ছয় ওভারে ১২৫ রান বা ৩৬ বলে ১২৫ রান!!! দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে পাওয়ার প্লে'তে ঠিক সেই রানটাই তুলল সানরাইজার্স হায়দরাবাদ। নিশ্চয়ই মনে হচ্ছে যে ভুল লেখা হয়েছে। এত রান হতেই পারে না। না, একেবারেই নয় সেটা। কারণ শনিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লির বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে পাওয়ার প্লে'র শেষে সানরাইজার্সের স্কোর দাঁড়িয়েছে বিনা উইকেটে ১২৫ রান। যা টি-টোয়েন্টির ক্রিকেট ইতিহাসে পাওয়ার প্লে'তে সর্বোচ্চ রান। ভেঙে গেল নটিংহ্যামশায়ারের রেকর্ড। যে দল টি-টোয়েন্টি ক্রিকেটের প্রথম ছয় ওভারে বিনা উইকেটে ১০৬ রান তুলেছিল।
আর টি-টোয়েন্টি ইতিহাসে যে সানরাইজার্সের নাম উঠে গেল, সেটা সম্ভব হয়েছে দুই বাঁ-হাতি ব্যাটার ট্র্যাভিস হেড এবং অভিষেক শর্মার সৌজন্যে। হেড তো যেন ঠিক করে নিয়েছেন যে জার্সিতে ছিঁটেফোটা নীল দেখলেই যেন ছিঁড়ে খাবেন। শনিবার দিল্লিতে প্রথম ছয় ওভারে ২৬টি বল খেলে ৮৪ রান করেছেন অস্ট্রেলিয়ার তারকা। পিছিয়ে নেই ভারতীয় তরুণ অভিষেকও। তিনি ১০ বলে ৪০ রানে খেলছেন। অর্থাৎ হেডের স্ট্রাইক রেট হল ৩২৩.০৭। আর অভিষেকের স্ট্রাইক রেট ৪০০।
আরও পড়ুন: IPL 2024 DC vs SRH: মাত্র ১৬ বলে অর্ধশতরান! দিল্লিতে ব্যাট হাতে ঝড় তুলেছেন ট্র্যাভিস হেড
কোন ওভারে কত রান তুলেছে সানরাইজার্স?
১) প্রথম ওভার (খলিল আহমেদ): ১৯ রান।
২) দ্বিতীয় ওভার (ললিত যাদব): ২১ রান।
৩) তৃতীয় ওভার (এনরিখ নরকিয়া): ২২ রান।
৪) চতুর্থ ওভার (ললিত যাদব): ২১ রান।
৫) পঞ্চম ওভার (কুলদীপ যাদব): ২০ রান।
৬) ষষ্ঠ ওভার (মুকেশ কুমার): ২২ রান।
টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে পাওয়ার প্লে'তে সর্বোচ্চ রান
১) সানরাইজার্স হায়দরাবাদ: ১২৫/০, বনাম দিল্লি ক্যাপিটালস, ২০২৪ সাল।
২) নটিংহ্যামশায়ার: ১০৬/০, বনাম ডারহাম, ২০১৭ সাল।
৩) কলকাতা নাইট রাইডার্স: ১০৫/০, বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, ২০১৭ সাল।
৪) সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস: ১০৫/০, বনাম বার্বাডোজ ট্রাইডেন্ট, ২০১৭ সাল।
৫) দক্ষিণ আফ্রিকা: ১০২/০, বনাম ওয়েস্ট ইন্ডিজ, ২০২৩ সাল।
সানরাইজার্স হায়দরাবাদের রেকর্ড
১) আইপিএলের ইতিহাসে প্রথমবার কোনও দল প্রথম পাঁচ ওভারের মধ্যে ১০০ রানের গণ্ডি পার করে ফেলল সানরাইজার্স হায়দরাবাদ।
২) আইপিএলের ইতিহাসে দ্রুততম দলগত শতরান করল সানরাইজার্স হায়দরাবাদ।
আরও পড়ুন: ইমপ্যাক্ট প্লেয়ারের জন্যই IPL-এ আন্তর্জাতিক মানের ব্যাটিং লাইন আপ দেখছেন- ট্র্যাভিস হেড