বাংলা নিউজ > ক্রিকেট > ভিডিয়ো- তরুণ ক্রিকেটারকে বাইকে লিফ্ট দিলেন ধোনি, ফের মুগ্ধ নেটপাড়া

ভিডিয়ো- তরুণ ক্রিকেটারকে বাইকে লিফ্ট দিলেন ধোনি, ফের মুগ্ধ নেটপাড়া

ধোনির বাইকের পিছনে লিফ্ট পেলেন তরুণ ক্রিকেটার

বর্তমানে একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে। যেখানে এক তরুণ ক্রিকেটার ধোনির সঙ্গে নিজের ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যায় এক তরুণ ক্রিকেটারকে নিজের বাইকের পিছনে লিফ্ট দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে পাবলিশ হতেই আগুনের মতো ছড়িয়ে যায়।

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (এমএস ধোনি) হয়তো আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন, কিন্তু তিনি এখনও তরুণ ক্রিকেটারদের সাহায্য করতে এগিয়ে আসেন এবং ধোনি নিজেও তরুণ ক্রিকেটারদের সঙ্গে অনুশীলনে নেমে যান। বর্তমানে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন ধোনি এবং সেখানে তিনি যুবদের সামনে নিয়ে আসার জন্য কাজ করছেন। আসলে ধোনি তরুণ প্রজন্মের উপর বেশি বিশ্বাস করেন। ধোনি যখনই একজন তরুণ ক্রিকেটারকে দেখেন, তিনি তাঁকে সম্ভাব্য সব উপায়ে সাহায্য করার চেষ্টা করেন। সম্প্রতি এমনই একটি ঘটনা দেখা গেছে যখন রাঁচিতে। সেখানে এক তরুণ ক্রিকেটারকে সাহায্য করেছিলেন ধোনি।

বর্তমানে একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে। যেখানে এক তরুণ ক্রিকেটার ধোনির সঙ্গে নিজের ছবি শেয়ার করেছেন। প্রথমে তিনি দেখিয়েছেন ধোনি মাঠে উপস্থিত রয়েছেন এবং তিনি নিজের কিটস গুছিয়ে রাখছেন। এরপরে দেখা যায় তরুণ ক্রিকেটারটি একজনের বাইকে করে যাচ্ছেন, ক্রিকেটারটি জানিয়েছেন তিনি মহেন্দ্র সিং ধোনির বাইকের পিছনে বসে ফিরছিলেন। এই রোমাঞ্চকর মুহূর্তটি সে নিজের ক্যামেরায় তুলে রাখেন। পরে এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে পাবলিশ হতেই আগুনের মতো ছড়িয়ে যায়।

আসলে এই ভিডিয়োতে দেখা যাচ্ছে ধোনি রাঁচির মাঠে অনুশীলন করছিলেন। তারপরে তিনি এক তরুণ ক্রিকেটারকে তার বাইকে তার বাড়িতে লিফট দিয়েছিলেন। এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তরুণ ক্রিকেটার। ভিডিয়োতে দেখা যায়, ধোনি অনেক তরুণ ক্রিকেটারের সঙ্গে অনুশীলন করছেন। এরপর ভিডিয়ো তৈরি করা ক্রিকেটারকে ধোনির বাইকের পিছনে বসে থাকতে দেখা যায়। তরুণ ক্রিকেটার এই মুহূর্তটি নিজের ক্যামেরায় বন্দী করেছেন, যার ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে।

তবে এই ভিডিয়োটি নিয়ে অনেকেই নানা প্রশ্ন তুলেছেন। এক জন ধোনির বাইক নিয়েই প্রশ্ন তুলেছেন। তাঁর বক্তব্য ধোনির বাইক থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসছে। এটা তো কোনও ভাবেই কাম্য নয়। এতে পরিবেশ দূষণ হচ্ছে। আর একজন লিখেছেন, ছেলেটির ভাগ্য খুব ভালো, কে জানে আমার কবে এমননভাগ্য হবে। কিছুদিন আগেই আমেরিকা থেকে ভারতে ফিরেছেন ধোনি। বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম দেখতে তিনি নিউইয়র্কে গিয়েছিলেন। সেই মুহূর্তের একটি ভিডিয়োও প্রকাশিত হয়েছিল। এই ভিডিয়োতে ধোনিকে টেনিস খেলোয়াড় কার্লোস আলকারাজের পিছনে দর্শক গ্যালারিতে বসে থাকতে দেখা গিয়েছিল। তার একদিন পরেই ধোনিকে প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গলফ খেলতেও দেখা গিয়েছিল।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড বিস্তারিত ক্রীড়াসূচি - এর জন্য চোখুন HT Bangla - তে

বন্ধ করুন