ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার রসবোধের কথা কারও অজানা নয়। সম্প্রতি তিনি একটি মজার গল্প বলেছেন। যেটা শুনে হাসি থামানো দায়। রোহিত বলেছেন যে, তিনি কখনও তাঁর দুই সতীর্থ শিখর ধাওয়ান এবং ঋষভ পন্তের সঙ্গে রুম শেয়ার করবেন না। কারণ তারা বড় বেশি অগোছালো। শ্রেয়স আইয়ারের সঙ্গে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’তে গিয়ে এমনই হালকা মুহুর্তের কথা শেয়ার করেছেন রোহিত শর্মা।
রোহিত তাঁর বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারে বহু বারই ধাওয়ান এবং পন্ত- উভয় ক্রিকেটারের সঙ্গেই নিজের লকার রুম ভাগ করে নিয়েছেন। তবে মজা করে বলেছেন যে, তাঁদের অগোছালো জীবনযাপনের অভ্যাসের কারণে তিনি এই দুই ক্রিকেটারের সঙ্গে কোনও ভাবেই রুম শেয়ার করবেন না।
আরও পড়ুন: IPL-এ রোহিত যে কত ৪০+ রান করেছেন- কোহলিকেই যেন কটাক্ষ করলেন জাদেজা?
রোহিত মজার ছলেই বলেছেন, ‘আজকাল সবাই একটি করেই রুম পায়। কিন্তু আমাকে যদি কখনও একটি রুম শেয়ার করতে হয়, তবে দু'জন ক্রিকেটার আছে, যাদের সঙ্গে আমি রুম শেয়ার করতে চাই না। তারা শিখর ধাওয়ান এবং ঋষভ পন্ত। ওরা খুব নোংরা।’
আরও পড়ুন: ২০০+ হতে পারত- স্লো সেঞ্চুরির জন্য বিপক্ষ দল রাজস্থানও বাজে ভাবে ট্রোল করল কোহলিকে
আরও বিস্তারিত ভাবে রোহিত ব্যাখ্যা করেছেন, ‘ওদের রুম সব সময়ে ডিএনডি-তে (ডু নট ডিস্টার্ব) থাকে। কারণ ওরা দুপুর ১টা পর্যন্ত ঘুমায়। হাউসকিপিং কর্মীরা সকালে ওদের রুম পরিষ্কার করতে আসে, তাই ওরা নিজের রুম ঘরগুলি ডিএনডি-তে রেখে দেয়। তা না হলে হাউসকিপিংয়ের লোকজন ঢুকে পড়বে। তাই ওদের রুম প্রায়ই তিন থেকে চার দিন অগোছালো থাকে। এটা ওদের আশেপাশে থাকা লোকজনের জন্য সমস্যা হয়ে দাঁড়ায়। তাই, আমি ওদের সঙ্গে থাকতে পারব বলে মনে হয় না।’
আরও পড়ুন: ও পুরো ফিট, তবে… T20 WC-এর দলে পন্তের সুযোগ পাওয়া নিয়ে সতর্ক প্রতিক্রিয়া সৌরভের
রবিবার ওয়াংখেড়েতে আইপিএলের ২০তম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে চেনা ছন্দে ধরা দিয়েছেন রোহিত। তিনি এদিন ২৭ বলে ৪৯ রান করেন। মাত্র ১ রানের জন্য অর্ধশতরান হাতছাড়া করেন রোহিত। তার পরেও বিরাট কোহলিকে ছুঁয়ে ফেললেন মুম্বইয়ের ব্যাটার। আইপিএলে দিল্লির বিরুদ্ধে এই নিয়ে মাত্র দু'জন ব্যাটার ১০০০ রানের বেশি করেছেন। এত দিন সেই তালিকায় একাই ছিলেন বিরাট। এ বার সেই তালিকায় যোগ দিলেন রোহিত। দিল্লির বিরুদ্ধে আইপিএলে ১০৩০ রান করেছেন বিরাট। দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত। দিল্লির বিরুদ্ধে তাঁর রান ১০১৯ রান। রোহিতের ছন্দে ফেরার দিন, তাঁর দলও জয় পায়। হারের হ্যাটট্রিকের পর ২০২৪ আইপিএল মরশুমে প্রথম জয় ছিনিয়ে নেয় মুম্বই ইন্ডিয়ান্স।