অবশেষে সম্ভাবনাটা সত্য়ি হতে চলেছে। ভারতের বিরুদ্ধে ভিনদেশের হয়ে বিশ্বকাপে মাঠে নামতে পারেন এমন তিনজন ভারতীয় ক্রিকেটার, যাঁরা একদা রঞ্জি ট্রফিতে মাঠ মাতিয়েছেন। আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য আমেরিকার স্কোয়াড ঘোষিত হওয়ার পরেই সম্ভাবনায় সিলমোহর পড়ে যায়। যদিও দৌড়ে থাকা আরও কয়েকজন ভারতীয় ক্রিকেটারের ভাগ্যে শিকে ছেঁড়েনি।
বিশ্বকাপের জন্য আমেরিকার ঘোষিত টি-২০ স্কোয়াডে রয়েছেন এমন চারজন ক্রিকেটার, যাদের ক্রিকেটে হাতেখড়ি ভারতে। একদা অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তাঁদের মধ্যে ২ জন। টিম ইন্ডিয়ার বর্তমান তারকাদের সঙ্গে চুটিয়ে খেলেছেন ভারতের ঘরোয়া ক্রিকেট।
টিম ইন্ডিয়ায় ভবিষ্যৎ নিশ্চিত নয় দেখে ভারতীয় ক্রিকেটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আমেরিকায় পাড়ি দেন একাধিক সম্ভাবনাময় ক্রিকেটার। যাঁদের মধ্যে ছিলেন ভারতকে যুব বিশ্বকাপ জেতানো ক্যাপ্টেন উন্মুক্ত চাঁদও। লক্ষ্য ছিল আমেরিকার জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা। সেই লক্ষ্য পূরণ হয়েছে বেশ কয়েকজনের। এবার বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণ হতে চলেছে তাঁদের।
মোনাঙ্ক প্যাটেল:-
বিশ্বকাপে আমেরিকাকে নেতৃত্ব দেবেন মোনাঙ্ক প্যাটেল, যাঁর জন্ম গুজরাটে। তিনি গুজরাটের হয়ে অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৯ পর্যায়ে ক্রিকেট খেলেছেন। যদিও ভারতে সিনিয়র ক্রিকেট খেলেননি। মোনাঙ্ক ২০১৯ সাল থেকে আমেরিকার হয়ে প্রতিনিধিত্ব করছেন। তিনি ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে ৪৭টি ওয়ান ডে ও ২৩টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন।
সৌরভ নেত্রভালকর:-
মুম্বইয়ে জন্মানো সৌরভ নেত্রভালকর আমেরিকার টি-২০ বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন। তিনি মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফি ও বিজয় হাজারে ট্রফিতে মাঠে নামা ছাড়াও প্রতিনিধিত্ব করেছেন অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের হয়ে। সৌরভও ২০১৯ সাল থেকে আমেরিকার জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করছেন। তিনি এখনও পর্যন্ত ওদেশের হয়ে ৪৮টি ওয়ান ডে ও ২৪টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে মাঠে নেমেছেন।
হরমীত সিং:-
আমেরিকার বিশ্বকাপ স্কোয়াডে রয়েছেন হরমীত সিং। মুম্বইয়ে জন্মানো হরমীত ২০১০ সালে লোকেশ রাহুল, মায়াঙ্ক আগরওয়াল, জয়দেব উনাদকাট, হার্ষাল প্যাটেলেরদের সঙ্গে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে মাঠে নামেন হরমীত। পরে ২০১২ সালে উন্মুক্ত চাঁদের নেতৃত্বাধীন যুব বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন তিনি। অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করা ছাড়াও হরমীত খেলেছেন ভারতীয়-বি দলের হয়ে। অবশিষ্ট ভারত একাদশের হয়ে মাঠে নেমেছেন। পশ্চিমাঞ্চলের হয়ে জোনাল ক্রিকেটেও প্রতিনিধিত্ব করেছেন তিনি। মুম্বই ও ত্রিপুরার হয়ে রঞ্জি ট্রফিতে প্রতিনিধিত্ব করেছেন। আইপিএল খেলেছেন রাজস্থান রয়্যালসের হয়ে। এবছরই কানাডার বিরুদ্ধে টি-২০ সিরিজে আমেরিকার জাতীয় দলের হয়ে প্রথমবার মাঠে নামেন হরমীত। মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে ৪টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে মাঠে নেমেছেন হরমীত।
মিলিন্দ কুমার:-
আমেরিকার বিশ্বকাপ স্কোয়াডে রয়েছেন দিল্লির মিলিন্দ কুমার। তিনি দিল্লির হয়ে রঞ্জি, বিজয় হাজারে, মুস্তাক আলি ট্রফি, সবেতে প্রতিনিধিত্ব করেছেন। ঘরোয়া ক্রিকেট খেলেছেন সিকিমের হয়েও। দিল্লি ডেয়ারডেভিলস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএলেও মাঠে নেমেছেন মিলিন্দ। হরমীতের সঙ্গে এবছরই আমেরিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে হাতেখড়ি হয় মিলিন্দের। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে ৩টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন।
এছাড়া আমেরিকার বিশ্বকাপ স্কোয়াডে থাকা নিসর্গ প্যাটেলের জন্ম আমদাবাদে। যদিও তিনি ভারতে ক্রিকেট খেলেননি। আমেরিকার বিশ্বকাপ দলে সুযোগের অপেক্ষায় ছিলেন উন্মুক্ত চাঁদ, স্মিত প্যাটেলরা। আপাতত তাঁদের হতাশ হতে হয়। উন্মুক্তরা সুযোগ না পেলেও আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে মাঠে নামার সুযোগ রয়েছে হরমীত, মিলিন্দ, সৌরভদের। কেননা বিশ্বকাপের একই গ্রুপে রয়েছে ভারত ও আমেরিকা।