দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপটাউন টেস্টে ঐতিহাসিক জয়ের পরেই ভারতের পুরো ফোকাস এখন টি-টোয়েন্টি ক্রিকেটে। আর এই মুহূর্তে টি-টোয়েন্টিতে ভারতের সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে, বিরাট কোহলি এবং রোহিত শর্মার ভবিষ্যত। রোহিত এবং কোহলি এক বছরের বেশি সময় ধরে টি-টোয়েন্টি খেলেননি। সংক্ষিপ্ততম ফর্ম্যাটে তাদের শেষ উপস্থিতি ছিল ২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালে। তবে সূত্রের খবর অনুযায়ী, ভারতীয় ব্যাটিংয়ের দুই স্তম্ভ নির্বাচকদের জানিয়ে দিয়েছে, তারা টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আগ্রহী।
একাধিক রিপোর্ট অনুসারে, এই বছরের জুনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য রোহিত এবং কোহলি উপলব্ধ রয়েছে। কিন্তু প্রশ্ন হল, নির্বাচকরা কি তাঁদের বাছাই করতে প্রস্তুত?
আগেই জানানো হয়েছিল যে, রোহিতের অবস্থান নিয়ে প্রশ্ন ওঠেনি। গত বছর ওডিআই বিশ্বকাপে তিনি যে ধরণের দৃষ্টিভঙ্গি দেখিয়েছিলেন, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে দলের নেতৃত্ব দেওয়ার জন্য তিনি প্রথম পছন্দ হতে চলেছেন। রোহিতের অনুপস্থিতিতে গত বছর টি-টোয়েন্টিতে ভারতকে নেতৃত্ব দেওয়া হার্দিক পান্ডিয়ার চোটের উদ্বেগও তাঁর দলে থাকার বিষয়টিকে আরও মজবুত করেছে। কিন্তু কোহলিকে নিয়ে একথা বলা যাবে না।
আরও পড়ুন: রোহিতের T20I ক্যারিয়ারে ইতি? ব্রডকাস্টারদের পোস্টারে তেমনই ইঙ্গিত, শুরু জোর জল্পনা
যদিও তিনি সংক্ষিপ্ততম ফর্ম্যাটে দুর্দান্ত স্কোরার। তবে তাঁর স্ট্রাইক রেট একটি সমস্যা হয়ে উঠতে পারে। সাম্প্রতিক পিটিআই রিপোর্ট অনুসারে, অজিত আগরকারের নেতৃত্বে নির্বাচক কমিটি রোহিত এবং কোহলিকে স্কোয়াডে একসঙ্গে রাখতে আগ্রহী নয়।
নির্বাচকদের চেয়ারম্যান অজিত আগরকার দ্বিতীয় টেস্টের সময় দক্ষিণ আফ্রিকায় দুই অভিজ্ঞ খেলোয়াড়ের সঙ্গে কথা বলার জন্য উড়ে গিয়েছিলেন এবং জানিয়ে দিয়েছেন, তাঁরা খেলতে আগ্রহী। তবে অনেক বাহ্যিক কারণ রয়েছে এবং শেষ পর্যন্ত বিসিসিআই-এর সর্বশক্তিমান সচিব জয় শাহকে সিদ্ধান্ত নিতে হতে পারে।
আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে আর মাত্র চার দিন বাকি আছে এবং ১১ জানুয়ারি থেকে শুরু হতে চলা তিন ম্যাচের সিরিজের জন্য বিসিসিআই এখনও স্কোয়াড ঘোষণা করতে পারেনি।
রোহিত এবং কোহলি দু'জনকেই একাদশে অন্তর্ভুক্ত করা হলে, দলের ভারসাম্য নিয়ে সমস্যা হতে পারে বলে মনে করা যাচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে একজন প্রাক্তন জাতীয় নির্বাচক পিটিআইকে বলেছেন, ‘যদি রোহিত, শুভমন গিল, বিরাট, সূর্যকুমার যাদব এবং হার্দিক আপনার সেরা পাঁচে থাকেন, তবে আপনার বাঁহাতি কোথায়? এখন, ধরে নেওয়া যাক আপনি কোহলিকে বাদ দিয়ে গিলকে ৩ নম্বরে খেলাবেন এবং রোহিতের সঙ্গে যশস্বী জয়সওয়াল ওপেন করছেন। অজিত কি পারবেন? সেই সাহসী কলটি নিন।’
নির্বাচকরা যদি রোহিত এবং কোহলি উভয়কেই অন্তর্ভুক্ত করেন, তবে যে দু'জন ব্যক্তি বাদ পড়বেন, তাঁরা হলেন রুতুরাজ গায়কোয়াড় এবং ইশান কিষাণ। সেক্ষেত্রে ভারত একজন টপ-অর্ডার ব্যাটিং বিকল্প এবং একজন বাঁহাতি কিপার-ব্যাটার বিকল্পকে হারাবে।
রোহিত এবং কোহলি উভয়ই থাকার অর্থ এই যে, থিঙ্ক ট্যাঙ্ক রিঙ্কু সিং বা জিতেশ শর্মার মধ্যে একজনকে খেলাতে পারবে। এমনিতে দু'জনেই দলে থাকেন। এখানেই শেষ নয়। ভারত পাঁচ জনের বেশি বোলার খেলাতে পারবে না। অর্থাৎ হার্দিক পান্ডিয়াকে চোট থেকে ফিরে আসার পরে, প্রতিটি ম্যাচে চার ওভার করে বল করতে হবে।