শুরুর আগে পাঁচবারের চ্যাম্পিয়ন দল তাদের অধিনায়কত্বের ভার তুলে দেয় ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার হাতে।বর্তমান ভারত অধিনায়ক তথা মুম্বইকে পাঁচ বার আইপিএলের শিরোপা দেওয়া অধিনায়ক রোহিত শর্মাকে সরিয়ে দেওয়া হয় পদ থেকে। যা একেবারেই ভালোভাবে নিতে পারেনি মুম্বই ইন্ডিয়ান্সের সমর্থকরা।
পাশাপাশি চলতি মরশুমে শুরুটা ও ভালো হয়নি মুম্বইয়ের। ফলে ক্রমাগত মাঠ হোক কিংবা মাঠের বাইরে কটাক্ষের শিকার হতে হয়েছে হার্দিককে। স্টেডিয়ামে দর্শকদের ক্রমাগত কটাক্ষের শিকার হতে হওয়ার কারণে নাকি বর্তমানে মানসিক সমস্যায় ভুগছেন হার্দিক! এমনটাই দাবি করেছেন ২০০৭ সালে ভারতের হয়ে টি-২০ বিশ্বকাপজয়ী প্রাক্তন তারকা ক্রিকেটার রবীন উথাপ্পা।
আরও পড়ুন-IPL 2024-রোহিতের পছন্দ নয়, তাই ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম ভেবে দেখবে BCCI
আরও পড়ুন-IPL 2024-‘ধোনিকে সব জানিয়ে ছিলাম’…বিতর্ক নিয়ে মুখ খুললেন সুরেশ রায়না
দ্য রনবীর শো'তে বিষয়টি নিয়ে কথা বলেছেন রবীন উথাপ্পা। তিনি বলেছেন ' হার্দিক এমন একজন ক্রিকেটার যার দুর্দান্ত সামর্থ্য রয়েছে। ভারতীয় দলের সর্বকালীন সেরা অলরাউন্ডার হওয়ার যোগ্যতা রয়েছে ওর। ওকে যে দল(মুম্বই ইন্ডিয়ান্স)আবিষ্কার করেছিল তারাই ওকে ছেড়ে দেয়। ফলে ওকে বাধ্য হয়েই অন্য ফ্র্যাঞ্চাইজিতে যেতে হয়। যে ফ্র্যাঞ্চাইজির হয়ে ৩-৪ টে শিরোপা জিতেছে তারাই তো ওকে ছেড়ে দিয়েছিল। তখন নিশ্চয়ই ওর ভীষণ খারাপ লেগেছে। এই খারাপ লাগা কিন্তু থাকবে। এরপর হার্দিক গুজরাট টাইটানসে যায়। সেখানে শিরোপা জেতে।পরের বছর রানার্স আপ হয়। আর তারপরেই কথাবার্তা ফের শুরু হয় ওকে ফিরিয়ে আনার।'
আরও পড়ুন-IPL 2024-SRK সেরা মালিক! আমায় বলেছিল যে যতদিন KKR-এ আছো, ততদিন একাদশে থাকবে-গম্ভীর
উথাপ্পা আরো যোগ করেন ' এরপরেই তাঁকে কটাক্ষ,ব্যঙ্গ করা এইসব শুরু হয়। ওর ফিটনেস নিয়েও মিম বানানো হয়। এটা ওকে কষ্ট দেয়। আপনারা কি মনে করেন ওকে এইসব কষ্ট দেয়না? ভীষন রকম কষ্ট দেয়। কতজন বাস্তবটা জানে? হার্দিকের এইসবের ফলে মানসিক সমস্যা তৈরি হয়েছে। আমরা এটা উপলব্ধি করি যে ভারতীয় হিসেবে আমরা খুব ইমোশনাল। তবে কারও সঙ্গে এইধরনের আচরণ একেবারেই কাম্য নয়।সমাজের জন্য এই আচরণ ক্ষতিকারক।আমাদের ও ভেবে দেখার সময় এসে গিয়েছে।'